ডেজার্ট ফ্লাওয়ার, সৌদি আরবে বসবাসরত একজন আমেরিকান মুসলমান মহিলা (মহিলাদের) গাড়ী চালানোর উপর নিষেধাজ্ঞা নিয়ে ক্লান্ত ও বিরক্ত। “এটি বেশ সমস্যার সৃষ্টি করে, কারন খুচরো কেনাকাটা বা ফার্মেসী বা ডাক্তারের কাছে যেতে হলেও এপয়েন্টমেন্ট করতে হয় (ড্রাইভার পাবার জন্যে)।”