পোর্ট্রেট ব্লগ রিপোর্ট করছে যে শ্রীলন্কায় মাইলের পর মাইল জঙ্গল উজাড় করে ফেলা হচ্ছে। সেনাবাহিনী কর্তুক রাস্তার দুধারের কয়েকশ মিটার পর্যন্ত বন বুলডোজার দিয়ে মাড়িয়ে, কেটে সাফ করা হচ্ছে নিরাপত্তার কথা বলে কারন তামিল টাইগাররা নাকি জঙ্গলে লুকিয়ে হামলা করে।