মিশরের সংসদে আগুন লাগার পরে মানুষের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ নাড়া খাওয়া বা সাধারণ দু:খ থেকে আত্মতৃপ্তি পর্যন্ত ছিল। ব্লগার ওয়াল নাওয়ারা একটি স্বাধীন ভোটাভুটির (পোল) আয়োজন করেছেন যেখানে তিনি ব্লগার, পাঠক আর মিশরের ইন্টারনেট ব্যবহারকারীদের নীচের প্রশ্নটি করেছেন:
“মিশরের সংসদ কি সত্যি সত্যি জনগনকে প্রতিনিধিত্ব করে?”
আজকে তার ব্লগে এই পোলের ফলাফল ঘোষিত হয়েছে:
৮৯% ভোট করেছে যে মিশরের সংসদ জনগনের প্রতিনিধিত্ব সত্যি সত্যি করেনা (১৩৯ ভোট)
৮% বলেছে যে মাঝে মাঝে সংসদ জনগনের প্রতিনিধিত্ব করে (১৪ ভোট)
১.৩% বলেছে যে বেশীরভাগ সময় সংসদ জনগনের প্রতিনিধিত্ব করে (২ ভোট)
নাওয়ারা আরো ঘোষনা করেছে যে পোলের ফলাফলের যথাথতা নীচের কারনে প্রশ্নবিদ্ধ:
২) পোল মূলত: বিরোধী দলের মধ্যে করা হয়েছিল
৩) স্যাম্পল সাইজ ছোট ছিল (১৫৬ ভোটার)
৪) কিছু লোক অন্য পিসি ব্যবহার করে দুইবার ভোট দিয়ে থাকতে পারে
কিন্তু পরিশেষে নাওয়ারা বলেছে: