চিলির লাস কামব্রেস বালক বিদ্যালয়ের ছাত্ররা কয়েকটা ভিডিওর একটা ধারাবাহিক সিরিজ তৈরী করেছে; যার মধ্যে নিম্নের ভীতি উদ্রেককারী প্রহসন ও এর ফলে কিশোর আত্মহত্যার ভিডিওটি রয়েছে। ভিডিওটি শেষে হয়েছে নীচের বক্তব্য তুলে ধরে:
আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি এখন দৃশ্যমান। আপনি জানতে পারছেন না যে অন্য জন এতে কি ভাবছে অথবা আপনার কৌতুক তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। অপরিণত আচরণ দ্বারা অনেক প্রতিভার ভবিষ্যৎ অন্ধকার করা থেকে আসুন আমরা বিরত হই।
“ভীতি উদ্রেককারী প্রহসনের” ভিডিওটিতে শারীরিক ভাষা ও প্রকাশ বেশ সমৃদ্ধ ভাবে ফুটে উঠেছে এবং যদিও এটা স্প্যানিশ ভাষায় কিন্তু অন্য ভাষাভাষীরাও এর বক্তব্য সহজেই অনুধাবন করতে পারবে:
ইডিস কর্তৃক বুলি ফ্রি জোন থেকে ইমেজটি ব্যবহার করা হয়েছে, ক্রিয়েটিভ কমোন্স অ্যাট্রিবিউশন লাইসেন্সের আওতায়।