- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: বিষাক্ত গুড়া দুধ ঘটনায় মিডিয়ার কারসাজী

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, হং কং (চীন), খাদ্য, ব্যবসা ও অর্থনীতি, যুবা, সরকার, স্বাস্থ্য

যখন বিষাক্ত দুধের ঘটনা খারাপ থেকে আরো খারাপ হয়ে আন্তর্জাতিক চিন্তার বিষয়ে পরিণত হয়, চীনা সরকার চীনের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয়। যেহেতু এই ঘটনায় বেশীরভাগ নাম করা ব্রান্ড যেমন ইলি আর মেংনুই জড়িত, বয়ু [1] এর মতো সাধারণ মানুষ মনে করে যে আর কিছুতেই তারা বিশ্বাস করতে পারবে না।

আসলেই পরিস্থিতি হতাশাব্যঞ্জক বিশেষ করে সরকার যখন মিডিয়াকে ইচ্ছামত ব্যবহার করে আর তার পরে সরকারী নজরদারী উৎসাহিত করে মানুষের জীবনকে নিরাপদ করার জন্য। বেটা [2] সংবাদপত্রের আদেশের নোট জানিয়ে দিয়েছে:

中央电视台人士说,上星期五就接到了通知,说只能采用新华社的通稿。还有的记者说,的确已经下文件,让新闻单位最好不要报道有关的评论和儿童因这种奶制品而患有肾结石的事情。

চায়না সেন্ট্রাল টেলিভিশনের কর্মচারীরা জানিয়েছে যে গত শুক্রবার তারা নোটিশ পেয়েছে যে তারা শুধু জিনহুয়া নিউজের রিলিজ শুধু ব্যবহার করতে পারবে। কয়েকজন সাংবাদিক বলেছেন যে তাদেরকে জানানো হয়েছে যে তারা বিষাক্ত গুড়া দুগ্ধজাত পণ্যের কারনে বাচ্চাদের কিডনিতে পাথর হয়েছে এ নিয়ে যেন মন্তব্য আর রিপোর্ট না করে।

ফু রুই- লন [3] সরকারের মিডিয়া নিয়ন্ত্রনের ধরনকে সমালোচনা করেছে:

” 三鹿毒奶粉案”延烧至9月15日,中宣部一声令下,紧急刹住了全国各家新闻媒体的深入揭批毒奶粉的热潮,连前两天高调批评这起丑闻的中国官方喉舌新华社,也都取消了批评的语气,转为高调表扬”毒奶粉案”所涉及的各职能部门…一场涉及成千上万个家庭的惨祸,坏事变好事,活生生的转变为党和政府各部门、各级领导身先士卒的光荣模范事迹…都说”多难兴邦”,我认为应该精确理解成”老百姓多难,共产党兴旺”。

‘সানলু বিষাক্ত দুধের ঘটনা’ ক্রমান্বয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং শেষে ১৫ই সেপ্টেম্বর কেন্দ্রীয় প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট কড়া নির্দেশ দেয় তে যাতে সব চীনা মিডিয়া এই ব্যাপারে তদন্ত আর রিপোর্ট করা বন্ধ করে। চীনা সরকারের মুখপাত্র জিনহুয়া নিউজ সমালোচনামূলক ধারা থেকে সরে ভালো রিপোর্ট দেয়া শুরু করে আর সরকারী ডিপার্টমেন্টের এই ঘটনা নিয়ন্ত্রণে কার্যকারীতা নিয়ে প্রশংসামূলক রচনা লেখে… এটা শত হাজার পরিবারের জন্য একটা বিপদজনক ঘটনা, দু:খের গল্পকে খুশির গল্পতে পরিণত করা হচ্ছে- আমরা এখন যা শুনতে পাই তা হলো সরকারে থাকা সেই সব নেতা আর মানুষদের সম্মানজনক গল্প… একটা প্রবাদ আছে, “দুর্যোগের পর একটা দেশ শক্তিশালী হয়”। আমার মনে হয় এই প্রবাদ এইভাবে বুঝতে হবে, “নাগরিকরা যখন দুর্যোগের সম্মুখীন হয় তখন চীনের কমিউনিস্ট পার্টি আরো শক্তিশালী হয়।”

লিয়ানিউ [4] দুশ্চিন্তা করছে যে পরিস্থিতি আরো খারাপ হবে যদি চীনা সরকার এইসব দূর্নীতিগ্রস্ত কর্পরেশনকে সহ্য করতে থাকে:

三鹿之后,今天伊利又在香港被查出含有三聚氰胺,而目前并无国内任何有关部门及厂家就此事发表看法…中国食品、药品业在国内国际都声名狼藉,可是这一切只引来所谓的正面宣传及删除负面新闻,企业在一次又一次的纵容中,彻底不在乎公众安全…管制信息,禁止媒体与公民的监督权,正是系统崩溃的最大推手…三鹿事件以来,有关部门似乎又把重点放在防民之口,这只会使当前的危机急剧放大,就算硬撑过今天,很快就会迎来下次更大的危机,直至整个系统彻底崩溃。

সানলু গ্রুপ ছাড়াও, ইলি গ্রুপের হংকং এর পন্যে মেলামাইন থাকার খবর পাওয়া গেছে। কিন্তু চীনা সরকার বা অন্য চীনা কোম্পানিগুলো থেকে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি- চীনে তৈরি খাদ্য আর ফার্মাসিউটিকাল পণ্যের খারাপ নাম আছে। কিন্তু সমস্ত খারাপ খবরকে সরকার সম্পর্কে প্রশংসামূলক গল্প দিয়ে আর সরকারের জন্য ক্ষতিকর রিপোর্ট আটকিয়ে সামলানো হচ্ছে। এইসব কর্পোরেশন জনগনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না যখন সরকার তাদের ভুল কাজ বার বার সহ্য করে… সানলুর ঘটনা ছড়িয়ে পড়লে, সরকার জোর দিল মিডিয়া আর নাগরিকদের চুপ করিয়ে দেয়ায় আর আমাদেরকে থামানো হলো সরকার আর কর্পোরেট সেক্টরকে যাচাই করা থেকে, যা এই সংকট আরো ঘনীভুত করছে। যদি এই দুর্নীতির সিস্টেম আজকেও বেঁচে যায়, এটা শীঘ্রি আরো বড় বিপদের সম্মুখীণ হবে যতোক্ষণ না পুরো ব্যবস্থা ধসে পড়ে।

সেপ্টেম্বর ১৬ তে চীনের মান পরীক্ষা, যাচাই আর নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসন (একিউএসআইকিউ) জানতে পারে যে তাদের পরিক্ষিত ১০৯টি কোম্পানি তৈরী ৪৯১টি পণ্যের ব্যাচের মধ্যে ২২টা কোম্পানির তৈরি ৬৯ ব্যাচের দুগ্ধজাতপণ্যতে বিভিন্ন মাত্রার ম্যালামাইন দ্বারা দূষিত (এই লেখার শেষে এইসব কোম্পানির নাম আপনি পাবেন)। ২২টা কোম্পানির মধ্যে ২টা চীনের খুব প্রসিদ্ধ: ইলি আর মেংনুই গ্রুপ।

চায়নারিটেইল নিউজ [5] রিপোর্ট করছে:

বিষাক্ত পণ্য যা পরীক্ষায় পাওয়া গেছে তার মধ্যে আছে বাচ্চাদের দুগ্ধজাতপন্য যা শিজিয়াঝুয়াং সানলু গ্রুপ, সাংহাই পান্ডা ডেইরি, কিংডাও শেংগিউয়ান ডেইরি, সাংঝি গু চেং ডেইরি, জিয়াংজি গুয়াংমিং ইংজিয়ং ডেইরি, বাওজি হুইমিন ডেইরি, ইনার মঙ্গোলিয়া মেংনিউ ডেইরি, তোরাদোর ডেইরি ইন্ডাস্ট্রী (তিয়াঞ্জিন), গুয়াংডং ইয়াশিলি গ্রুপ, হুনান পেই ডেইরি, হেইলংজিয়াং কিলিন ডেইরি, শাংশি ইয়াশিলি ডেইরি, শেঞ্জেন জিনবিশি মিল্ক, সায়েন্ট (গুয়াংঝো) ইনফান্ট নিউট্রিশান, গুয়াংঝো জিন্দিং ডেইরি প্রোডাক্টস ফ্যাক্টরি, ইনার মঙ্গোলিয়া ইলি ইন্ডাস্ট্র্রীয়াল গ্রুপ, ইয়ান্তাই আউসমিডো নিউট্রিমেন্ট, কিংদাও সানকেয়ার নিউট্রিশনাল টেকনোলজি, জিয়ান বাইউই ডেইরি, ইয়ান্তাই লেইলেই ডেইরি, সাংহাই বাওয়ানলি ডেইরি আর ফুডিং চেঙ্গুয়ান ডেইরি উৎপাদন করেছে।