তান্জানিয়া: যখন ঈদ-উল-ফিতর বয়ে আনে অশ্রু

সাম্প্রতিককালে তাঞ্জানিয়াকে নাড়িয়ে দেয়া বিয়োগান্ত ঘটনাটি সেদেশের সোয়াহিলি ব্লগাররা কিভাবে দেখছে? মধ্য তান্জানিয়ার তাবোরা শহরে তরুণদের জন্য বিশেষ ডিস্কোতে ঈদ উদযাপন করতে গিয়ে ২০ জন পদদলিত হয়ে মারা যায়। উৎসব উদযাপন উপলক্ষে সেখানে ৭ থেকে ১৪ বছর বয়সী আনুমানিক ৪০০ লোকের সমাবেশ ঘটেছিল, যা ছিল অনুমোদিত ধারণক্ষমতার দ্বিগুণ

সংবাদপত্র ঘটনাটিকে তান্জানিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডি এবং ঈদ উৎসবকালীন সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। টোটো ডিস্কো নামে বহুল পরিচিত, বিশেষত তরুণদের লক্ষ্য করে তৈরি এই ডিস্কোর আয়োজকদের তদন্তের জন্য গ্রেফতার করা হয়েছে

ব্লগার ফস্টিন বারাজা এবং ইসা মিচুজি ডিস্কোঘর এবং হিমঘরে রাখা দেহের ছবি প্রকাশ করেন।

অনেক পাঠক সতর্কপন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

TUWEKE MBELE HEALTH AND SAFETY PRACTICES. TOTALLY UNNECESSARY AND AVOIDABLE DEATHS. SIJUI LINI TUTAJIFUNZA!!

“আমাদের স্বাস্থ্য এবং সতর্কতাকে অগ্রাধিকার দিতে হবে। পুরোপুরি অপ্রয়োজনীয় এবং পরিহারযোগ্য মৃত্য ছিল এটি। আমি জানিনা আমরা কখন শিখবো”?

সেই একই পোষ্টে আরেকজন বলেছেন:

Tukio kama hili linahitaji Rais Jakaya kwenda kutoa pole, hasa inapozingatiwa kwamba huwa anahudhuria ajali za watu ambao huwa wanamajina pale Muhimbili. Hili ni swala kubwa na sio kumtuma Mh. Kapuya.

Anatakiwa kuwasili katika eneo la tukio na kukagua , kutoa pole na pia kuhutubia wananchi.
Pia ni wakati wa TZ, hasa Fire marshal kuanza kuangalia uwezo wa sehemu za disco kuchukua kiasi fulani cha watu na njia za tahadhari (Exit)kama hali kama hii ikitikoea.Ikiwa ni pamoja na kuwa na Genereta, na wasaidiza wa haraka.

“এইরকম এক দূর্ঘটনায় রাষ্ট্রপতি জাকায়ার সেখানে স্বশরীরে উপস্থিত থেকে সমবেদনা জানানো উচিত ছিল। বিশেষত যেখানে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ঘটনায় তাদেরকে পরিদর্শণে যান। এ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনায় শুধু মাননীয় মন্ত্রী কাপুয়া’কে (তান্জানিয়ার শ্রম, কর্মসংস্থান এবং যুবউন্নয়ন মন্ত্রী) পাঠিয়ে দায় সারা যায় না। তাঁকে দুর্ঘটনাস্থল সরাসরি পরিদর্শনে গিয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে। সেই সাথে দমকল কর্মীদের ডিস্কো ভেন্যুর ধারণক্ষমতা এবং নির্গমণ পথ পর্যবেক্ষণ সেই সাথে জেনারেটর এবং ইমারজেন্সি কর্মীদের উপস্থিতি পরখ করার এইটাই উপযুক্ত সময়।”

লুক ওয়ানগুলে এন্টারটেইনমেন্ট” -এর সিম্বে লিখেছেন ওয়ানটেন ডিস্কো এবং বাবলস নৈশক্লাব-এর ব্যবস্থাপকদ্বয় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। ডিস্কোদুটির পরিচালকদের আগেই গ্রেফতার করা হয়েছিলো।

ইসা মিসুজির ধারাবাহিক পর্বের একটিতে জনৈক বিশেষ প্রতিনিধি তার বিশেষ প্রতিবেদনে বলেছেন তান্জানিয়ার রাষ্ট্রপতি মৃত্যের কারন বের করতে পুর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

তাবোরা’র আঞ্চলিক সরকার ইতমধ্যে এক তদন্ত কমিটি গঠন করেছেন। অনেক পাঠকের মতে আঞ্চলিক সরকার এই দুঃখজনক ঘটনার জন্য বহুলাংশে দ্বায়ী এবং প্রথমাবস্থায় তাদেরকেই দোষী সাব্যস্ত করেছেন।

Maeneo ya Wazi ya wapi mjini Tabora?Je,kuna uwanja wa mabembea na michezo ya watoto japo mmoja tu katika mji mzima wa Tabora?Kosa la nani?Asitafutwe mchawi hapa au kurushiana lawama.Poor Leadership in Government Institutions is the cause of all this. Mpaka watoto zetu wafe ndipo viongozi wakurupuke na kujifanya wanahusika kwelikweli kumbe usanii tu!What a Pity?Viwanja vyao vya michezo vingekuwepo mtoto gani angefikiria aende disco aache mabembea?too much politicking!Nothing Doing,eti tuna Doctorate Degrees!Za kubandika ukutani?

