মিশর: জনগণের সংসদে… এরা কারা?

মিশরের সংসদে আগুন লাগার পরে মানুষের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ নাড়া খাওয়া বা সাধারণ দু:খ থেকে আত্মতৃপ্তি পর্যন্ত ছিল। ব্লগার ওয়াল নাওয়ারা একটি স্বাধীন ভোটাভুটির (পোল) আয়োজন করেছেন যেখানে তিনি ব্লগার, পাঠক আর মিশরের ইন্টারনেট ব্যবহারকারীদের নীচের প্রশ্নটি করেছেন:

“মিশরের সংসদ কি সত্যি সত্যি জনগনকে প্রতিনিধিত্ব করে?”

আজকে তার ব্লগে এই পোলের ফলাফল ঘোষিত হয়েছে:

১৫৬ জন অংশগ্রহণকারীর ভেতরে:

৮৯% ভোট করেছে যে মিশরের সংসদ জনগনের প্রতিনিধিত্ব সত্যি সত্যি করেনা (১৩৯ ভোট)

৮% বলেছে যে মাঝে মাঝে সংসদ জনগনের প্রতিনিধিত্ব করে (১৪ ভোট)

১.৩% বলেছে যে বেশীরভাগ সময় সংসদ জনগনের প্রতিনিধিত্ব করে (২ ভোট)

নাওয়ারা আরো ঘোষনা করেছে যে পোলের ফলাফলের যথাথতা নীচের কারনে প্রশ্নবিদ্ধ:

১) বিশাল মিশরীয় জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করেনা

২) পোল মূলত: বিরোধী দলের মধ্যে করা হয়েছিল

৩) স্যাম্পল সাইজ ছোট ছিল (১৫৬ ভোটার)

৪) কিছু লোক অন্য পিসি ব্যবহার করে দুইবার ভোট দিয়ে থাকতে পারে

কিন্তু পরিশেষে নাওয়ারা বলেছে:

আমি বিশ্বাস করি এই ক্ষুদ্র অংশ পুরো মিশরী জনগণের প্রতিনিধিত্ব করছে; উদাহরণ স্বরুপ যারা পিপলস এসেম্বলির নির্বাচনে ২০০৫ এ অংশগ্রহণ করে তা ২৩% ভোটার সংখ্যার বেশী না। ৭৭% ভোটার ভোট না দেয়ার সিদ্ধান্ত নেয়। আর যে ২৩% ভোট দিয়েছিল, নিশ্চয় কিছু নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট ছিল বা নির্বাচিত সংসদের পরিবেশনা নিয়ে তাদের নিজেদের বিভিন্ন কারনে, তাই এটা বেশীদূর চিন্তা করতে হয়না যে আসলে ৮৯% মিশরী -উপরে উল্লিখিত পোল অনুযায়ী- মনে করেনা যে সংসদ তাদের প্রতিনিধিত্ব করে আর এর ফলে আগুন লাগার ফলে যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা বোঝা যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .