- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: অবৈধ মেয়েকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, আইন, মানবাধিকার, যুবা, শিক্ষা, সরকার

অবৈধ বিবাহের ফসল একজন প্রাথমিক স্কুলে যাওয়ার বয়সী মেয়েকে দক্ষিণ চীনের জুহাইয়ের [1] একটি স্থানীয় স্কুল থেকে ফিরিয়ে দেয়া হয়েছে, কারন অবৈধ হলে যে বিশাল অঙ্কের জরিমানা দিতে হয় তা তার মার পক্ষে দেয়া সম্ভব হয়নি, জানিয়েছে সোহু ব্লগার হান তাও [2] একটি রিপোর্টে।

Ziao
আমি একটি স্থানীয় শিশু। আমিও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পেতে চাই।
ziaoMother

小青举着这个牌子站在拱北下湾小学门口,她非常渴望能够在这所学校里和其他小朋友一起读书。7年前她的父母在没有正式登记结婚的情况生育了她,随后她的父亲又将她们母女抛弃。因为小青是非婚生育,她的妈妈必须向计生部门缴纳9000余元罚款后才能为小青落珠海户口。眼看着小青到了上学年龄,妈妈却一直没有能力缴纳这笔罚款,情急之下母亲只好带着小青到相关部门奔走求情。两个月时间,她们走遍了计生、教育、街道及政府,可是小青上学的问题还是无望。眼看着开学了,周围同龄的小朋友们都背着崭新的书包走进了学校,妈妈和小青的内心却是万分失落。奔走求情无效,妈妈又想出一个万不得已的办法,她在一张纸上写下“我也是本地儿童,我也要接受义务教育”,让小青举着这张纸站在了学校门口。妈妈想通过这样极端的方式引起媒体和相关部门的重视。小青的妈妈对我说了这样一段话:“错是我的错,可跟孩子无关。她是活生生的一个人,为什么不能有户口,为什么不能接受教育”。

希望看到这篇文章的网友能把图片和文字转载到更多的网站
非常感谢大家对小青的关注,我们的文字记者正在尽力协调此事,有新的消息我会立即发布。如有朋友需要联系小青,可以给我电话,我的电话15819497255。

গংবাই জিয়াওয়ান প্রাথমিক স্কুলের সামনে জিয়াও কিং একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আর সে উদ্গ্রীব অন্যান্য ছেলে মেয়েদের মতো স্কুলে যাওয়ার জন্য। ৭ বছর আগে বিয়ের রেজিস্ট্রী না করে তার বাবা মা তাকে জন্ম দেয়। এর পর তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। যেহেতু জিয়াও কিং বিবাহ বহির্ভুতভাবে জন্মিয়েছে তার মাকে ৯০০০ ইউয়ান (প্রায় ১৩২১ আমেরিকান ডলার) জরিমানা দিতে হবে পরিবার পরিকল্পনা [3] ডিপার্টমেন্টকে যাতে সে তার মেয়ের জন্য জুহাইতে হুকোউ [4] (চীনে বসবাসের একধরনের পারমিট) এর আবেদন করতে পারে। কিন্তু এই অর্থ একা এই মা দিতে অক্ষম, যদিও জিয়াও কিং স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে গেছে। মরিয়া হয়ে মা তার মেয়েকে নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে গেছে সাহায্যের জন্যে। দুই মাসে তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা দপ্তর, সাব ডিস্ট্রিক্ট অফিস আর স্থানীয় সরকারের অফিসে গেছে, কিন্তু কোন অগ্রগতি হয়নি। নতুন শিক্ষা বছর শুরু হয়ে আশে পাশের একই বয়সের বাচ্চারা যখন নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, জিয়াও কিং আর তার মা খুবই বিষাদ্গ্রস্ত হয়ে পড়ে। কর্তৃপক্ষের সাথে কিছু করতে ব্যর্থ হয়ে মা শেষ একটা পরিকল্পনা করে যা সে এক টুকরো কাগজে লেখে, ”আমি একজন স্থানীয় শিশু। আমিও বাধ্যতামূলক শিক্ষা পেতে চাই”, আর জিয়াও কিংকে স্কুলের গেটে এই স্লোগান নিয়ে দাড়িয়ে থাকতে হয় এই আশায় যে এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা সংবাদ মিডিয়া আর সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসবে। “আমি যে ভুল করেছি তার সাথে আমার বাচ্চার কোন সম্পর্ক নেই। সে একজন মানুষ। কেন সে হুকোউ এর জন্য আবেদন করতে পারবে না? কেন সে শিক্ষা লাভ করতে পারবে না? “ জিয়াও কিং এর মা আমাকে বলল।

আশা করছি নেট বন্ধুরা যারা এই লেখা পড়ছে এই আর্টিকেল আর ছবি আরো ওয়েবসাইটে পোস্ট করে দিতে পারবে।

আমি জিয়াও কিং এর জন্য আপনার চিন্তার প্রশংসা করি। আমাদের সাংবাদিকরা চেষ্টা করছে এই সমস্যা সমাধানের। নতুন কোন তথ্য পাওয়ার সাথে সাথে আমি লেখা আপডেট করবো।

যদি জিয়াও কিং এর সাথে যোগাযোগ করতে চান, দয়া করে আমাকে ফোন করেন। আমার সেল ফোন নাম্বার হলো ১৫৮১৯৪৯৭২৫৫।

হান তাও এর ব্লগ থেকে উদ্ধৃত বেশ কিছু মন্তব্য [2]:

发布者 搜狐网友2008-09-23 08:26
计划生育是基本国策,非婚生育违反政策,如果因为一个特例就改变的话,那国策就根本坚持不下来,国策得不到贯彻,人口会加剧膨胀,生存的压力就更大。大家考虑事情得从全局考虑,而不是一个个案!

লেখক: সোহু নেটিজেন পোস্ট করেছে ২০০৮-০৯-২৩, ০৮:২৬ মিনিটে

চীনের একটি মূল রাষ্ট্রীয় পলিসি হচ্ছে পরিবার পরিকল্পনা আর অবৈধ জন্মসংক্রান্ত নীতির লঙ্ঘন রোধ করা। যদি একটা ঘটনার জন্য তা আমরা পাল্টিয়ে ফেলি, তাহলে এই নীতি কখনো আরোপিত হবেনা। আর এর ফলে, মানুষ জনসংখ্যা বিস্ফোরণের মধ্যে আরো সমস্যার সম্মুখীন হবে।এই সমস্যা সব দিক থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে, শুধুমাত্র একদিক থেকে নয়!

发布者 搜狐网友2008-09-23 08:53
私生子也是人,也有人的基本权利,特别是受教育的权利,如果没有人的基本权利,可不可以这样说,从她一出生,就注定她对社会是多余的,可以随意剥夺她的基本权利,包括生死。显然这是不可能的,可是为什么就可以剥夺她受教育的权利呢?什么社会制度?什么以人为本?什么法制国家?愤慨!!

লেখক: অতিথি লিখেছে ২০০৮-০৯-২৩ ০৮:৫৩ মিনিটে

অবৈধ বাচ্চারাও মানুষ, মৌলিক মানবাধিকার তাদেরও আছে, বিশেষ করে শিক্ষার অধিকার। যদি অধিকার না থাকে, এর মানে কি মেয়েটার জন্মানোর অধিকার নেই? আমরা কি ইচ্ছামতো তার অধিকার খর্ব করতে পারি, এমন কি তার বেঁচে থাকার অধিকার? অবশ্যই না। তাহলে কেন তার শিক্ষার অধিকার কেড়ে নেয়া হয়েছে? কি সামাজিক ব্যবস্থা! কি মানব কেন্দ্রিক উন্নয়ন! আইনের শাসনে ভরা কি এক দেশ! ঘৃণা!!

发布者 搜狐网友 2008-09-23 09:24
你现在保证了她的权利,那将来谁保证其他人包括你孩子的权利,当中国人越来越多,那就会有更多无辜的人失去他的社会权力!!
孩子是没有错,那母亲的错就可以掩盖过去么?她母亲为什么不筹钱交罚款?为什么让无辜的孩子承担这一切?她这么做只是为了利用社会舆论来解决她目前遇到的问题,那么这样做对孩子的心里影响考虑过没有?9000块不是9万,应该不是那么难筹吧,自己拼命赚也不是赚不来吧,打孩子这张牌,她配做母亲么?

লেখক: অতিথি লিখেছে ২০০৮-০৯-২৩ ০৯:২৪ মিনিটে

আজকে যদি আপনারা মেয়েটার অধিকার নিশ্চিত করেন, কে অন্যান্য বাচ্চাদের অধিকার কালকে নিশ্চিত করবে, আপনার বাচ্চাসহ? যখন চীনের জনসংখ্যা বেড়ে যাবে, আরো নিরাপরাধ লোক তাদের সামাজিক অধিকার হারাবে!!

যদিও বাচ্চাটা কোন ভুল করেনি, তার মা কি বিগত বছরের ভুল ঢাকতে পারবে? সে কেন টাকা জমায়নি জরিমানা দেয়ার জন্য? কেন সে তার নিরাপরাধ বাচ্চাটাকে সব কিছু সহ্য করতে দিলো? সে কেবলমাত্র জনসমালোচনার সুযোগ নিয়েছে তার সমস্যা সমাধানে। আর সে কি কখনো ভেবেছে যে তার এই ব্যবস্থা তার বাচ্চার মানসিক সমস্যার কারন হতে পারে?

৯০০০ ইউয়ান (প্রায় ১৩১৮ আমেরিকান ডলার) তো আর ৯০০০০ ইউয়ান নয়। সে যদি বেশী কাজ করে তাহলে এই টাকা উপার্জন করতে কি পারবে না? তার মেয়েকে এভাবে ব্যবহার করায় তার কি মা হবার অধিকার আর আছে?

发布者 搜狐网友 2008-09-23 10:19
非婚生子,是谁也不愿意做的.尤其是妈妈,这样做,一定有外人无法想象的苦衷,单亲妈妈带孩子该是多么的无奈和辛苦啊,要承受多少的磨难啊.她们是需要帮助.非婚生也不是超生.再给她们雪上加霜,社会太冷了.

লেখক: অতিথি লিখেছে ২০০৮-০৯-২৩ ১০:১৯ মিনিটে

কেউ বিয়ে করা ছাড়া বাচ্চা নিতে আগ্রহী নয়, বিশেষ করে একজন মা। সে নিশ্চয়ই নিরুপায় হয়েই এমন করেছে। স্বামী ছাড়া একজন মাকে বাচ্চা পালতে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাই তার কিছু সাহায্যের দরকার হয়। এছাড়াও বিবাহবহির্ভুত একটি শিশু এক-শিশু নীতির বাইরে তো নয়। তাই তাদের জীবন দুর্বিসহ করার প্রচেষ্টা খুবই নিষ্ঠুর।

发布者 恋茶人 2008-09-24 01:35
作为一个身心健全的人,女人生育子女是权利,现在在这种体制下被压制,本身就是不对,但小孩已经来到这个世间上,并且在中国这种社会体制下,在法律上他是错了.但我想问一句,人的感情有错吗?我想请问那些说话不负责人的人,在这个金钱至上的社会里,富人及达官显贵一族就可以想生多少就多少,就因为他有钱, 难道法律就是帮穷人设限制,帮富人开路的吗?悲哀!如果说法律是因人而异的,那就等于说没有法律可言!小孩是无辜的,民众是天,国之根本,民心所向就是对的.任何体制都应以尊重人权为先!

লেখক: টি লাভার লিখেছে ২০০৮-০৯-২৪ ০১:৩৫ মিনিটে

সন্তানের জন্ম দেয়া একজন মায়ের অধিকারের মধ্যে পরে। বর্তমান সিস্টেমের একটি ভুল একে অগ্রাহ্য করা। আর এই শিশুটি এ পৃথিবীতে এসেছে চীনের বর্তমান সামাজিক ব্যবস্থায়, তাই সে আইনের এক ভুলের ফসল। কিন্তু যারা এই শিশুর বিপক্ষে বলেছে আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে মানষের ভালবাসা কি ভুল? এই বস্তুবাদী সমাজে বিত্তবান এবং নামা-দামী ব্যক্তিরা যত খুশী শিশুর জন্ম দিতে পারে, কারন তাদের টাকা আছে। তাই এর মানে কি যে আইন দরিদ্রদের অধিকার খর্বিত করবে আর ধনীদের পথ পরিস্কার করবে? কি হতাশাজনক কথা! যদি আইন বিভিন্ন লোকের জন্যে বিভিন্ন রকম হয় তার মানে কোন আইন নেই দেশে! শিশুরা তো নিস্পাপ! এই দেশের মানুষেরাই এদেশের শেকড় এবং তাদের ইচ্ছাই আমাদের সঠিক পথ দেখায়। তাই যে কোন সিস্টেমেরই মানবিক দিকটা দেখা উচিৎ আগে।

发布者 搜狐网友 2008-09-24 09:49
户籍制度从来就是不合理的,孩子只要生下来,就应该有他生存的权利,这是人的基本权力。难道不给他上户口这个人就不存在了吗?只能让受到不公平的人仇视这个社会,这个社会将付出更大的代价,这个社会还能和谐吗?
我们的政府为啥不对自己的同胞好些,包容些呢?

লেখক: অতিথি লিখেছে ২০০৮-০৯-২৪ ০৯:৪৯ মিনিটে

হুকোউ পদ্ধতি প্রথম থেকেই ত্রুটিযুক্ত। কোন শিশু জন্মাবার পরেই তার অস্তিত্বের উপর অধিকার আসে, এটিই অন্যতম মৌলিক মানবাধিকার। হুকোউ সিস্টেমে নিবন্ধণ নেই বলে একটি মানুষ কি অদৃশ্য হয়ে অস্তিত্বহীন হয়ে পরবে? এটি শুধুই ভুক্তভোগীদেরকে সমাজের বিরুদ্ধে দাঁড়াতে প্ররোচিত করবে। পরিশেষে সমাজের হয়ত আরও বেশী কোন মূল্য পরিশোধ করতে হবে। আমরা কি একটি শান্তিপূর্ণ সমাজ পাব এভাবে? কেন সরকার দেশের মানুষের সাথে আরও সহনশীলতা নিয়ে আচরণ করতে পারছে না?