ভেনিজুয়েলা: তরুণদের অর্কেস্ট্রা জীবন পালটায়

১৯৭৫ সালে হোসে আন্তোনিও আব্রিউ ভেনিজুয়েলাতে একটা অর্কেস্ট্রা তৈরির স্বপ্ন নিয়ে কাজ শুরু করে। পুরানো সংগীত স্কুল হোসে অ্যান্জেল লামাসে আব্রিউ আর তার ৮ জন ছাত্র যাত্রা শুরু করেছিল এই লক্ষ্যে। তারা নতুন ধারার শিক্ষা আর দেশের বাস্তবতার নিরিখে বিভিন্ন সঙ্গীত শিক্ষা পদ্ধতি যা এখানে খাপ খায় সেই ধরণের প্রোগ্রাম তৈরি করত। নতুন এই ধারা দেশের বিভিন্ন অংশ থেকে তরুণ সঙ্গীতকারদের জড়ো করেছে, বিশেষ করে মারাকে আর বারকিসিমেটো শহর থেকে (সঙ্গীতের জন্য যে দুটি শহর বিখ্যাত)। ১৯৭৫ সালের ৩০ এপ্রিল এই অর্কেস্ট্রা প্রথম স্টেজে অনুষ্ঠান করে। ৩৩ বছর পর এবার শত শত শিশু, বিশেষ করে খুব দরিদ্র এলাকা থেকে অর্কেস্ট্রায় অংশগ্রহণ করেছে।

ভেনেজুয়েলার সামাজিক, সাংস্কৃতিক আর সঙ্গীত গুণের সত্যিকার উদাহরন হিসাবে, ফেস্নোজিভ (সিস্টেমা নাসিওনাল দে ওরকুয়েস্টাস জুভেনাইলস এ ইনফান্তাইলস দো ভেনেজুয়েলা) বা “দ্যা সিস্টেম” ভেনেজুয়েলানদের জন্য সত্যিকারের একটি গর্ব। এখানে দেখা যায় যে সমাজের বিভিন্ন স্তর থেকে লোক (তাদের মধ্যে কেউ কেউ খুব দরিদ্র আর সংঘাতময় এলাকা থেকে আসে) নিজেরা বুঝে চমৎকারভাবে পরিবেশন করতে পারে দূর দেশের স্রষ্টাদের কাজ। এই তরুন শিল্পীরা ভেনিজুয়েলার আত্মায় কিছু যোগ দেয়; তারা সব সময় নিজস্বতা খুঁজছে আর তাদের নিজ পরিচয়ের সাথে তা যোগ করতে চাচ্ছে। পরিবেশনাগুলো শাসরুদ্ধকর, গল্পগুলো ছুঁয়ে যাওয়ার মতো; মিশ্রন আর স্টাইল হ্রদয়গ্রাহী।

ডোমিঙ্গো বলেছে:

Los integrantes que conforman hoy día esta orquesta comenzaron con orquestas de barrio, a lo que le siguen orquestas departamentales y regionales, algunos de sus integrantes llevan consigo historias de delincuencia juvenil, problemas de drogas, robos, vida en la calle, y para todos ellos “El sistema” ha significado la transformación de sus vidas en plena adolescencia y juventud. Los integrantes más jóvenes pueden tener dos años de edad y el promedio no supera los 22 años. El Sistema ha sobrevivido a todos los eventos políticos, sociales y económicos que han ocurrido en Venezuela durante los últimos 30 años, recibiendo siempre el apoyo de los Gobiernos de turno.

যারা এখন এই অর্কেস্ট্রায় আছে তারা তাদের পাড়ার অর্কেস্ট্রা দিয়ে শুরু করেছিল, তার পরে প্রাদেশিক আর আঞ্চলিক অর্কেস্ট্রায় বিশালতায় কাজ করেছে। তাদের কোন কোন সদস্যের তরুণ অবস্থায় কাজে অবহেলার, মাদক সমস্যা, চুরি, রাস্তায় থাকা ইত্যাদির ইতিহাস আছে। এদের সবার জন্য “দ্যা সিস্টেম” এর মানে হলো তরুণ আর যৌবন বয়সে তাদের জীবনের পরিবর্তন। ছোট শিল্পীদের বয়স দুই বছর হতে পারে আর গড়ে বয়স ২২ বছরের বেশী না। দ্যা সিস্টেম ভেনিজুয়েলাতে ঘটে যাওয়া গত ৩০ বছরের সব ধরনের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক সমস্যা পার হয়ে এসেছে আর সব সরকার থেকে এরা সমর্থন পেয়েছে।

নিকোডেমো এই অর্কেস্ট্রাকে দেয়া ২০০৮ প্রিন্সিপি দে আস্তুরাস আর্টস পুরস্কার উদযাপন করছে।

El fundador de las Orquestas Juveniles de Venezuela, Jose Antonio Abreu, fue designado recientemente miembro honorario de la “Royal Philharmonic Society” del Reino Unido, y uno de sus ex alumnos, Gustavo Dudamel, recibió el premio al mejor artista joven del año.Son premios a la esperanza, al papel restaurador de humanidad que puede tener el arte.

ভেনেজুয়েলার অর্কেস্ট্রাস জুভেনাইলস এর প্রতিষ্ঠাতা হোসে আন্টোনিও আব্রিউ, সম্প্রতি গ্রেট ব্রিটেনের রয়াল ফিলহারমোনিক সোসাইটির সম্মানার্থক সদস্যপদ পেয়েছেন আর তার একজন ভূতপূর্ব ছাত্র গুস্তাভো দুদামেল বছরের শ্রেষ্ট তরুণ শিল্পীর পুরষ্কার পেয়েছে।

তোকার ই লুচার (খেলা করা আর লড়া) নামে প্রামান্যচিত্র এই সিস্টেম আর কিছু সদস্যদের কাহিনী বলে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .