জামাইকা: ভাষার জোর

অ্যানি পল জামাইকার অলিম্পিক সাফল্যের বিবরণ দিয়েছেন এবং বলছেন যে “জামাইকার অ্যাথলেটদের এই অভূতপূর্ব সাফল্যের মূলে রয়েছে তাদের সাংস্কৃতিক আত্মবিশ্বাস.. এবং এই বিশ্বাস আত্মগৌরবপূর্ণ, মর্যাদা প্রত্যাশী, নাক-উঁচু এবং ইংরেজী বলিয়ে মধ্যবিত্তদের থেকে আসে নি বরং চিত্মাকর্ষক, বেলেল্লাপনা করা এবং স্পষ্টভাষী পাতওয়া (জামাইকান ভাষা) বলিয়ে লোকজনদের মধ্য থেকে এসেছে।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .