পাকিস্থানঃ হেই! গুগল কেন আমাদের উপেক্ষা করছে?

প্রযুক্তি মোঘল গুগলের পক্ষপাতের মত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হবার জন্য পাকিস্থানীরা ব্লগ মাধ্যম ব্যবহার করছেন। বিষয়টি হচ্ছে পাকিস্থানের জন্য গুগল ডুডলসের ব্যবহার। গুগল ডুডলস হচ্ছে গুগলের লোগো ডিজাইনের একটা প্রকল্প যা গুগল মাঝেমধ্যে প্রদর্শন করে থাকে। বিশ্বের নিদৃষ্ট কিছু উৎসব, অনুষ্ঠান এবং ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও উদযাপন করার জন্য গুগল এইসব ডুডলস তৈরী করে। কিন্তু কখনই আমরা বিখ্যাত পাকিস্থানীদের অথবা মুসলামানদের কোন পর্ব নিয়ে এমন ডুডলস প্রদর্শিত হতে দেখি নাই। কিছু মুখ্য পর্ব যেমন ঈদ এবং রমজান সমস্ত মুসলিম বিশ্ব ব্যাপী উদযাপিত হয়।

null
ইগ এর করা ফ্লিকর থেকে গুগল ডুডলের একটা ছবি: ক্রিয়েটিভ কমোনস লাইসেন্স এর আওতায় ব্যবহৃত

এর কারণ এবং করণীয় সম্বন্ধে ব্লগারদের বিভিন্নমুখী অভিমত ও ধারণা রয়েছে। প্রোপাকিস্থানীতে বাইটস৮৫ প্রথম প্রসংগটি উত্থাপন করেন এবং এরপরে অসংখ্য ব্লগার সমর্থন জানায়। দেখা যাক পাকিস্থানী ব্লগাররা কি বলছেনঃ

রিয়েলী ভার্চুয়ালে সোহাইব আতহার লিখেছেনঃ

আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামী অনুষ্ঠান এবং পর্বের বিষয়ে গুগল কোন ডুডল না প্রদর্শন করায় তাদের “কোন অন্যায় নয়” নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে। এটা সত্যি যে ভোক্তাদের ভিত্তি মোতাবেক প্রত্যেকের উৎসব বা পর্বে মনোরঞ্জনের ব্যবস্থা করতে গুগলকে বাধ্য করা যায় না, বিশেষত ডুডলিং যারা তৈরী করে এটা যখন তাদের গৌণ দায়িত্ব, তদুপরিঃ

* গুগলের অন্য ধর্মীয় উৎসবে ডুডলস রয়েছে
* তাদের ভোক্তার একটা বিশাল অংশ মুসলিমদের তৈরী – এ সংখ্যা পাকিস্থানীদের চেয়ে অনেক বেশি হবে অথবা যারা নিদেনপক্ষে ইশার পছন্দ করে তাদের চেয়ে
* জন্মদিন এবং অন্যদিনের জন্য গুগলের ডুডল রয়েছে যা বিশ্বের একটা ক্ষুদ্র অংশ উদযাপন করে।
* গুগল একটা পাবলিক কোম্পানী (যা অবশ্যই ব্যাপার)

….. এখন পর্যন্ত একটা ইসলামী পর্ব/ছুটির দিনের জন্য কোন ডুডল প্রদর্শন না করে যে মেসেজ তারা মুসলমানদের দিচ্ছে তার বক্তব্য মোটামুটি এমন “এখানে আমরাই সবচেয়ে বৃহৎ ওয়েবসাইট এবং একটা আন্তর্জাতিক কোম্পানী হলেও মুসলিম সংস্কৃতি নিয়ে আসলে মোটেও যত্মবান নই এবং এমনকি একটা ডুডলের জন্যও তাদের উপযুক্ত মনে করি না” – সত্যিই খুব বাজে বিপনন।

অপর পক্ষে, কিছু ব্লগার এ বিষয়ে একটু নরমপন্থী এবং নিজেদের ধারণা প্রকাশ করেছেন এভাবে যে গুগল হয়তো কার্টুন বিতর্কের মত ঘটনার আশংকা করেছে।

টিথ মায়েস্ট্রো যা বলেছেন তা হলোঃ

গুগল ডুডলসের শ'য়ে শ'য়ে অনিঃশেষীয় তালিকার ভেতরে যেটা সঙ্গিনভাবে অনুপস্থিত তা হলো মুসলিম উৎসবকে স্মরণ করার কোনো স্মারক, তা হতে পারে ঈদ অথবা অন্য যেকোন ইসলামী উৎসব উপলক্ষ্যে। সম্ভবত কোন ইসলামী পর্বের উপরে কোনো চিত্রাবলী তৈরী করতে দ্বিধা কাজ করছে এবং সম্ভাব্য কোন কার্টুন বিতর্কে জরিয়ে যাবার আশংকা করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে পারি যে এই নির্দোষ উদ্যোগ যাতে ব্যাকফায়ার না করে তা নিশ্চিত করারও উপায় আছে।
[…]
গুগল ম্যাপে পাকিস্থান কিছুসময়ের জন্য থাকলেও গুগল ডট কম ডট পিকে ওয়েবসাইটে স্বাধীণতা দিবসের গুগল গ্রাফিক প্রদর্শন করে শ্রদ্ধা জানানো হয়নি। অন্যদিকে আমাদের প্রতিবেশী ভারত তাদের গুগল ডট কো ডট ইন ওয়েবসাইটে দিওয়ালী থেকে ১৫ই আগস্টের জন্য উৎসবমুখর কয়েকটা ডুডলস গিফট পেয়েছে। কিন্তু পাকিস্থানে আমরা বসে আছি আমাদের আঙুলের ডুডলিং এর প্রত্যাশায়।

আমাদের সবিনয় নিবেদন বিবেচনা করার জন্য আমি গুগলের কাছে আবেদন করি। এটা কখনই মুসলিমদের আঘাত করবে না যদি তারা একটা কাস্টমাইজ ডুডল দিয়ে মুসলিম অথবা পাকিস্থানীদের বিষ্ময় উপহার দেয়।

গুগলের সার্ভিস মন কেড়েছে অনেক পাকিস্থানী এবং মুসলিমদের। তার প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকেই গুগলের সার্ভিস বেশী পছন্দ করে। এটা গুগলের ভাবমূর্তির সাথে একদম অমানানসই যে তারা একটা সম্প্রদায়ের পক্ষপাত করবে। এজন্য আশা করি গুগল আমাদের কথাও শুনবে এবং একটা ডুডল স্থাপন করবে এবার ঈদে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .