- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুয়েত: বিশেষ গিরজিয়ান উৎসব উদযাপন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., কুয়েত, ধর্ম, যুবা, শিল্প ও সংস্কৃতি

উপমহাসাগরীয় অঞ্চলের লোকেরা রমজান মাসের মধ্যভাগে একটা অনুষ্ঠান পালন করে যেখানে বাচ্চারা সেজেগুজে পড়শীদের দরজায় দরজায় গিয়ে তাদের সম্ভাষণ করে এবং খাবার আর কখনো কখনো টাকা সংগ্রহ করে।

কুয়েত থেকে ইন্টলএক্সপাটর [1] একটি আনন্দঘন ঘটনা দেখে যখন তার দরজায় অপ্রত্যাশিত ধাক্কা পড়ে:

দরজার বেল বাজলো।

কেউ তো আমার দরজার বেল বাজায় না! যদি কেউ দেখা করতে চায় দারোয়ান এসে আমাকে জানায়।

“কে ওখানে?” আমি জিজ্ঞেস করলাম।

“আমরা গিরজিয়ান!” একসাথে সবাই বলল।

গিরজিয়ান বাচ্চাদের একটি ছুটি উদযিপন, কিছুটা হ্যালোউইনের মতো, রমজান মাসের অর্ধেক পার হলে, যখন পোশাক পড়া বাচ্চারা আপনার দরজার ঘন্টা বাজায় আর তাদেরকে মিষ্টি আর মাঝে মাঝে টাকা দেয়া হয়। যদি আপনি ভাগ্যবান হন, তারা গান শোনায়। আমার ধারনা হলো যে বাচ্চারা তাদের পরিবারের কাছেই যায়, যেমন চাচা, চাচী, ভাই বোন আর ঘনিষ্ট পড়শীদের কাছে।

বলা বাহুল্য যে ইন্টলেক্সপাটার এই চমকে খুবই খুশি:

ভিতরে আসলো ছোট্ট আটজন ঝলমলে কুয়েতি, সবাই ইংরেজী বলে, সবাই মাথা থেকে পা পর্যন্ত জমকালো কাপড়, উজ্জ্বল মাথার কাপড় আর প্রার্থনার টুপি পড়া, হাতে বোনা সুন্দর বিস্ত গিলটি করা পাড়সহ, কাজ করা, লেস বসানো, গিলটি করা স্কার্টের পোশাক, সোনালী মাথার আবরণ- ওহ! তারা বেশ জমকালো ছিল!

আগে কেউ গিরজিয়ানের জন্য আসেনি তাই আমার কাছে কিছু তৈরি ছিলনা। ইশ্বরকে ধন্যবাদ যে এরা মিষ্টি পছন্দ করে, আর ইশ্বরকে ধন্যবাদ তারা ভদ্র ছিল আর তাদের খুব খুশি মনে হলো মুঠো ভতি ওরিও কুকি আর মার্শমেলো পেয়ে, যা শুধুমাত্র আমার কাছে ছিল।

কখনো কখনো জানা যায় না আশীর্বাদ কখন আসবে। এইসব প্রিয় বাচ্চারা আমার দিন ভালো করে দিয়েছে।

সে ইউটিউবে আপ্লোড করা এই উৎসবের একটি ভিডিও তুলে দিয়েছে যা কুয়েতি ব্লগার চিকাপাপ্পি [2] এর তোলা: