সৌদি আরববাসী এবং তাদের গাড়ী

Evolutionগাড়ীর ডিজাইন অতিমাত্রায় পরিবর্তন করে সাজানো, ভয়ন্কর স্টাইলের গাড়ীর রেইস আর দৃষ্টি আকর্ষণ করার ব্যাপক ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি মতো কাজ হচ্ছে সৌদি আরবের হাইওয়েতে।

রেবেলিউয়াস আরব গার্ল এর মোনা তার শুধুমাত্র সৌদি আরব নামক লেখায় ইউটিউব থেকে এই আতঙ্কজনক স্টান্টের উল্লেখ করেছে যেখানে একদল আরব তাদের চলন্ত গাড়ীর পাশে স্যান্ডাল পায়ে স্কেট করছে:

ভয়ঙ্কর স্টান্ট এর ক্ষেত্রে সাউদি২কে৬বয় দেখিয়েছে বন্ধ রাস্তা আর হাইওয়েতে সৌদি তরুণরা অন্যান্য সাধারণ গাড়ী চালকের মাঝে তাদের গাড়ীর ডিফটিং (পিছলে যাওয়া) স্টান্ট দেখাচ্ছে।

ক্যাপ্টিভ ১০৭ দেখিয়েছেন যে একজন সৌদি জানালা দিয়ে বেরিয়ে আসছে, গাড়ীর ছাদে হাঁটছে, ছাদ খুলে ট্রাঙ্ক পর্যন্ত গিয়ে ঢুকছে, এ সবই গাড়ী চলন্ত অবস্থায়।

পরিশেষে সৌদি ধাঁচে বিবর্তিত একটি গাড়ী, যেখানে সামনের দরজা উপরর দিকে উঠে যায়, পিছনের দরজা পিছনের দিকে খুলে যায়, ট্রাঙ্ক পাশে খোলে আর একটা দরজা তার অক্ষের উপর ঘোরে।

উপরের ছবি: এভল্যুশন পাওয়ারবুকট্রান্স এর সৌজন্যে

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .