মিশর: ট্রাফিক লাইটকে সম্মান করা

মানুষ কিভাবে রাস্তা পার হয় তার সাথে পৃথিবীতে তাদের দেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে তার সম্পর্ক কি? মিশরী ব্লগার ইজিপ্শিয়ান এন্ড দ্যা ইউএসএ আরবী থেকে এই ভাষান্তরে তার উত্তর দিয়েছে:

ইজিপ্সিয়ান উইশ এ লেখার সময় ব্লগার একটা আর্টিকেলের কিছু অংশের উদ্ধৃতি দিয়েছে যা আলজাজিরা.নেট এ মোহাম্মেদ এল সায়েদ আহমেদ প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছে:

رغم احمرار اشارة عبور المشاه باحد ضواحي دبي الا ان الطريق كان سالك – فعبرت وبعض الهنود والافارقة – فيما ظلت فتاتين صينيتين ورجل اوروبي منتظرين حتى تفتح الاشارة – ففكرت في دلك واكتشفت ان هذا هو الفرق بين الصين واوروبا من جه وبين الدول الاخرى من جه اخرى – فاحترامهم للقواعد جعلتهم الاقوى – فقررت الالتزام باشارة المرور لعلي اصبح مثلهم – هذة هي الصين عملاق المستقبل

দুবাই এর শহরতলীর এক রাস্তায় লাল বাতি থাকা সত্তেও রাস্তা ফাঁকা থাকায় আমি কয়েকজন ভারতীয় আর আফ্রিকানের সাথে রাস্তা পার হয়েছি। কিন্তু দুইজন চীনা মেয়ে আর একটা ইউরোপীয়ান লোক বাতি সবুজ না হওয়া পযন্ত অপেক্ষা করেছে। আমি এটা নিয়ে চিন্তা করেছি, আর উপলব্ধি করেছি যে এই পার্থক্যে চীন আর ইউরোপের লোকেরা একদিকে আর অন্যান্য দেশগুলো অন্য দিকে। আইনের জন্য তাদের সম্মান তাদেরকে শক্তিশালী করেছে। তাই আমি ঠিক করেছি যে ট্রাফিক আইন মেনে চলবো যদি কখনো তাদের মতো হতে পারি সেজন্যে।

এটা চীন, ভবিষ্যৎের দানব।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .