কোস্টা রিকা: প্রেসিডেন্ট আরিয়াস দালাই লামাকে সফর স্থগিত করতে বলেছেন

Costarica

যদি দুই বন্ধুর মধ্যে একজনকে বেছে কোন উৎসবে ডাকতে হয় সেটি কিছুটা কষ্টকরই বটে। কিন্তু এই কঠিন কাজই কোস্টা রিকার প্রেসিডেন্ট আর নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অস্কার আরিয়াস সানচেজকে সম্প্রতি করতে হয়েছে। তিনি দালাই লামাকে তার প্রস্তাবিত সফর আগামী বছর পর্যন্ত মূলতবী করতে বলেছেন, যদিও সেটা তার ব্যক্তিগত সফর ছিল। কাকতালীয়ভাবে, পরিকল্পিত এই সফরের এক মাস পর চীনা প্রেসিডেন্ট হু জিন তাও সরকারী এক সফরে আসবেন। অনেকে এই খবরে বিচলিত ছিল, যেমন তিব্বতী-কোস্টারিকান সাংস্কৃতিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিলাগ্রো রড্রিগেজ, যিনি তার হতাশা ও দু:খ প্রকাশ করেছেন (স্প্যানিশ ভাষায়)।

জুলিয়া আরডোন তার ব্লগে দালাইলামাকে রাষ্ট্রপতির এই অনুরোধের সম্ভাব্য কারন নিয়ে লিখেছেন:

La Asociación Tibetana de Costa Rica por supuesto salta y explica lo que entiende como un desaire de claro cálculo político, ya que por esos días tendrá visita oficial el Presidente de China y se podría molestar o peor aún: decidir no venir. ( Y eso no le conviene al gobierno! No ve que los chinos nos están dando mucha plata?!)

কোস্টা রিকার তিব্বতী এসোসিয়েশান এটাকে পরিষ্কার রাজনৈতিক হিসাব বলেছে, কারন ওই সময়ের কাছাকাছি চীনা প্রেসিডেন্ট সরকারী সফরে আসবেন আর তিনি বিচলিত হয়ে পড়তে পারেন বা আরো খারাপ: না আসার সিদ্ধান্ত নিতে পারেন। (এটা সরকারের জন্য উপযুক্ত না! আপনারা দেখছেন না যে চীন অনেক টাকা দিচ্ছে?!)

দালাই লামার সফর ১০ই সেপ্টেম্বর থেকে পরিকল্পিত ছিল, কিন্তু আরিয়াসের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে তা বাতিল করা হয়। প্রেসিডেন্ট আরিয়াস যুক্তি দেখিয়েছেন যে তিনি তখন দেশে থাকবেন না। কিন্তু এটা কাকতালীয় মনে হয়নি, বিশেষ করে চীনা প্রেসিডেন্ট হু জিন তাও এর পরিকল্পিত সফর নিয়ে, বিশেষ করে দেশটাকে যে সমর্থন দেয়া হয় তার আলোকে। কোস্টা রিকা সম্প্রতি বছরে চীনা সরকারের আরও কাছা কাছি এসেছে। ২০০৭ সালের ৮ই জুন কোস্টা রিকা তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ভেঙ্গে দেয় আর চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে। পরে আরিয়াসকে চীনে পূর্ণ মর্যাদা দিয়ে স্বাগত জানানো হয়, যেমনটি বন্ধুত্বপূর্ণ দেশের সাথেই করা হয়।

লা সুইজা সেন্ট্রোআমেরিকানা আরিয়াসের চীনে মানবাধীকার লঙ্ঘন নিয়ে খোলাখুলিভাবে কথা বলার ব্যর্থতা নিয়ে অখুশী।

Lo que si nos sorprende, y nos causa tremendo disgusto, es que nuestro gobierno de turno, presidido por otro Premio Nobel de la Paz, haya guardado un silencio absoluto y sepulcral ante las atrocidades cometidas por su nuevo amiguito oriental.

আমাদেরকে যা বিস্মিত করেছে আর বিরক্ত করেছে তা হলো, আমাদের সরকার, যা একজন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ীর নেতৃত্বে চলছে, একেবারে চুপ ছিল আমাদের নতুন এশিয়ান বন্ধুর নিষ্ঠুরতায়।

অনেকে এই উপসংহারে পৌঁছেছে যে উন্নয়নশীল দেশের রাষ্ট্রপতিদের ঝুঁকিপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় যা কোস্টা রিকার জন্য সব থেকে বেশী সুবিধাজনক আর যা বেশিরভাগ লোকের জন্য সব থেকে ভালো। আর সবাই নিশ্চয়ই এই ব্যাপরটি এক দৃষ্টিতে দেখবে না। প্রেসিডেন্ট হয়ে সিদ্ধান্ত নেয়া নিশ্চয় সহজ না, এবং যখন একজন বন্ধুকে বলতে হয় যে এখন তার বাড়ীতে আসার সঠিক সময় না।

থাম্বনেইল ছবি ফার্নে মিলার

1 টি মন্তব্য

  • পিংব্যাক: Dalai, amigo, mejor ven despu

    […] Este post ha sido publicado en el prestigioso blog Global Voices Online (Costa Rica: President Arias Asks Dalai Lama to Postpone Visit) Disponible en los siguientes idiomas en Global Voices [ing] Costa Rica: President Arias Asks Dalai Lama to Postpone Visit [es] Costa Rica: Presidente Arias pide a Dalai Lama Aplazar la Visita [fr] Costa Rica : Le Pr

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .