- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভারতঃ ভিডিও ভলান্টিয়ারের কমিউনিটি সাংবাদিকতা

বিষয়বস্তু: ভারত, চলচ্চিত্র, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রতিবাদ, প্রযুক্তি, মানবতামূলক কার্যক্রম, শিল্প ও সংস্কৃতি

ভারতের গ্রাম ও বস্তিগুলোতে উৎসাহী মিডিয়া প্রযোজকদের একটা অলাভজনক সংস্থার নাম ভিডিও ভলান্টিয়ার্স। সংস্থাটি তাদের সমাজের উপযোগী ভিডিও তৈরী করে এবং মাসব্যাপী কমিউনিটির অভ্যন্তরে সহস্রাধিক মানুষকে প্রদর্শন করে থাকে। এগুলো মানুষকে প্রভাবিত করে এবং কাজের জন্য উদ্বুদ্ধ করে। চ্যানেল ১৯ [1] হচ্ছে অনলাইন ভিডিও এর এমন একটা চ্যানেল যেখানে কমিউনিটির জন্য নিজেদের তৈরী ভিডিওগুলি সংরক্ষণ করা হয় বাদবাকী মানুষকে দেখাবার সুযোগ দিতে।

ভিডিও ভলান্টিয়ার্সের সর্বশেষ ভিডিওটি ধারাভীর ধর্মঘট তুলে ধরেছে। ভারতের মুম্বাইতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম ধারাভী। এই ধর্মঘট আহুত হয়েছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে। এই বস্তির প্রতিটা পরিবারকে নির্মাণের জন্য ৪০০ স্কয়ার ফিট বরাদ্দ দেয়া হবে সরকারী এমন প্রতিশ্রুতি পাল্টে সরকারী নীতিনির্ধারণী বিগত সভায় পরিবার প্রতি ৩০০ স্কয়ার ফিট বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত নিচের ভিডিওটিতে ধারাভীর কালো দিবসের [2] পূর্ণ গল্প ও চিত্র রয়েছে:

চ্যানেল ১৯ এ ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত অন্যান্য ভিডিওগুলো অন্তর্দৃষ্টিসম্পন্ন ও অনুপ্রেরণাদায়ক: নারীরাও খেলতে পারে! [3], কমিউনিটি সাংবাদিকরা বস্তিবাসীদের জিজ্ঞাসা করছে শিশুরা খেলার জন্য কি করে। দেখা গেছে যে ছেলেরা খেলাধুলা করে অন্যদিকে মেয়েদের গৃহস্থালীর কাজ করতে হয়। এজন্য মেয়েদের খেলতে অনুপ্রাণিত প্রদানের জন্য তারা একজন নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে। পড়াশুনা শুরু করতে কখনও দেরী বলে কথা নেই [4]; ন্যাকড়া ও টুকরো কাপড় কুড়ানো একজন নারী তার ভবিষ্যৎ পরিবর্তন করতে এবং একজন শিক্ষিকা হবার জন্য পড়াশুনা করে সার্টিফিকেট অর্জনের সিদ্ধান্ত নিয়েছে।