- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জামাইকা: ভাষার জোর

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, জামাইকা, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি, অলিম্পিকস

অ্যানি পল [1] জামাইকার অলিম্পিক সাফল্যের বিবরণ দিয়েছেন এবং বলছেন যে “জামাইকার অ্যাথলেটদের এই অভূতপূর্ব সাফল্যের মূলে রয়েছে তাদের সাংস্কৃতিক আত্মবিশ্বাস.. এবং এই বিশ্বাস আত্মগৌরবপূর্ণ, মর্যাদা প্রত্যাশী, নাক-উঁচু এবং ইংরেজী বলিয়ে মধ্যবিত্তদের থেকে আসে নি বরং চিত্মাকর্ষক, বেলেল্লাপনা করা এবং স্পষ্টভাষী পাতওয়া (জামাইকান ভাষা [2]) বলিয়ে লোকজনদের মধ্য থেকে এসেছে।”