তাইওয়ান: উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে

ufo house
ছবি: আভান্তের সৌজন্যে

আভান্ত রিপোর্ট করছেন যে তাইওয়ানের তাইপের জনপ্রিয় উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে।

三芝飛碟屋已經拋荒30冬,兩个月進前三芝飛碟屋突然間出現佇報紙面頂,主要是講,飛碟屋ê地主hām債權銀行已經對還債ê計畫喬好勢,台北縣政府按算欲kā飛碟屋攏總拆掉,擱起一間新ê渡假村,hām無外遠ê淺水灣沙埔仔串連起來做海濱休閒園區。

三芝飛碟屋已經荒廢30多年,兩個月前三芝飛碟屋突然又出現在報紙上,新聞重點是,飛碟屋的地主和債權銀行已經對還債計畫講好了,台北縣政府打算把飛碟屋通通拆掉,再蓋一間渡假村,和附近的淺水灣海灘串連起來,當做海濱休閒園區。

তাইপে কাউন্টির সানচিহ অঞ্চলের উড়ন্ত সসার বাড়ীগুলোতে প্রায় ত্রিশ বছর ধরে কেউ বাস করে না। সংবাদপত্রে দুমাস আগে তাদের নিয়ে লেখা হয়েছিল। সেখানে রিপোর্ট করা হয়েছিল যে এই পরিত্যক্ত বাড়ীগুলোর মালিক এবং ঋণদাতা ব্যান্কগুলোর মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। তাইপে স্থানীয় সরকার এই উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলে এখানে নতুন রিসোর্ট এবং কাছাকাছি সৈকতের সাথে যুক্ত করে সৈকতের পাশের বিনোদন পার্ক বানাবে।

লিন হচ্ছে তেমন কিছু লোকের মধ্যে একজন যারা এই কৌতহলউদ্দীপক এবং আলাদা এই বাড়ীগুলো নিয়ে অভিভূত:

এটা খুবই সুন্দর। আমি এর ছবি দেখে যারপরনাই আনন্দিত। প্রথমত: আমার কাছে এর স্থাপত্যশৈলী ভাল লাগে কারন এগুলো অন্য কোন বাড়ীর মত নয়। আমার মনে হয় তোমরা আমাকে ক্ষমা করবে এই উক্তির জন্যে, কিন্তু আমি ছেলেবেলায় বড় হয়েছি অস্ট্রেলিয়ায়, আমি জেটসন্স নামের একটি আমেরিকান কার্টুন দেখে বড় হয়েছি। সেটি ভবিষ্যৎ কাল নিয়ে কল্পনাপ্রবণ একটি কার্টুন ছিল এবং এই বিল্ডিংগুলো ১৯৬০ এর দশকে আমরা একবিংশ শতাব্দী সম্পর্কে কি ধারণা রাখতাম তার কথাই মনে করায়। দ্বিতীয়ত: এই ছবিটি খুবই অপূর্ব। এর রংগুলো খুবই মসৃন এবং যেন একটি শক্তি বহন করে। এর প্রতিচ্ছবি রঙের এক দ্যোতনা সৃষ্টি করে। আমি বিশ্বাস করতে পারছিনা কেন এগুলোকে ফেলে রাখা হয়েছিল। আমি আশা করব যে এদেরকে বাঁচিয়ে রাখা হবে।

এই উড়ন্ত সসার বাড়ীগুলো এতই আলাদা যে আভান্ত প্রস্তাব করেছেন যে এদের জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হোক।

我感覺kā三芝飛碟屋攏總拆掉有一寡拍損,文建會應該比照台北市彼間中正廟,kah指定做國定古蹟!飛碟屋拄a好 hām中正廟同款,攏是起佇1970年代。kha輸講,中正廟、圓山飯店、歷史博物館代表官方強欲佇台灣延續中國傳統宮廷建築ê思維,按呢,飛碟屋遮呢特殊ê建築,會使講是欲掙脫當時主流ê宮廷建築風格ê束縛。擱再講,1970年代後尾,台灣通過石油危機ê考驗了後,經濟起飛,人民ê所得kah 懸,生活有kah快活,飛碟屋渡假村ê出現,反應到彼當時ê人,毋免干單為著三頓走縱,身軀邊嘛開始有一寡錢,想beh hām先進國家ê人同款,欲試看mai怪奇、稀罕ê待誌ê心理。所以講,咱會使透過飛碟屋,瞭解到30冬前彼當時ê社會狀況hām人ê想法。飛碟屋雖然拋荒30冬,毋拘,伊猶原會使講出屬於伊hit leh時代ê故事!

我覺得把三芝飛碟屋通通拆掉有點可惜,文建會應該比照台北市的中正廟,指定成國定古蹟!飛碟屋剛好和中正廟一樣,都是在1970年代建造的…飛碟屋這麼特殊的建築,可以說是要掙脫當時主流的宮廷建築風格的束縛。再說,1970年代末期,台灣通過石油危機的考驗,經濟起飛,人民的所得較高,生活品質有較好,飛碟屋渡假村的出現,反應了當時的人們,不再只為三餐奔波,身邊也開始有了一些錢,也想和先進國家人們一樣,想嘗鮮,試試新奇、稀罕玩意的心態。所以說,我們可以透過飛碟屋,瞭解30年前,當時的社會狀況和人們的想法。

এটি খুবই দু্র্ভাগ্যজনক যে আমরা এই বাড়ী ভেঙ্গে ফেলতে চাচ্ছি। আমি মনে করি যে সংস্কৃতি বিষয়ক কাউন্সিল এই বাড়ীগুলোকে জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করবে। চিয়াং কাই শেক সৃতিস্তম্ভের মত এই ফ্লাইং সসার বাড়ীগুলো ১৯৭০ এর দশকে বানানো হয়েছিল.. এগুলো অসাধারণ স্থাপত্যশেলী। আমরা এখন দেখতে পাচ্ছি যে তখনকার স্থাপত্যশিল্পীরা গতানুগতিক প্রাসাদের মত বাড়ীর ধারণা থেকে কি ভাবে সরে গিয়েছিল। অন্য দিকে ১৯৭০ এর শেষের দিকে তাইওয়ান তেলের সংকট থেকে মাত্র পরিত্রাণ পেয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছে। তাউওয়ানের পরিবারের আয় তখন বেড়েছিল এবং জীবনযাত্রার মান উন্নীত হয়েছিল। রিসোর্ট হিসেবে এই উড়ন্ত সসার বাড়ীগুলো নির্মাণ প্রমান করে যে তাদের হাতে পর্যাপ্ত টাকা ছিল উন্নত দেশগুলোর মত নতুন ধরনের কিছু করে দেখাবার। এই বাড়ীগুলোর মাধ্যমে আমরা ৩০ বছর আগের লোকদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করতে পারি।

আপনারা যদি আগ্রহী হন তাহলে এই উড়ন্ত সসার বাড়ীগুলো সম্পর্কে মার্তা মিচালস্কা এবং ফাবিয়ান সোভিন্সকির স্থাপত্যশেলীর বর্ণনা পড়ে দেখতে পারেন।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .