- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: আরেকটি দোয়েইকা দুর্যোগ ঘটার অপেক্ষায়!

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, ডিজিটাল অ্যাক্টিভিজম, দুর্যোগ, মানবাধিকার, যুবা

আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকোশল বিভাগের ছাত্র-ছাত্রীরা ফেসবুকে একটি গ্রুপ [1] তৈরি করেছে “প্রকৌশল বিদ্যা ফ্যাকাল্টিতে মোকাত্তাম দুর্যোগ আবার ঘটবে” এই নামে।

তাদের এই আর্তচিৎকারের কারন হচ্ছে দোয়েইকা নামক কায়রোর একটি বস্তির সাম্প্রতিক দুর্ঘটনা [2] যেখানে পাহার খেকে পাথর এসে মানুষ এবং বাড়ীঘড়ের উপর পড়েছিল যাতে প্রচুর দরিদ্র লোকের মৃত্যু বা অঙ্গহানি ঘটেছিল।

এই গ্রুপের বিবরণে ছাত্রছাত্রীরা লিখেছিল:

حنموت تحت الانقاض
المبنى بعد ما كان ايل للسقوط بس دلوقتى مال و العواميد من كتر الحمل شرخت
كل العاملين فى المبنى مرعوبين
المشكله بقى لما الدراسه تبدا و الحمل يكتر يا ترى ايه الى حيحصل و المبنى بيدخل فيه اكتر من 7000 بنى ادم كل يوم
المشكله كمان حتى لو المبنى وقع و مفيهوش حد دا فيه معامل ب ملايين و كتب نادرة كل دا حيتعوض ازاى

আমরাও ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ব।
এই পুরোনো বাড়ী যে কোন সময়েই ভেঙ্গে পড়তে পারে আর এখন তো
শুধু হেলে আছে। পিলারে ইতিমধ্যে ফাঁটল ধরেছে।
এই বাড়ীর সমস্ত কর্মচারী ভয়ে তটস্থ হয়ে আছে।
কিছুদিন পরেই বিশ্ববিদ্যালয় খুলবে আর ৭০০০ এর ও বেশী
ছাত্রছাত্রী এই ভঙ্গুর বাড়ীতে অবস্থান নেবে।
ভাগ্য ভাল হলে হয়ত বিল্ডিংটি ভেঙ্গে পড়বে যখন এটি খালি থাকবে
তখনও কোটি টাকার ল্যাবরেটরীর সামগ্রী আর দুর্লভ বই হারাবো আমরা।
কি করে আমরা এত ক্ষতি সামলাব?

এই ফেসবুক গ্রুপ এই পর্যন্ত ১,১৪৪ সদস্য পেয়েছে – এবং এই বাড়ীটির ছবি এখানে পাওয়া যাবে [3]