কুয়েতঃ ইউটিউবের উপরে ব্যান প্রত্যাহার

কুয়েতে সম্প্রতি ইউটিউব ব্যান হচ্ছে এমন সংবাদ ছিল আলোচনার শীর্ষে। ব্লগাররা এতে হতাশা প্রকাশ করে বলেছেন এটা দেশের বাক স্বাধীনতার উপরে আরেকটা হস্তক্ষেপ। পরে অবশ্য ব্যান প্রত্যাহার করে নেয়া হয়। কুয়েতে সংগঠিত বিভিন্নমুখী প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হলো।

কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় ইউটিউবে প্রবেশ অগ্রাহ্য করার জন্য প্রথমে স্থানীয় আইএসপিতে একটা নির্দেশ জারি করে। অভিযোগ হলো সেখানে এমন কিছু ভিডিও রয়েছে যা মুসলিম ও ইসলামের দৃষ্টিতে অশালীন। ব্লগাররা পরে জানিয়েছেন ইউটিউব থেকে সেসব “অশালীন” ভিডিও সরিয়ে ফেলায় ব্যান প্রত্যাহার করা হয়েছে।

পূর্বের ব্যান সন্বন্ধে আনসাম লিখেছেনঃ

আমার মনে হয় অশালীন সাইট বন্ধ করার জন্য এটা এখন পর্যন্ত নেয়া সবচেয়ে নির্বোধ সিদ্ধান্ত … এর পর কি টার্গেট? ব্লগ? লাইমওয়ার?

ভাই, এটা সম্পূর্ণ হাস্যকর ……. না, না, না, এটা হাস্যকরভাবেই দুঃখজনক! কে এমন সিদ্ধান্ত নেয়? ইসলাম, মুসলিম এবং আরবদের প্রতি পূর্ণ সমর্থনকারী ভিডিও কি ইউটিউবে নাই! কেন নেতিবাচক অংশটা নিচ্ছেন?!?! কোরআন শরীফের আয়াত সুরেলা ব্যাকগ্রাউন্ডে পাঠের জন্য কি? ইশ্বরের দোহাই লাগে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে? দরকার মাত্র অশালীন ভিডিও বলে রিপোর্ট করা এবং আপনাদের দাবী অবশ্যই তারা শুনবে!

আমি ভীষণ ঘৃনা করছি এসব! আগগগগগগগ!

যখন ব্যান আরোপ বাস্তবায়ন করা হয় নাই, আনসান বিস্মিত হয়েছেনঃ

তারা বাতিল করেছে! এটা ব্লক না… ইয়া!!

আরেকজন কুয়েতী ব্লগার, লফঠ৯৬৫ লিখেছেন:

পৃথিবীর এটাই শেষ প্রান্ত যেহেতু আমরা জানি যে: কুয়েত ইউটিউব বন্ধ করে দিতে পারে।

বাশার এই সিদ্ধান্তে ভয়ংকরভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আরো কিছু সাইট ব্যান করার পরামর্শ দিয়েছেন। তার পরামর্শের মধ্যে আছে:

লোকজনের অভিযোগের ভিত্তিতে ইউটিউব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ভিডিওটির উপরে ব্যবস্থা নেয়ার পরে এখন সেখানে আর ভিডিওটি নেই। যদি সরকার এরপরও সামনে এগুতে চায় সেক্ষেত্রে আমার কাছে একটা তালিকা আছে যা আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নিতে পারবে। এলেক্সা টপে কুয়েতের শীর্ষ ১০০ সাইট থেকে সতর্কতামূলকভাবে নীচের গুলো বেছে নিতে পারেঃ

১. গুগল, ইয়াহু এবং এমএসএন সার্চ: সমস্ত শয়তানী জিনিস খুজে বের করার মাথা এগুলো। ব্লক করুন তাদের।
২. ফেসবুক: অনেক নাস্তিক ও ইসলাম বিরোধী গ্রুপ আছে। তাদের কাছে পৌঁছুতে বা শিক্ষিত করে তুলতে বা আপনার চিন্তা তুলে ধরার চেষ্টা না করে স্রেফ সাইটগুলো বন্ধ করে দিন।
৩. মাকটুব ডট কম: আরবীয় অনলাইন ফোরামস, ই-মেরিজ যা ডেটিং, মুভি, রাশিফলের জন্য অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এটা ইসলামিক নয়, ঠিক না?
৪. কুরা ডট কম: ফুটবলের খুটিনাটি নিয়ে সাইট, বিশেষত ইউরোপীয় ফুটবল, যেখানে দলগুলো তাদের শার্টে স্পন্সরের বিয়ার আর ওয়াইনের এ্যাড প্রদর্শন করে।
৫. র‌্যাপিডশেয়ার: কি বিনিময় হলো তা দেখা যায় না, আপনি বলতে পারেন না আপনার জনগন কি জিনিস বিনিময় করছে। কেউ হয়তো সংগোপনে অশালীন জিনিস বিনিময় করছে। এমন অবশ্যই কিছু ঘটছে। না হলেও নিদেনপক্ষে নিরাপদ থাকার জন্য ব্যান করা যেতে পারে।
৬.ট্রাভিয়ান ডট এই: কেন আপনি আপনার জনগণকে রোমান যোদ্ধা হয়ে অনলাইন গেমে অংশ নিতে দেবেন যারা রোমান সাম্রজ্যকে আরো বিস্তৃত করতে সহায়তা করবে যেখানে তারা ইসলামিক সৈন্য হিসাবে যুদ্ধ করতে পারতো।
৭. হাইফাইভ: ফ্রেন্ডশিপ সাইট


