চিলিঃ ছাত্রদের নির্মিত ভীতিকর প্রহসনের বিরুদ্ধে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য ছবি

nullচিলির লাস কামব্রেস বালক বিদ্যালয়ের ছাত্ররা কয়েকটা ভিডিওর একটা ধারাবাহিক সিরিজ তৈরী করেছে; যার মধ্যে নিম্নের ভীতি উদ্রেককারী প্রহসন ও এর ফলে কিশোর আত্মহত্যার ভিডিওটি রয়েছে। ভিডিওটি শেষে হয়েছে নীচের বক্তব্য তুলে ধরে:

আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি এখন দৃশ্যমান। আপনি জানতে পারছেন না যে অন্য জন এতে কি ভাবছে অথবা আপনার কৌতুক তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। অপরিণত আচরণ দ্বারা অনেক প্রতিভার ভবিষ্যৎ অন্ধকার করা থেকে আসুন আমরা বিরত হই।

“ভীতি উদ্রেককারী প্রহসনের” ভিডিওটিতে শারীরিক ভাষা ও প্রকাশ বেশ সমৃদ্ধ ভাবে ফুটে উঠেছে এবং যদিও এটা স্প্যানিশ ভাষায় কিন্তু অন্য ভাষাভাষীরাও এর বক্তব্য সহজেই অনুধাবন করতে পারবে:

ইডিস কর্তৃক বুলি ফ্রি জোন থেকে ইমেজটি ব্যবহার করা হয়েছে, ক্রিয়েটিভ কমোন্স অ্যাট্রিবিউশন লাইসেন্সের আওতায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .