ব্রাজিল: বন উজাড় এবং নির্বাচন কি মিলিয়ে ফেলা হচ্ছে ?

প্যারা-ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইছামিয়াবা।
প্যারা-ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা।

ব্রাজিলিয়ান ন্যাশনাল ইনিষ্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বিগত ক’মাসে বনউজাড় কার্যক্রম বেড়েছে ব্যাপকহারে শীর্ষক খবরটি প্রকাশ করেছে, বিশেষ করে সেদেশের প্যারা এবং মাতো গ্রোসো প্রদেশ দুটোয়। কিছু প্রদেশে এই হার গত বছর আগষ্ট মাসের থেকে তিনগুণ বেশী।

পরিবেশ মন্ত্রী, কার্লোস মিনক নির্বাচনের সময় বলেই হয়ত বিষয়টি সামনে এনেছেন। তার মতে, “কোন মেয়র এমন একটা সময়ে অসহযোগী হতে পারেনা। কোন গভর্নরও অসহযোগী হতে পারেনা। আইবিএমএ (ব্রাজিলিয়ান ইনিষ্টিটিউট অব এনভায়রনমেন্ট এবং রিনিউএবল নেচারেল রিসোর্স) এর কর্মচারীরা তাদের কাজ করে, কিন্তু তাদের স্থানীয় পুলিশের সহযোগীতা প্রয়োজন। বনউজাড় করার সাথে জড়িত ১০টি এজেন্টদের লিস্টও মিনক প্রকাশ করেছেন, যাতে আবাসনের জন্য সরকারী প্রতিষ্ঠান এবং কৃষিজ ভূমির পূর্ণবিন্যাস (আইএনসিআরএ) আমাজনে বন উজাড়ের বড় কারন হিসাবে চিহ্ণিত করা হয়েছে।

ব্রাজিলিয়ান ব্লগাররা এই বিষয়ের প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু গ্রীনপীস এর মতে বিগত অনেক মাস ধরেই তারা বন উজাড়ের ক্রমবর্ধমান হার সম্পর্কে নির্দেশনা দিয়ে আসছে।, যে কারনে আইএনপিইর তথ্য তাদের কাছে কোন আশ্চর্যজনক কিছু নয়। আমাজন গ্রীনপীস ক্যাম্পেইনের পরিচালক পাউলো এডারিও বলেন,

Lamentavelmente não é nenhuma novidade. Há meses, o Greenpeace vem alertando para a tendência de aumento do desmatamento na Amazônia, confirmada novamente pelos dados do Inpe divulgados nesta segunda-feira

“ অপ্রত্যাশিতভাবে, এটার মধ্যে কোন নতুনত্ব নেই। গ্রীনপিস আমাজনের বনউজাড় বিষয়টি এভাবেই তুলে ধরছে মাসের পর মাস ধরে, যা এই সোমবার পুনরায় আইএনপিই এর তথ্যে উল্লেখ করা হয়েছে।”

তাছাড়া, তালিকার শুরুতে আইএনসিআরএ সম্বন্ধে গ্রীনপিস আইএনসিআরএ এর কর্মচারীরা যে আমাজনের কিছু অংশে ক্ষুদ্র কৃষক ও বেআইনী কাঠুরীদের ‘মিথ্যে’ ভূমি সংস্কার জরিপ তৈরীতে ‘অংশীদার’ করে নিচ্ছিল ভূমি সংস্কার এবং সামাজিক ন্যায়ের আলোকে বেআইনী কাঠনিধন কর্মকান্ড ঠেকাতে, তার বিরুদ্ধাচারণ করে পেপার ল্যান্ড রিফর্ম সেটেলমেন্ট নামে একটি খবর প্রকাশ করেছিল। ব্যবস্থাটুকু আইএনসিআরএ কে তাদের ভূমি সংস্কার লক্ষ্য পূরণে, তাদের স্থানীয় সংস্থাকে আর্থিক সুবিধা অর্জনে এবং এখনও অসংখ্য আমাজন মিউনিসিপ্যালিটির মূল অর্থনৈতিক কর্মকান্ড: বেআইনী কাঠনিধন এর উপায় বাতলে দিতে সাহায্য করে।