ফালাতুন
খবর দিয়েছেন যে ইউটিউব ব্যান করার নির্দেশ উপরের মহলে পুনঃবিবেচনা করা হচ্ছে। তিনি লিখেছেনঃ

আপনাদের সবাইকে অভূতপূর্ব সাড়া প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মনে হচ্ছে মন্ত্রণালয়ের মানুষজন বুঝতে পেরেছে তাদের বোকার মত ভুল করে বসাটা […] এবং এখন আমি নিশ্চিত করতে পারি যে মন্ত্রী নিজে তার বিভাগের প্রধানদের ইউটিইউব ব্যান করার আদেশ বাতিল করার নির্দেশ দিয়েছেন।
আল-জারিদা ও কুয়েতের জনগণকে ধন্যবাদ জানাই।

আরবীতে জানডিফ যুক্তিতর্ক তুলে ধরেছেনঃ

شبكة الانترنت فيها مواد تعليمية واقتصادية وتجارية وثقافية، لكن فيها مواقع إرهابية وإباحية وعنصرية وغيرها … ليش ما تمنعونها؟
السكين يمكن استخدامها لتقطيع تفاحة وقص كيكة عيد ميلاد وأكل ستيك، لكن هناك من يقتل الناس فيها … ليش ما تمنعونها؟
السيارة وسيلة نقل وفي بعض الأحيان وسيلة كشخة، ولكن هناك من يستخدمها للسرقة
والتهريب، وأحياناً تتسبب بإصابة أحد أو فقد حياته … ليش ما تمنعونها؟

ইন্টারনেটে শিক্ষণীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক উপাদান রয়েছে, আবার সন্ত্রাস, অনৈতিক এবং বর্ণবাদী উপাদানও রয়েছে …. কেন সেগুলোকে ব্যান করেন না?
একটা ছুরি আপেল অথবা জন্মদিনের কেক কাটতে ব্যবহৃত হতে পারে। স্টেক খেতেও লাগতে পারে, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ছুরি দিয়ে খুন করতে পারে..কেন সেটাকে বাতিল করেন না?
একটা গাড়ী পরিবহনের জন্য জরুরী আবার কখনও এটা স্রেফ দেখানোর জন্যও। আবার কেউ গাড়ী নিয়ে ছিনতাই-ডাকাতি করে। দূর্ঘটনায় মানুষ আহত হয়, মারা যায় ……কেন গাড়ী পরিত্যাগ করেন না?

জর্দানিয়ান মোই নিয়মিত কুয়েতে আসা-যাওয়া করেন। কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেনঃ

কেন ওয়েবসাইট বন্ধ? আমি জানি না আপনাদের কারো মনে আছে কিনা, দুই বছর আগে ইয়াহু গ্রুপ থেকে ১৮+ সব উপাদান বন্ধ করে দেওয়া হয়েছিলো। ইউটিউবেরও একটা অপসন আছে যা ব্যবহারকারীদেরকে সুযোগ দেয় অশালীন উপাদানের বিরুদ্ধে অভিযোগ করতে।

অনুগ্রহ করে সিরিয়ার মত স্থবির হবেন না এবং ইউটিউব ও ফেসবুক বন্ধ করে দেবেন না!

এবং ফ্রান্ককম গালভরা বুলি ঝেড়েছেনঃ

الخبر نازل بالجرايد اليوم
مبروك علينا دولة الديموقراطية والحرية
مبروك علينا ناس مثل الكندري مدير الرقابة
مبروك علينا وزير مايعرف وين الله قاطه
مبروك علينا شركات ماتدافع عن العملاء
مبروك علينا كلنا هذا النعيم
الى الخلف يا كويت

সংবাদটি আজকের পত্রিকায় এসেছে।
গণতন্ত্র আর স্বাধীনতা ধারক এমন দেশের নাগরিক হবার জন্য অভিনন্দন আমাদের
নিষেধাজ্ঞা আরোপের প্রধান হর্তাকর্তা আল কিন্দিরির মত ব্যক্তির জন্য আমাদের অভিনন্দন জানাই
এমন মন্ত্রী যিনি জানেন না কোথায় তিনি আছেন তার জন্য আমাদের অভিনন্দন জানাই
ভোক্তাদের পাশে না দাড়ানো প্রতিষ্ঠানগুলোও আমাদের রয়েছে সেজন্য আমাদের অভিনন্দন
এইসব সমৃদ্ধির মাঝে বসবাস করায় অভিনন্দন আমাদের
পেছনে হাঁটো, কুয়েত!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .