মিশরঃ খাঁচাবন্দী সার্ডিনের মত বিনা বিচারে আটকদের স্তুপ

একটা খাঁচার মধ্যে একজনের উপরে আরেকজন বন্দীদের স্তুপ করে রাখা হয়েছে? পুরস্কার বিজয়ী মিশরীয় ব্লগার ওয়ায়েল আব্বাস তার জনপ্রিয় ব্লগ মিশর ডিজিটালে মানবাধিকার লংঘনের আরেকটা ভয়াল চিত্র প্রকাশ করেছেন।

ওয়ায়েল ব্যাখ্যা করেছে:

ذه الصورة أرسلت إلي عن طريق المسنجر وقد إلتقطت بالتليفون المحمول لغرفة الحجز في أحد أقسام الشرطة – لا نعرف أي قسم حتى الآن – وكما ترون فغرفة الحجز عبارة عن قفص حديدي يتكدس فيه المحتجزين بشكل أقل ما يقل عنه هو أنه – قرودي – غير إنساني ولا حتى حيواني لأن اللي عنده حيوانات عمره ما يحطها في زريبة بالشكل ده لأنه ببساطة يخاف عليها تنفق – منظر لا يمكن تخيله حتى في لوحة سيريالية ولا حتى في خيال شخص فشار مهولاتي أبو لمعة قد يحكي عن تكدس البشر بعضهم فوق بعض لكن الصورة أهه بألف كلمة وليس من رأى كمن سمع وربنا يخلي لينا التكنولوجيا

সেলুলার ফোনে তোলা এই ছবিটা আমার মেসেঞ্জারে কেউ পাঠিয়েছে। একটা পুলিশ স্টেশনে বিনা বিচার আটক বন্দীদের প্রকোষ্ঠের চিত্র এটি- আমি জানি না এর অবস্থান কোথায়। আপনারা দেখছেন যে প্রকোষ্ঠটি একটা ধাতব খাঁচার মত যেখানে ঐসব আটকদের বানরের মত স্তুপ করে রাখা হয়েছে। ভয়ংকর রকমের অমানবিক এবং একটা পশুর চেয়েও জঘন্য ভাবে রাখা হয়েছে কারণ মরে যেতে পারে ভেবে কেউ একটা পশুকেও এভাবে রাখবে না। এমন ছবি পরাবস্তব চিত্রেও ভাবা দুষ্কর অথবা কোন প্রদর্শনীর উন্মত্ত কল্পনায়ও একজনের উপরে আরেকজনকে এভাবে স্তুপীকৃত করার কথা কেউ বলবে না। তারপরেও একটা চিত্র সহস্র কথা বলে এবং ইশ্বর আমাদের জন্য প্রযুক্তিকে রক্ষা করুন।

পোস্টটিতে মন্তব্যকারীরা ভাষা হারিয়ে ফেলেছেন:

মিশর আল মুসলিমা লিখেছেন:

دول معملوهاش في سجن ابو غريب ولا غوانتنامو
ولا كانها لقطة في افلام الخيال العلمي
للدرجاتي هو دة مقام الانسان المصري بيتحت في اقفاص زي الحيونات ويمكن اوسخ من الحيونات
ربنا يرحمنا برحمته

আবু ঘরিব এবং গুয়ান্তামো বে'তেও এমনটি করা হয়নি। এটা এমনকি ফ্লিকের বৈজ্ঞানিক কল্পকাহিনীরও কোন ছবি নয়। এমন অবস্থায় মিশরীয়রা আজ নিপতিত, পশুর মত খাঁচায় বন্দী এবং তার চেয়ে জঘণ্য আচরণের স্বীকার হচ্ছে? ইশ্বর আমাদের ক্ষমা করুন।

হামোদী বলেছেন:

نظام الشرطة في جميع الدول العربيه فاسد فاسد فاسد

সমস্ত আরব দেশের পুলিশ বাহিনী দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত

এবং মোহামেদ শ্লেষাত্মকভাবে বলেছেন:

فعلا مصر ام الدنبا ومهد الحضارة
انتظروا مزيدا من الاختراعات المهينة للبشرية

মিশর আসলেই সভ্যতার সূতিকাগার … মানবতাকে আরো অবমাননার জন্য নতুন নতুন উদ্ভাবনের অপেক্ষায় থাকুন

তবে হাইথাম প্রশান্তভাবে ব্যাখ্যা করেছেন:

ছবিটি ফটোশপের কারসাজী

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .