ফারনান্ডো লুগো তার রাষ্ট্রপতি পদের মেয়াদ শুরু করেছেন এই ঘোষণা দিয়ে যে তিনি তার মাসিক বেতন নেবেন না। “আমি সেই বেতন চাই না যা গরীবদের বেশী দরকার,” বলেছেন লুগো। স্থানীয় বিভিন্ন ব্লগাররা ব্যাপারটা বিভিন্ন ভাবে দেখছে, একজন এর প্রশংসা করেছে আর একজন চিন্তা করেছে যে লুগো নিজের খরচ কি করে চালাবেন।
রেস্কাতার (স্প্যানিশ ভাষায়) এর কার্লোস রড্রিগেজ প্রচার মাধ্যমে প্রকাশিত কয়েকজনের প্রতিক্রিয়ার সারসংক্ষেপ করেছেন। কেউ কেউ এই সিদ্ধান্তকে ছোট করে দেখিয়েছেন এই বলে যে ভুতপূর্ব এই পুরোহিতের স্ত্রী বা সন্তান নেই ভরনপোষনের জন্য, আর অন্যরা ভাবছে যে তিনি কি তার অধীনে থাকা সংরক্ষিত ফান্ড থেকে খরচ করবেন কিনা। রড্রিগেজ ব্যাপারটা অবশ্য অন্যভাবে দেখেন:
En ese contexto, el anuncio de Lugo de renunciar a su salario, nosotros lo interpretamos como un mensaje de “no vengo por el dinero”.
Trascendente y crucial mensaje en una nación en la que un elevado porcentaje de políticos, elevadísimo más bien, se lanza al ruedo en busca de poder político para alcanzar lo más pronto posible el poder económico, justamente robando.
ডেট্রাস ডেল পাপেল এর জজ টোরেস রোমেরো এভাবে ব্যাপারটি দেখেন না আর মনে করেন যে এটি বিচক্ষণতার কাজ হয়নি:
Al día siguiente de este anuncio de Lugo, algunos medios de prensa lanzaron la pregunta si quien se animaba seguir el ejemplo del presidente. Obviamente, nadie. Federico Franco, por ejemplo, aclaró que tiene una familia que mantener y vaya razón más que suficiente para no desprenderse de ese derecho legítimo de cobrar su salario.
¿De qué va vivir el presidente?¿Quién pagará por su ropa, su comida y otros gastos que pueda tener?¿Es tanto el ahorro que tiene?¿Vivirá de la renta de sus inmuebles?¿Estará pagando sus impuestos? ¿O esperará la colaboración, los regalos e invitaciones de los amigos?
প্রেসিডেন্ট কিসের উপর বাঁচবেন? তার কাপড়, খাদ্য আর অন্যান্য খরচ যা তার হবে তা কে দেবে? তার কি এত টাকা সঞ্চিত আছে? তিনি কি তার সম্পত্তির ভাড়া থেকে বাঁচবেন? তিনি কি ট্যাক্স দেবেন? নাকি তিনি বন্ধুদের কাছ থেকে সাহায্য, উপহার আর নিমন্ত্রণের জন্য অপেক্ষা করবেন?