সানটারিম, প্যারা অঞ্চলের একজন ব্লগার ক্যানডিডো কুনহা সাম্প্রতিক সংবাদের পেছনের কিছু রাজনৈতিক সুবিধার কথা ব্যক্ত করতে বেশ তৎপর ছিলেন। তার মতে, মন্ত্রী কার্লস মিনক এবং প্যারার গভর্নর আনা জুলিয়া, যিনি কিনা বনউজাড় তালিকায় প্যারাকে সর্বোপরে দেখে খুশি ছিলেন না, এদের মধ্যে দ্বিমত রয়েছে। ক্যানডিডো বলছেন যে জুলিয়া মেরিনা সিলভার দায়িত্বভারের সময়ে (সে মিনক এর উত্তরসূরী) প্যারাকে অসম্মানজনক বনউজাড় বিষয়ক বদনাম হতে মুক্ত রাখতে পেরেছিল। তবে তার লক্ষ্য ছিল মাতো গ্রেসো এর গভর্ণর ব্লাইরো ম্যাগীকে আঘাত করা, একই সাথে সে ‘বনউজাড়কারীদের, বিশেষ করে যারা খনি ও কাঠ সংগ্রহ প্রকল্পের সাথে কাজ করে তাদের ‘অংশীদার’ হতে নিজেকে ব্যাস্ত রেখেছিল।

A mistura explosiva dos aliados petistas no Pará, madeireiras e mineradoras parece ser o combustível perfeito para a derrubada e queima da floresta amazônica. Para isso, não há “simpatia” que dê jeito!

প্যারার পিটি দলের কাঠ ও খনি শিল্পের উদ্যোক্তাদের সাথে আশংকাজনক খাতিরকেই ধরা হয় আমাজন জঙ্গলের আগুন ও বনউজাড় এর পেছনে চালিকা শক্তি হিসাবে। যদি তাই ই সত্যি হয়, তাহলে বিরোধীদের জন্য কোন সহানুভূতি নেই!

তারা সকলেই পিটি ( ওয়ার্কাস পার্টী) এর রাজনীতিবীদ এবং এটি দলের অভ্যন্তরীণ বিভেদের নির্দেশক। ক্যানডিডোস এর মতে স্থানীয় রাজনীতি এবং বনউজাড় হার এর মধ্যে সম্পর্ক প্রকাশে মিনকের পন্থা হলো আইবিএএমএ এর ফিস্কালাইজেশন অগ্রযাত্রাকে সহায়তা প্রদানে ফেডারেল মিলিটারী ফোর্স গঠনের পরিকল্পনা করা।
প্যারা-ব্রাজিল, ২০০৭, ছবি তুলেছেন  দেবোরাহ ইকামিয়াবা।
প্যারা-ব্রাজিল, ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা

মারসিও প্যারেইরা গোমেজ এর ব্লগে, আমরা একজন নৃতত্ত্ববিজ্ঞানীর মতামত দেখব যে কিনা উপজাতীয় রিজার্ভের নিকটস্থ , বিশেষ করে মাতো গ্রাসোর ভূমি সংস্কার জনিত হুমকির স্বাক্ষী। এই নৃবিজ্ঞানী লুলার সময়ে ফুনাই, ব্রাজিলিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

Parece que houve um acirramento do desmatamento no mês de agosto. O ministro Carlos Minc culpou as eleições por isso. O Pará está tomando o lugar do Mato Grosso como campeão do desmatamento. A governadora do Pará desmentiu que as eleições provocaram esse aumento, que não há correlação entre uma coisa e outra.

“ধারানা করা হচ্ছে আগষ্টে ভয়াবহভাবে বনউজাড় বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী কার্লস মিনক নির্বাচনকে এই জন্য দায়ী করেছেন। প্যারা মাতো গ্রোসো এলাকাটিকে বনউজাড় কর্মে বিজয়ী বলে মেনে নিচ্ছে। প্যারার গভর্ণর অবশ্য নির্বাচনকে এই বৃদ্ধির কারন হিসাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন বিষয়দুটির মধ্যে কোন আন্তসম্পর্কই নেই।”

তিনি সমর্থন করেন আনা জুলিয়ার যুক্তি যে নির্বাচন এবং বনউজাড়ের মধ্যে কোন সম্পর্ক নেই। এবং আরও যুক্তি দেখাচ্ছেন যে মিনক এর পন্থা বেশ নাটকীয় (প্রাথমিক উদ্দেশ্য নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করা) এবং যথেষ্ট ভিত্তিমূলক না হওয়ার কারনে বনউজাড়ের বিরুদ্ধে যুদ্ধে যেতা সম্ভব হচ্ছে না। তিনি বিশ্বাস করেন না যে মিনক মন্ত্রনালয়ে টিকবে। তার কি আনা জুলিয়ার সাথে কোন আঁতাতের সম্ভাবনা আছে?

