বিশ্ব ব্যান্ক চলচ্চিত্র প্রতিযোগীতা – জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রেক্ষাপট

জলবায়ু পরিবর্তন সমাজে কি প্রভাব ফেলছে এ নিয়ে বিশ্ব ব্যান্ক ২-৫ মিনিটের স্বল্পদৈর্ঘ ডকুমেন্টারীর ভিডিও প্রতিযোগীতার আয়োজন করেছে এবং এর জন্যে বিশ্বব্যাপী জনসাধারণের কাছ থেকে ভিডিও আহ্বান করছে। ভিডিও জমা দেবার শেষ তারিখ ২৪শে অক্টোবর, ২০০৮। তারা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে (যুবারা অগ্রগণ্য) অন্তর্ভুক্তি চাইছে যেগুলো নিন্মের যে কোন বিষয়ে হতে পারে:

- সংঘাত: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক সম্পদের অভাব দেখা দেয় এবং এতে অর্থনৈতিক এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংকট দেখা দেয়। তাই এটি কিভাবে সামাজিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতে রুপ নেয়?

- অভিবাসন: জলবায়ু পরিবর্তন এবং জনগোষ্ঠির অভিবাসনের মধ্যে কোন সম্পর্ক আছে কি?

- সামাজিক নীতি: জলবায়ু পরিবর্তনের হুমকিগুলো ঠেকাতে সরকার কি কার্যকর সামাজিক নীতি গ্রহণ করছে?

- খরাপীড়িত অঞ্চল: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরাপীড়িত অঞ্চল কি সামাজিক পরিবর্তন আনছে?

- শহুরে অঞ্চল: শহুরে অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার নিমিত্তে নেয়া ব্যবস্থাগুলি কতটুকু গরীবদের কথা চিন্তা করে করা হয়?

- গ্রামীন প্রতিষ্ঠানগুলো: কৃষিপ্রধান গ্রামীন সমাজে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ঠেকানোর জন্যে কি পদক্ষেপ নিচ্ছে এবং তারা সমস্যাগুলো সমাধানে আগ্রহী কি না?

- আদিবাসী জনগোষ্ঠি: আদিবাসীরা কি করে জলবায়ুর বিরুপ পরিবর্তনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে অথবা খাপ খাইয়ে নিচ্ছে।

- লিঙ্গ: জলবায়ু পরিবর্তন কি পুরুষ কিংবা মহিলা, ছেলে বা মেয়েদের উপর ভিন্নভাবে প্রবাব ফেলছে? কোথায় এবং কিভাবে এই ভেদটুকু বোঝা যাচ্ছে?

- সরকার পরিচালনা: জলবায়ু পরিবর্তন ঠেকাতে সামাজিক জবাবদীহিতা কি করে স্থাপন করা যায়?

- বনজঙ্গল: বন উজাড় বা পাহাড় কাটার ফলে সৃষ্ট পরিবেশ কলুষ রোধে স্থানীয় সমাজ কি পদক্ষেপ নিতে পারে বা তাদের কি বাধা রয়েছে?

- মানবাধিকার: জলবায়ু পরিবর্তন মানবাধিকারে কি প্রভাব ফেলে?

এই প্রতিযোগীতা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে।

নীচে অন্তুর্ভুক্তির আহ্বান করে একটি ভিডিও দেয়া হলো:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .