বিদেশী পর্যটকের জন্য অলিম্পিক মনে হচ্ছিল মাও এর মৃত্যুর পর (যা ৩২ বছর আগে আজকের দিনে হয়েছে, কিন্তু কেউ খেয়াল করেনি) চীনের উন্মুক্ত হওয়া আর সংস্কারের ফলে চীনে যে সব পরিবর্তন এসেছে এগুলোর একটি বড় ভুমিকা।
এর মানে কি? থমাস ফ্রিডম্যান লিখেছেন যে চীনের তৈরি কিছু শহরের সাথে তুলনা করে দেখলে আমেরিকার কিছু শহর এখনও তৃতীয় বিশ্বের মানের।
ঝাং দানহোং এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে চীনের কমিউনিস্ট পার্টি তাদের মুক্ত বাজার সংস্কারের মাধ্যমে তাদের পূর্বের কোন রাজনৈতিক দলের থেকে অনেক বেশী করেছে, আর এর মাধ্যমে তারা চীনাদের জীবন, স্বাধীনতা আর ব্যক্তি নিরাপত্তার অধিকার দিয়েছে।
জনসম্মুখে এটা বলার কারনে ঝাংকে ডয়েশে ভেলে থেকে যখন বহিষ্কার করা হচ্ছে, তখন বিশ্ব অর্থনীতির মন্দার বাড়তি দুর্যোগের কারনে একটি উচ্চ পর্যায়ের ফোরাম বেইজিংয়ে আলোচনা করেছে পরবর্তী ৩০ বছরে চীনের কি করা উচিত।
উপস্থিত ছিলেন চীনের মুক্ত বাজার অর্থনীতি, রাজনীতি আর শিক্ষা ক্ষেত্রের গন্যমান্য লোকজন: জিয়াং পিং, মাও ইউশি, কিন হুই, ঝু কিরেন, ফান গ্যাং, আর মাত্র কয়েকদিন আগে এন্টি-সিসিপি ওয়েবসাইট বোক্সুন দারা আমেরিকার জন্য গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত উ জিংলিয়ান, যিনি পেশায় মুক্ত বাজার অর্থনীতিবিদ।
আরো উপস্থিত ছিলেন কট্টর মুক্ত বাজার অর্থনীতিবিদ স্টিভেন এন এস চিয়ুং, যিনি ঝ্যাং কে তুলে ধরেছেন এই বলে যে বর্তমান চীনের ব্যবস্থা মানব ইতিহাসে দেখা সব থেকে ভালো ব্যবস্থা।
সপ্তাহ শেষে এই ফোরামে দেয়া ধারণাটি অনলাইনে দেয়া হয় আর চারিদিকে এ নিয়ে লেখা হচ্ছে, যার ফলে ফোরামের এই বক্তব্যটি অনলাইনে ছড়িয়েছে। ফ্লাগশিপ বুলোগের ব্লগার প্রো-স্টেট ইন ফ্লেমস গতকাল এই ধারণাটিকে নাম দিয়েছে “স্টিভেন চিয়ুং: চীনের সিস্টেম, স্বর্গের নীচে ১ নম্বর” হিসেবে আর অন্যান্য জায়গার নেটিজেনরা একই ধরনের তিক্ত মন্তব্য করছে। মনে হচ্ছে বেনামী লেখাটা ঐ প্যানেলে থাকা একজন লিখেছেন (ছদ্মনামে) আর তিনি চিয়ুং এর দাবীতে দ্বিমত পোষন করেছেন এটা জোর দিয়ে বলে যে এখন রাজনৈতিক আর সামাজিক সংস্কারের দরকার অর্থনৈতিক সংস্কারের সাথে খাপ খাইয়ে এগিয়ে যাওয়া, যা শুরু হবে ধনী-গরিব বিভেদ আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই দিয়ে:
与会者一致承认,三十年来,中国各个领域的规则、制度发生了重大变化,举其大者如:私人产权获得一定程度保护,公有经济迅速缩小,私人企业逐渐发育以至于占据经济的半壁江山。这些制度变化释放出企业家的创造性,由此导致经济持续快速发展,私人财富与政府财政收入以较高速度增长。与会者提出了各种理论,来解释这一增长奇迹。
专程参加这次会议的华人经济学家张五常以这种增长为依据,断言这三十年来的中国经过摸索,已经形成了中国历史上、甚至人类历史上最好的制度。但是,在公开或者私下场合,所有大陆学者一致认为这个看法过于乐观。与会的经济学家都认为,目前的经济形势相当严峻,过去几年的高速经济增长未必能够持续。真正令人担心的是,其根源不完全是周期性因素,还有更深层次的结构性与制度性因素。
এই কনফারেন্সে যোগদানের জন্য জাতিগত চীনা অর্থনীতি বিশেষজ্ঞ স্টিভেন এন এস চিয়ুং বলেছেন, এই ধরনের উন্নয়নের উপর নির্ভর করে, ত্রিশ বছর ধরে জোড়াতালি দিয়ে চলে, চীন এরই মধ্যে খুবই ভালো একটা ব্যবস্থাতে উন্নতি লাভ করেছে যা শুধু চীনা ইতিহাসে না, বরং মানব ইতিহাসে আগে হয়নি। কিন্তু, জনসাধারণের মধ্যে আর ব্যক্তিগতভাবে, সব মূলধারা শিক্ষাবিদরা মনে করে যে তার এই ধারণা বেশী আশাবাদী। ফোরামের অর্থনীতিবিদরা মনে করেন যে বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ, আর গত কয়েক বছরে দেখা উচ্চ পর্যায়ের অর্থনৈতিক অগ্রগতি হয়ত চলবে না। যা বেশী চিন্তার তা হলো আবর্তনশীল ব্যাপারটা না, বরং, আরো গভীরের কাঠামোগত আর ব্যবস্থাগত বিষয়গুলো।
在“市场化三十年”论坛上,绝大多数学者都不再只是向后看,拿今天中国的富裕与三十年前的贫困相比而沾沾自喜;相反,更多的人向前看,思考中国还需要那些制度变革。学者们普遍相信,惟有通过进一步更为广泛而深刻的制度变革,才能够完善市场,进而使中国社会继续良性转型的进程。
学者们提出的策略包括,减少政府部门控制资源的权力;严格限定政府的职能范围,政府应当谨守自己的本分,不能充当公司,不能利用权力经营城市、经营土地;改革财政预算制度,给公众以更畅通的财政民主参与渠道。江平教授进一步提出,发展是硬道理、人权同样也是硬道理。总而言之,与会学者都同意吴敬琏的说法:必须坚定不移地推进政治改革,完善宪政的制度框架。
也就是说,中国要保持稳定增长就必须完善市场制度;要实现社会繁荣,就必须建立某种程度的普遍福利制度。但是,满足民众在物质方面的需求,却必须依靠合理的社会、政治制度。6月25日,中共中央总书记胡锦涛在中央党校讲话时指出,政治体制改革必须随着经济社会发展不断推进。
শিক্ষাবিদরা সাধারণত মনে করেন যে ব্যবস্থাগত সংস্কারের গভীরতা বাড়িয়ে বাজারকে ত্রুটিহীন করা যায়, আর সেখান থেকে দেখা যায় চীনা সমাজ ভালোর দিকে উত্তরনের দিকে এগিয়ে যাচ্ছে।
শিক্ষাবিদরা যে কৌশল দেখাচ্ছে তার মধ্যে আছে সরকারী সংস্থার হাতে সম্পদের নিয়ন্ত্রন কমিয়ে দেয়া, সরকারের ভুমিকা কঠোরভাবে কমিয়ে দেয়া, যাতে সরকার তার নীজের ভূমিকায় দৃঢ় থাকে, যাতে তারা বানিজ্যিক কাজে অংশগ্রহন করতে পারবে না বা তাদের কতৃত্ব মিউনিসিপাল বা ভূমি ব্যবসায় নিয়োগ করতে পারবে না, বাৎসরিক বাজেটের নিয়ম যাতে সরকার সংস্কার করে, যাতে তারা জনগনকে ফিস্কাল শাসনে বেশী অংশগ্রহনের সুযোগ দেয়। প্রফেসার জিং পিং আরো বলেছেন যে যদিও উন্নয়ন সর্বাগ্রে, মানবাধিকার ও তাই। সব মিলিয়ে অংশগ্রহণকারীরা ইউ জিংলিয়েনের কথার সাথে একমত হয়েছে যে রাজনৈতিক সংস্কার ধীরে ধীরে করা উচিত আর অবশ্যই সাংবিধানিক কাঠামো ত্রুটিহীন করা দরকার।
অন্য কথায় চীন যদি স্থায়ী উন্নয়ন ধরে রাখতে চায়, তাদেরকে বাজার ব্যবস্থা ত্রুটিহীন করতে হবে; যদি তারা সামাজিক সমৃদ্ধি চায়, তাদেরকে কোন এক ধরনের মৌলিক কল্যাণ ব্যবস্থা চালু করতে হবে। কিন্তু জনগণের বাস্তব চাহিদা পূরনের জন্য একটা বিচারবুদ্ধিসম্পন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা দরকার। যেমন চীনা কমিউনিস্ট পাটির সেন্ট্রাল কমিটি সেক্রিটারি হু জিন তাও ২৫শে জুনে সেন্ট্রাল পার্টি স্কুলে একটা ভাষণে বলেছেন “রাজনৈতিক দলের সংস্কার অথনৈতিক আর সামাজিক উন্নয়নের ক্রমাগত ধারাকে অনুসরণ করবে।”