- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরীয় রেলওয়ের ১২৫ বছর পূর্তি উৎসব

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, ইতিহাস, ভ্রমণ

মিশরীয় ব্লগার জেইনোবিয়া এখানে [1] মিশরীয় রেলপথের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর উচ্ছ্বাস জানিয়েছেন।

ঐতিহাসিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে আমরা ইংল্যাণ্ডের পরেই বিশ্বের দ্বিতীয় দেশ, যেখানে রেলপথ চালু হয়েছিল। আজ থেকে ১২৫ বছর আগে, ১৮৫৬ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে মিশরে রেলপথের উদ্বোধন হয়, যা কিনা আফ্রিকায় তথা প্রাচ্যে প্রথম রেলপথ।

সেটা ছিল খেদিভে আব্বাস [2] প্রথম-এর যুগ। আলেক্সান্দ্রিয়া থেকে কায়রো পর্যন্ত ২০৯ কিলোমিটার এই রেলপথ চালু হয়। খেদিভে আব্বাস প্রথমকে আমরা খুব বেশি লোক মনে রাখিনি। ১৮৫০ সালে ৫৬০০০ পাউণ্ডের বিনিময়ে এই রেলপথ তৈরির জন্য তিনি রবার্ট স্টিফেনসন [3] নামে এক প্রকৌশলীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। ১৮৫১ সালে স্টিফেনসন মুখ্য প্রকৌশলী হিসেবে আলেক্সান্দ্রিয়া থেকে কায়রো পর্যন্ত রেলপথ গড়বার দায়িত্ব গ্রহণ করেন। ১৮৫৫ সালে তিনি মিশরের ‘কাফর জায়াত’ এবং ‘বেনহা'তে দুটি এমন সেতু উদ্বোধন করেন যেগুলিকে প্রয়োজনে সরানো যায়।