- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরবদেশ: এসে গেল একচোখা নেকাব

বিষয়বস্তু: প্যালেস্টাইন, বাহরাইন, মরোক্কো, সৌদি আরব, ধর্ম, মানবাধিকার, লিঙ্গ ও নারী

প্রচলিত নেকাব যা মহিলাদের মুখ ঢেকে রেখে তাদের দুই চোখ শুধু খোলা রাখতে দেয়, তার পরিবর্তে সৌদি আরবের একজন ইসলামী পন্ডিত মহিলাদের এক চোখ খোলা নেকাব [1] পড়তে বলেছেন। আরব বিশ্বের ব্লগাররা এ খবরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

মিডইস্ট ইয়থ [2] এ বাহারাইনি ব্লগার এস্রা লিখেছেন:

সৌদি ধর্মীয় নেতা মুহাম্মাদ আল হাবাদান তার মনবৈকল্যজনিত লালসার হাত থেকে বাঁচার জন্য মহিলাদের জন্য খুবই সুবিধাজনক একটা সমাধান দিয়েছেন: একচোখা নেকাব।

এই ব্লগার আরো বলেছেন:

দারুন! আমি আমার বিছানার চাদরে এখনি একটা ফুটো করা শুরু করবো।

কিন্তু আদতে এই ধরনের বিচলিত করার মতো ঘোষণা মহিলাদেরকে আরো বেশী শোষনের লক্ষ্যে পরিণত করে। এগুলো ধর্মীয় নেতাদেরকে আমন্ত্রণ জানায় মেয়েদেরকে বিরক্ত আর অসম্মান করতে যা এই যুগে কোনমতে গ্রহনযোগ্য না।

এই ধরনের ঘোষণা দেয়া ধর্মীয় নেতাদের জন্য আমার একটা উপযুক্ত প্রস্তাব আছে, একটা হাতুড়ি দিয়ে নিজেদের চোখ উপড়িয়ে ফেলেন যদি মেয়েদের দ্বারা প্রলুব্ধ না হতে চান। আপনাদের ক্ষতিকর আর নোংরা মানসিকতার মূল্য মহিলারা আর দেবে না।

মরোক্কো থেকে, মারতাস [3] রাগে ফুঁসছেন এই বলে যে এই ঘোষণা ‘ইসলামিকভাবে ভুল ফতোয়া'। তিনি আরো জিজ্ঞাসা করেছেন:

আমি ভাবছি শেখ মোহাম্মাদের নির্বোধের মত এই ফতোয়ার জন্য কতজন মহিলা তার অন্য চোখ উপড়িয়ে নিতে চায়।

ফিলিস্তিনি ব্লগার হাইথাম সাব্বাহ [4] একচোখা নেকাবকে ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন:

এটা নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। অদ্ভুত…

তিনি আরো বলেছেন:

কেন তারা পুরো মুখ ঢাকার বিধান করে ব্যাপারটা শেষ করে দেয়না? এটাকে কি বলা যায়? ধর্ম আর ইসলাম? কোন মতেই না!

কিন্তু কেউ কি জানে কোন চোখ ঢেকে রাখতে হবে? ডান না বাম? (আমি ধারণা করছি বাম কারন ওরা আমাদেরকে সব কাজ ডান হাত দিয়ে করতে বলে… আহ… আমি এখন নিয়মটা বুঝতে পারছি। ”ঠিক কাজ ঠিক জিনিষ দিয়ে শুধুমাত্র করতে হবে।” এখান থেকেই মানব ‘অধিকার’ আসে আর এখানে আমরা তার প্রয়োগ দেখছি।

বেঁচে থাকুক ‘একচোখা নেকাব'।

একচোখওয়ালা নেকাব পরলে মহিলাদের কেমন লাগবে তার কিছু ছবি সাব্বাহ এখানে দিয়েছে [4]