আমাজনে গ্লোবোস সাইটের মতে, কার্লস মিনক এর চিন্তা হচ্ছে ইউনিয়নের জেনারেল অ্যাডভোকেসী এবং জন মন্ত্রনালয়ের সাথে মিলে ব্রাজিলে বন উজাড়ের প্রধান ১০০টি কারনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ।

Os dados do Ibama apontaram situação grave, segundo Minc. Pelo levantamento, além de áreas de assentamentos, houve desmatamento também em reservas indígenas e parques de preservação ambiental. “Todos aqueles mencionados (na lista) terão de responder na Justiça sobre o que aconteceu. O mais importante é mudar a atitude e recuperar as áreas devastadas”, afirmou o ministro.

“মিনকের মতে আইবিএমএ এর তথ্য গুরুতর অবস্থা নির্দেশ করেছে। জরীপ অনুযায়ী, জরীপ এলাকার সাথে সাথে আদিবাসী রিজার্ভ এবং পরিবশে সংরক্ষণ উদ্যানেও বনউজাড় হয়েছে। মন্ত্রী বলেন, “কি ঘটেছে সে সম্পর্কে যা যা উল্লেখ করা হয়েছে (তালিকায়) তার সব গুলোর উত্তর দিতে হবে আদালতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচরণ পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধার করতে হবে।”

সর্বশেষে আদ্রিয়ানা এবং হেনরিক এর ব্লগ পেন্স, আমাদের সুনির্দিষ্ট ভাবে ভাবতে বাধ্য করে তাদের বিষয়ে যারা আইনী ব্যবস্থা গ্রহণ করবে বন উজাড়ের প্রধান ১০০টি এজেন্টের বিরুদ্ধে, বিশেষ করে আইএনসিআরএ, যে কিনা নিজেই একটি ফেডারেল সরকারী সংস্থা।

Quem será processado pelo ministro? O Incra? As famílias assentadas?

“মন্ত্রী কাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহ করবে? আইএনসিআরএ? আবাসনপ্রাপ্ত পরিবার [ভূমিতে]?”

নাটকীয় হোক আর নাই হোক, মূল ঘটনা হচ্ছে বন উজাড়ের হার বাড়তির দিকে এবং তা এই কাজের সুবিধা ভোগীদের জাল এর প্যাঁচ খোলার মতই মারাত্মক অবস্থায় আছে যা একত্রিত হয়েছে আমাজনের বন উজাড়ের ঐরূপ উচ্চ হার বজায় রাখতে, কার্লোস মিনক এই পদ্ধতি ব্যবহার করছে সমস্যা ঠেকাতে। বনউজাড়ের বিরুদ্ধে যুদ্ধে পরিকল্পিত অস্ত্র হলো বনউজাড় বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষন এবং বনউজাড়ের প্রধান এজেন্টদের তালিকা করে, সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ।

যাই হোক, সম্প্রতি তিনি নিজে গণমাধ্যমে বলেছেন, বেআইনী কাঠ কর্তন বন্ধ করলেই এই সমস্যার সমাধান হবেনা, কারন “বেআইনী কাঠকলগুলোকে যত সহজে বন্ধ করতে পারবে তত সহজে স্থায়ী চাকুরী সৃষ্টি করতে পারবেনা।” সম্ভবত প্যারার গভর্ণর এবং তার মধ্যে মতভেদের কারন হলো তার দায়িত্ব বেআইনী বনউজাড় সম্পর্কিত কর্মকান্ড বন্ধ করা ও দোষারোপ করা, একই সাথে তার (এবং নির্বাচিত হবার অপেক্ষায় থাকা সকল মেয়রের) দায়িত্ব সেইসব স্থায়ী চাকুরী সৃষ্টি করা।
  বিমান থেকে নেয়া ছবি, মাতো গ্রেসোর উত্তরে, ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা
বিমান থেকে নেয়া ছবি, মাতো গ্রেসোর উত্তরে, ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .