জর্জিয়া: আঞ্চলিক রিপোর্টার

দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন।

বিচ্ছিন্ন ভূমি দক্ষিন ওসেটিয়া নিয়ে জর্জিয়া আর রাশিয়ার মধ্যে বিরোধ জর্জিয়ার বেশ কিছু সরকারী আর স্বাধীন মিডিয়া সাইটের উপর সাইবার আক্রমণের মাধ্যমেও ছড়িয়েছিল। কিন্তু এতে সাংবাদিকরা যুদ্ধের খবর ইন্টারনেটে দেয়া থামিয়ে দেয়ার বদলে, এর ফল উল্টো হয়েছে। অনেক জর্জিয়ান- মিডিয়া ব্যক্তিত্ব আর নাগরিক সাংবাদিকরা নিজেরা ব্লগ শুরু করেছেন (বিশ্ববাসীর উদ্দেশ্যে) এই বিরোধ নিয়ে লেখা বা মন্তব্য করার জন্য।

গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস অঞ্চলের সম্পাদক অনিক ক্রিকোরিয়ান কথা বলেছেন দ্যা ইন্সটিটিউট ফর ওয়ার এন্ড পিস রিপোর্টিং এর কান্ট্রি ডাইরেক্টর শোরেনা রাতিয়ানি আর ওয়েব সম্পাদক গেওরগি কুপাতাজের সাথে তাদের নিজেদের ব্লগ রিজিওনাল (আঞ্চলিক) রিপোর্টার নিয়ে যা রাশিয়া-জর্জিয়া বিরোধ তুলে ধরছে:

অনিক ক্রিকোরিয়ান: কবে আঞ্চলিক রিপোর্টার ব্লগ শুরু করা হয় আর কেন?

গেওরগি কুপাতাজে: এটি গত ৮ই আগস্ট স্থাপন করা হয় যখন বেশীরভাগ স্থানীয় জর্জিয়ান ওয়েব সাইট হ্যাক করে বন্ধ করে দেয়া হয়। আমরা সিদ্ধান্ত নেই একটা ব্লগ তৈরি করার কিন্তু গতানুগতিকভাবে না। আমরা কোন মন্তব্য ছাড়া আমাদের সাংবাদিকদের কাছ থেকে খবর শুধু দিতাম। এইসব সাংবাদিকরা আমাদের প্রকল্পে আঞ্চলিকভাবে অংশগ্রহণ করছিল। সেই সময় আমরা রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়াসহ ব্যাপক এলাকা থেকে থেকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেতাম এই বিরোধ নিয়ে।

পরে, আসলে গতকাল আমরা জানতে পারলাম যে আমাদের ব্লগ ওয়ার্ডপ্রেস.কম এর হোস্ট করা ব্লগের মধ্যে ১২তম জনপ্রিয় ব্লগ। ‘পেজ ভিউজ’ খুব পরিষ্কার হিসাব না অবশ্যই, কিন্তু বিকেলে আমরা যখন ব্লগটা দাঁড় করাই, সন্ধ্যার মধ্যে প্রায় ৩০,০০০ বার আমাদের ব্লগের পাতা দেখা হয়েছিল পাঠকদের দ্বারা আর এটা শুধুমাত্র প্রথম দিনে। আমাদেরকে অবশ্য মন্তব্য বন্ধ করে দিতে হয় যখন (বলতে গেলে) বিপরীত পক্ষের লোকদের খারাপ মন্তব্য সেখানে দেখা দিতে থাকে।

অ. ক্রি: এটা দু:খের বিষয় কারন লেখার নীচে মন্তব্যে বেশ কিছু দরকারী জিনিষ উঠে আসতে পারে। এটা মডারেট করা কি সম্ভব ছিলনা?

গে. কু.: হ্যা, এটা দু:খের বিষয় কিন্তু আমাদের এতো লোকবল আর সময় ছিলনা তা করার। প্রথম পাঁচটি লেখার জন্য মন্তব্য খোলা ছিল ব্লগ তৈরির কথা ঘোষণার আগে, কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ১০০টির বেশী মন্তব্য এল। দুর্ভাগ্যবশত: এদের বেশীর ভাগই ঠিক করার দরকার ছিল আর আমাদের এটা করার সামর্থ ছিল না।

অ. ক্রি: দক্ষিন ওসেটিয়ার ঘটনার জন্য সাইটটা শুরু করা হয়, কিন্তু ব্লগিং প্লাটফর্ম ব্যবহার করা কেন এর জন্যে?

গে. কু.: আমরা সিদ্ধান্ত নিলাম যে এই রকম অবস্থায় জর্জিয়ার ভেতর আর বাইরের কিছু উপকারী উৎসের কাছ থেকে খবর পাওয়ার জন্যে এটি উপযুক্ত মাধ্যম হবে। এখানকার লোকদের জন্যও এটা দরকারী ছিল, বিশেষ করে সেইসব এলাকায় যেখানে তথ্যের সীমিত ব্যাপ্তি ছিল।

শোরেনা রাতিয়ানি: আইডাব্লিউপিআর এর আগে কখনো ব্লগ ব্যবহার করেনি, কিন্তু বিরোধের প্রথম থেকে আমরা এত ফোন পেয়েছি যে (মনে হয়েছে) এটা দরকার ছিল। আমরা স্বল্প সম্পদ আর লোকবল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু গেওর্গি এটাকে চালাতে সমর্থ হয়েছে আর খুব বড় সফলতা পেয়েছে।

অ. ক্রি: আপনারা কেন ওয়াডপ্রেসকে বেছে নিলেন লাইভজার্নাল না নিয়ে যা ভুতপূর্ব সোভিয়েত ইউনিয়নে বেশী জনপ্রিয়?

গে. কু.: প্রধানত: কারন আমার ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞতা বেশী আর এটাই স্বাভাবিক মনে হয়েছে।

অ. ক্রি: অন্যান্য আইডাব্লিউপিআর অফিস থেকে এই ব্লগের ব্যাপারে আপনারা কি কোন সাড়া পেয়েছেন?

শো. রা.: হ্যা, আইডাব্লিউপিআর এর প্রধান অফিস [লন্ডন] খুব খুশী হয়েছে যা সন্তোষজনক যেহেতু আমরা ঠিক জানতাম না যে এই ব্লগ সাফল্য পাবে যে পরিমান পেয়েছে।

অ. ক্রি: রাশিয়ান ছাড়া অন্য ভাষায় লেখাগুলো দেয়ার কোন পরিকল্পনা আছে কি?

শো. রা.: এটা পরিকল্পনায় ছিল না আর এখনও (রুশ ভাষাভাষী) স্বেচ্ছাসেবকরাই এটা চালাচ্ছে।

অ. ক্রি: আমার ধারনা যে ব্লগ সম্পর্কে আপনাদের আগে কোন অভিজ্ঞতা ছিলনা, কিন্তু এখন কি আপনারা একে তথ্য প্রচার করার একটি মাধ্যম হিসাবে দেখছেন?

শো. রা.: হ্যা, তবে কিন্তু আমাদের সামর্থের উপরও ব্যাপারটি নির্ভর করে। যদিও আমি বলতে পারিনা যে জর্জিয়াতে ব্লগ জনপ্রিয়, এখন আমারা এটা শুরু করেছি, আমি অবশ্যই এতে বেশ আগ্রহ পাচ্ছি।

গে. কু.: আমি নিজে খুব বেশি কার্যকরভাবে ব্লগ করি না, কিন্তু আমি পড়ি। অবশ্যই এর বড় সম্ভাবনা আছে। জর্জিয়ান ব্লগের ক্ষেত্রে, এখন এর সংখ্যা বাড়ছে, আরা আমার মনে হয় তা বৃদ্ধি পাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .