- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ওমান: বিলক্ষণ রমজান!

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ওমান, কৌতুক, ধর্ম, ভ্রমণ, লিঙ্গ ও নারী

আপনাদের মনে হতে পারে যে ওমানি ব্লগগুলোর সাম্প্রতিক কর্মকান্ড মূলত: পবিত্র রমজান মাসের ধর্মীয় অনুভুতিকে ঘিরে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বেশীরভাগ লেখা রমজান সম্পর্কে না, বরং অন্য কিছু নিয়ে।

কুখ্যাত মাস্কাট কনফিডেনশিয়াল [1] ব্লগার সম্প্রতি একটা ব্লগে লিখেছেন কি করে মাস্কাটে যৌনক্রিয়া করা যায় [2]। আসলে যৌন সম্পর্কিত শব্দ লিখে সার্চ দিলে তার ব্লগ খুঁজে পাওয়া যায়। আমি উদ্ধৃতি দিচ্ছি:

আপনারা জানেন, পুরুষদের অনেকে আমার ব্লগে আসে (আমি ধারনা করছি) সার্চ ইন্জিনে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে খোঁজার প্রক্রিয়ায়: ‘ওমানে ফিলিপিনো মেয়ে’, ‘মাস্কাটের মেয়ে’, ‘মাস্কাটে কি করে মেয়ে পাওয়া যায়’, ‘মাস্কাট যৌনক্রিয়া’, ‘ওমানি মেয়েদের সাথে যৌনক্রিয়া’, ‘মাস্কাটে দেহপসারিনী’, ‘মাস্কাটে গে যৌনতা’ ইত্যাদি ইত্যাদি। যৌনতা পরিষ্কারভাবে পৃথিবীর অন্যান্য সব জায়গার মতো, মাস্কাটের অনেকের মাথায় ঘুরছে। হ্যা তাই।

এক বিদেশী মহিলাএংরী ইন ওমান [3] তার কাজের জায়গার সহকর্মীদের পছন্দ করেনা, রাস্তার লোকদের পছন্দ করেনা আর ওমানে থাকা নিয়ে অবশ্যই খুশী না। কেউ কেউ তাকে বলে এটা সময়ে ঠিক হবে আর ধীরে ধীরে তার ভালো লাগতে শুরু করবে, কিন্তু যতোক্ষন তা না হচ্ছে, ভোগান্তি চলছে। তার খারাপ অভিজ্ঞতা নিয়ে লেখার [4] প্রথম প্যারা এটা:

এটা সব সময় হয়, যে যখন আমি ভাবি এর চেয়ে কোন কিছু আর খারাপ হতে পারেনা, তখন তা আরো খারাপ হয়।

আমার দাঁতে এখন এমন ব্যাথা যে আমার মুখের পুরো ডান দিক ব্যাথা করছে আর আমার বসের স্ত্রীর ড্রাইভার গত রাতে অফিসে এসে চাবি নিয়ে চলে গেছে।

আমি গতকাল #৩ কে বলেছি যে আমার চেক আজকে আমার ভাঙ্গানো দরকার আর আমার অফিসে আসতে দেরী হবে। সে এটি মেনে নিয়েছিল আর অফিসে এসেই তাকে আমি জানালাম যে আমি ডেন্টিস্টের কাছে সময় নিয়েছি বৃহস্পতিবার।

লিও আমেরিকানোস [5] মনে করে যে আরব মহিলাদের ধারণার মধ্যে কোথাও কিছু আসলেই ত্রুটি আছে। সম্প্রতি হত্যা করা লেবানিজ গায়িকা সুজান তামিমের আত্মীয়দের মন্তব্যে [6] সে বিষ্মিত:

পৃথিবীতে গায়িকাদের সুযোগ যেমন ধনীরা নিয়েছে, আমি না ভেবে পাইনা যে মধ্য প্রাচ্যের ক্ষমতাধর পুরুষদেরকে ঘিরে একটা ভুল ধারনা আছে। আলা আল- আসোয়ানির উপন্যাস “দ্যা ইয়াকুবিয়ান বিল্ডিং” মিশরে এই ধরনের পুরুষের যথেষ্ট ক্ষতিকর একটা ছবি একেছে। দু:খজনক হলো যে এক ধারার চিন্তা আছে যা এই ধরনের কাজকে চিরস্থায়ী করে।

জনপ্রিয় মহিলা ব্লগার সাব আরবান [7] হাইপার মার্কেট লুলুর রমজানের সময়কার অবস্থা দেখেছেন [8] (তিনি একে জু লু বলতে পছন্দ করেন)। তিনি সাধারণত এটা পছন্দ করেন কারন এটা খুব সস্তা, কিন্তু কিছু জিনিষ এখানের তাকে পাগল করে তুলছে, একটা এখানে বলা হলো:

নড়বড়ে শপিং এর গাড়ী, আমি আপনাদের বলছি, আমি কখনো একটা পাইনি যেটা সোজা চলে। আমি একটা ছোট মেয়ে, আর যখন ওটা ভরে যায়, নিজেকে নীল জিন্স পরা কোন কমিকের সুপার হিরোর মতো লাগে, মসৃন মেঝেতে পা পিছলে যাচ্ছে, শরীর ৪৫ ডিগ্রীতে বেঁকে আছে, মরিয়া ভাবে দুধের তাকের কোনা দিয়ে যাওয়ার চেষ্টা করছি।