ইরান: দুইজন প্রথমসারীর এইচআইভি/এইডস ডাক্তার এখনো জেলে

Iran

গ্লোবাল ভয়েসেস গত আগস্টে জানিয়েছিল যে ডঃ আরাশ আর কামিয়ার আলাই, দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি এইচআইভি/এইডস বিশেষজ্ঞ জুন মাস থেকে তেহরানের জেলে আছেন।

দুর্ভাগ্যবশত: তারা এখনো জেলে আছেন আর কোন আইনী সহায়তা পাননি। আলাই ভাইদেরকে ইরানী সরকারকে উৎখাতের অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

মানবাধিকারের জন্য চিকিৎসক (পিএইচআর) এই ভ্রাতৃদয়ের মুক্তির জন্য নিউইয়র্কে একটি বিক্ষোভের আয়োজন করে গত সপ্তাহে যখন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে সেখানে ছিলেন।

পিএইচআর এর এডভোকেসী আর আন্তর্জাতিক নীতি বিষয়ক উপপরিচালক সুজান্নাহ সিরকিন এই সমাবেশে বলেছেন:

আজকে আমাদের সহকর্মী ড: কামিয়ার আর আরাশ আলাই তেহরানের জেলে আছে। এই তরুন ডাক্তাররা ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী আর যৌন কর্মীদের জন্য স্বাস্থ্য সেবা দিতে সাহায্য করেছে। তারা তাদের রাজ্য কেরমানশাহে এই ভঙ্গুর আর কলঙ্কিত রোগীদের দলের জন্য চিকিৎসা এবং এইচআইভি/এইডস এর প্রকোপ থামানোর জন্য একটি আলোকিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সমর্থন আর প্রসারে ব্রতী হয়েছে। তারা ইরানী স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে, সরকারের এইচআইভি/এইডস প্রোগ্রামের জন্য অর্থ জোগাড়ে সাহায্য করেছে, ইরান আার পার্শবতী দেশে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। অত্র অঞ্চলে ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশী।

ইরানী ব্লগার আহভাজ বলেছে, “এই দুই ভাই ইরান এবং অত্র অঞ্চলে এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবার আগে ছিল।” এই ব্লগার আরো বলেছে, “দয়া করে ডঃ কামিয়ার আলাই এর এই ভিডিওটা দেখেন ধারনা পাবার জন্য যে তারা ইরানের জন্য কি করেছে।” এই ভিডিওতে কামিয়ার ব্যাখ্যা করেছেন কি তাকে এইডসের বিরুদ্ধে লড়তে অনুপ্রানিত করেছে।

অ্যান ইরানিয়ান ইন এক্সাইল লিখেছে যে এই দুই ভাই ইরান সরকারের জন্য কোন ধরনের হুমকি না আর তারা ধর্মীয় আর রাজনৈতিক সরকার দুই জনের সাথেই কাজ করেছে।

ট্রাউট, আলাই ভাইদের একজন আমেরিকান বন্ধু, ফেসবুকে ভাইদের জন্য একটা সমর্থক দল তৈরি করেছে যেখানে প্রায় ৬০০ লোক সদস্য হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .