গ্লোবাল ভয়েসেসের অনুবাদকেরা কে কোথায়?

linguaবর্তমানে গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া প্রকল্পের অনুবাদকরা গ্লোবাল ভয়েসেস সাইটকে ১৫টি বিভিন্ন ভাষায় অনুবাদ করছে (১৮টি, আপনি যদি ধরেন সোয়াহিলি, রুশ এবং সার্বিয়ান ভাষাকে যেগুলো শীঘ্রি চালু হচ্ছে)। কাজেই বিশ্বব্যাপী বিপুল পরিমাণ পাঠক, যারা ইংরেজী বলে না, তারাও বৈশ্বিক এই কথোপকথনে যোগ দিতে পারে।  

আমরা গত দেড় বছরে ২১টি দেশ থেকে ৭০ জনেরও বেশী স্বেচ্ছাসেবক অনুবাদককে গ্লোবাল ভয়েসেস কমিউনিটিতে স্বাগত জানিয়েছি।

১৫০ জনেরও বেশী লেখক, সম্পাদক এবং অনুবাদকের এই বিশাল টীমে যারা তাদের আগ্রহ আর শক্তির ব্যবহার করছে গ্লোবাল ভয়েসেসের সাথে তাদের সাথে যোগাযোগ রাখা কঠিন কাজ।

আমাদের কোন বাহ্যিক অফিস নেই, কোন ভৌগলিক হোডকোয়ার্টার্স নেই, এবং নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগও কম হয়। আমাদের এবাউট পাতায় আমাদের সম্পর্কে আরও জানতে পারবেন।

ক্লেয়ার উলরিচ, যিনি গ্লোবাল ভয়েসেস ফ্রেন্চ লিঙ্গুয়া টিমকে নেতৃত্ব দেন, প্রায় সমস্ত লিঙ্গুয়া অনুবাদকদের অবস্থানকে এই গুগল ম্যাপে তুলে ধরার চেষ্টা করেছেন।

এই সমস্ত অনুবাদ সাইটকে সবার মাঝে পরিচিত করানোর জন্যে আপনারা আপনাদের ব্লগ বা সাইটে দয়া করে লিন্কগুলো প্রচার করবেন এই কামনা করছি।


View Larger Map

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .