- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গুয়েতেমালা: ভূতপূর্ব প্রেসিডেন্ট পোরটিল্লোকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হয়েছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, গুয়াতেমালা, আইন, তাজা খবর, রাজনীতি

দুর্নীতি মুক্ত রাখুন

বিচার থেকে পালিয়ে চার বছর মেক্সিকোতে লুকিয়ে থাকার পর, ভূতপূর্ব প্রেসিডেন্ট আলফোন্সো পোরটিল্লোকে [1] অবশেষে গুয়েতেমালায় ফেরত পাঠানো হয়েছে, যেখানে তিনি দূর্নীতি আর অন্যান্য গুরুতর অপরাধের বিচারের সম্মুখীন হবেন।

ব্লগার টিগ্রে ০০৭ জানিয়েছে [2] (স্প্যানিশ ভাষায়) যে গুয়েতেমালানরা তার গ্রেপ্তার হওয়াকে উদযাপন করছে। হতে পারে যে গুয়েতেমালায় কমে আসা দূর্নীতির যুগের শুরু এটা দিয়ে ঘোষিত হবে। গুয়েতেমালাবাসীর জন্যে এটি আনন্দের খবর কারন এই বিচার না হলে জনগনের টাকা খরচ করে দেশের সব থেকে বড় একটা ধোঁকাবাজী হয়তো ভুলে যাওয়া হতো… কিন্তু এখন আর না: ভূতপূর্ব একজন প্রেসিডেন্টের বিচার হবে সব থেকে উচ্চমাত্রার দুর্নীতিগ্রস্ত একটি দেশে।

মেগাচ্যাপিনেস ব্লগ অনুসারে অনেক লোক এখনো [3] জাকাপানেকোর (পোরটিল্লোর ডাকনাম) প্রতি সহানুভুতিশীল এই অভিযোগ করে যে তার বিচার রাজনৈতিক চাপের মধ্যে হচ্ছে আর ন্যায় বিচার হচ্ছে না। কয়েক ঘন্টার মধ্যে, এটা যে ন্যায় বিচার হতে পারে সেই চিন্তা বাতিল হয়ে যায়, আর এটা যে মিডিয়ার তৈরি করা একধরনের ধুম্রজাল, সেই বোধ চারদিকে ভেসে বেড়াতে থাকে।

কার্পে ডিয়েম ব্লগে, লুইস ফিগারো লিখেছেন [4]: ”কুস্তি বা চার্চের আসনের মতো দৃঢ় সমর্থন:”

Más arreglada que la lucha libre, o que las bancas de una iglesia, estuvo la entrega de Alfonso Portillo. ¿Va usted a creer que en la Torre de Tribunales había gente que, espontáneamente, gritaba ¡Zacapa te apoya!?

কুস্টি বা চার্চের আসনের থেকেও বেশী দৃঢ় হচ্ছে আলফোন্সো পোরটিল্লোকে ফিরিয়ে আনার ব্যাপারটি। আপনারা কি বিশ্বাস করবেন যে আদালত ভবনে কিছু মানুষ ছিল যারা নিজে থেকে চিৎকার করে উঠেছে “জাকাপা তোমাকে সমর্থন করে?”