তাবোরা’য় খোলা মাঠ কোথায়? শিশুদের জন্য নিদেনপক্ষে একটা মাঠও কি আছে ওখানে? কে দায়ী? কাউকে আক্রমণ কিংবা পারস্পারিক দোষারোপ করার প্রয়োজন নেই। সরকারী প্রতিষ্ঠানগুলোর দূর্বল নেতৃত্বই সবকিছুর মুলে।

আমাদের ছেলেমেয়েরা নিহত হলেই তবে আমাদের নেতারা নড়েচড়ে ওঠে এবং তাদের ভনিতাসহকারে যত্নবান হওয়ার চেষ্টা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কি নির্মমতা? যদি ছেলেমেদেয়ের খেলার জায়গা থাকতে তবে, তবে সরঞ্জামাদি ফেলে তারা কি ডিস্কো তে যাওয়ার কথা ভাবতো? বড্ড বেশি রাজনীতি? কিছু না করেই আমরা ডক্টরেট পদবী দাবী করে ফেলি! শুধু সেগুলোকে দেওয়ালে ঝুলানোর জন্যই?

শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অনেকেই স্থানীয় সরকারের দিকে মন্তব্য ছুঁড়ে দিয়েছেন এবং ঝুকি ব্যবস্থাপণার প্রতি গুরুত্বারোপ করেছেন:

Nawapa pole wafiwa na wanatabora wote kwa janga hili la kitaifa. Tunajifunza nini kwa hili?
1. Maafa na ajali zinazomaliza maelfu ya watanzania ni vitu vya mpito tu na serikali haitilii maanani kuyapunguza. Ripoti za chang'ombe, Kisutu, muhimbili zimefanya nini kupunguza majanga haya?
2. Tutaunda tume 100 lakini hazisaidii kumaliza majanga kwa sababu ya kutokuwa makini na kujali maisha ya watu wa kawaida.
3. Kama watoto hawatakiwi kwenda disco, je serikali mkoani tabora hawakuona hilo?
4. Kama wanaruhusiwa kwa masharti, basi NSSF (mmiliki), Mpiga Disco (mkaribishaji)na Manispaa (dhamana ya ukaguzi) wawajibishwe kikamilifu.
Watanzania mliopo nyumbani wakumbusheni viongozi majukumu yao kwa kupinga haya mambo. Wanasheria wasaidieni waathirika na hakikisheni wanapata “fair and adequate compensation” na iwe fundisho kwa wengine.

শোকগ্রস্ত পরিবারবর্গ এবং তাবোরার জনগণের প্রতি আমি সহমর্মী। কিন্তু আমরা কখন শিক্ষাগ্রহণ করবো?

  • ১) বিপর্যয় এবং দূর্ঘটনায় হাজার হাজারে মানুষ নিহত হয় এবং আমাদের সরকার ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বারোপ করে না। চেংগোম্বে, কিসূটু, মুহিম্বিলি তদন্তরিপোর্ট এই ধরণের ঘটনার পুণরাবৃত্তি কতটুকু কমিয়েছে?
  • ২) আমরা শয়ের অধিক কমিশন গঠন করতে পারি কিন্তু সেসব মৃত্যসংখ্যা কমিয়ে আনতে সাহায্য করবে না কারণ আমরা একে গুরুত্ব দেই না এবং সাধারণ জনগণের জীবন আমাদের কাছে মুল্যহীন।
  • ৩) অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা কি প্রকারে ডিস্কোতে যাওয়ার অনুমতি পায়, তা কি তাবোরা কতৃপক্ষের গোচরে আসেনি?
  • ৪) যদি তারা বিশেষ বিবেচনায় অনুমতি পেয়েও থাকে ,তবে এন.এস.এস.এফ(ভবনমালিক), ডিস্কো-মালিক(আয়োজক) এবং নগর কতৃপক্ষকে পূর্ণ দ্বায়িত্ব নিতে হবে।

তান্জানিয়ার অধিবাসীরা প্রতিবাদের মাধ্যমে আমাদের নেতৃত্বকে তাদের দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দিন। আইনজীবিগণ আপনারা এই ঘটনার শিকারদের সাহায্য করুন এবং নিশ্চিত করুন যেন তারা যথোপযুক্ত ক্ষতিপুরণ পায় যাতে এটা অন্যদের জন্য শিক্ষনীয় হয়ে ওঠে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .