ইরান: মন্ত্রীর নকল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কেলেঙ্কারী

ইরানের নতুন স্বরাষ্ট্র মন্ত্রী আলি কোরদান, সম্প্রতি সমস্যার সম্মুখীণ হয়েছেন যুক্তরাজ্যের সম্মানজনক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নকল পিএইচডি ডিগ্রী দেখানোর জন্য। বেশ কিছু ওয়েবসাইট যার মধ্যে রক্ষণশীল আলেফ ও আছে, তারা কোরদানের ‘অক্সফোর্ড সম্মানজনক ডক্টরেট অফ ল ডিগ্রী‘ এর স্ক্যান করা কপি ছাপিয়েছে।

Degree

আলেফ দেখিয়েছে যে তথাকথিত অক্সফোর্ড সার্টিফিকেটে বেশ কিছু ব্যাকারণগত ভুল আছে যেমন: “এর বৈজ্ঞানিক সুবিধা থেকে উপকৃত হবে”, আর ‘এন্টাইটেল্ড’ এর বানান ‘ইন্টাইটেল্ড’ লেখা হয়েছে।

আলেফ বেশ কিছু ফ্যাক্সের মেসেজ তুলে ধরেছে যা এই সাইট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিষয়ে যোগাযোগের মাধ্যমে উদ্ভূত। এই ওয়েবসাইট এরপর ইরানে ফিল্টার করা হয়।

ইরানী কর্তৃপক্ষ যখন এই কেস তদন্ত করে দেখছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তাদের রেকর্ড নেই যে জনাব কোরদান তাদের ওখান থেকে পাশ করেছে।

ইরানী ব্লগার জনাব বেহি লিখেছেন:

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আর একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন: তিনি একজনকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযোগ দিয়েছেন যে দাবি করে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রী আছে! যখন ডিগ্রীর যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে মিডিয়াকে ভয় দেখিয়েছে আর এই সার্টিফিকেটটি তাদেরকে চুপ করানোর জন্য দেখিয়েছে। এই ডিগ্রীটা এত সন্দেহজনক যে ভয় হয় যে ওটা নকল করা হয়েছে, ব্যাকরণ ভুল আছে প্রচুর আর এমন সবাই এটা স্বাক্ষর করেছে যারা আইন ফ্যাকাল্টির সদস্য না! যদি আহমাদিনেজাদ পরের নির্বাচন নকল করতে চান, তাহলে তার উচিত এমন একজনকে নিয়োগ করা যে এটা কম প্রকাশ্যে করবে। কি লজ্জা!

ভুতপূর্ব সংস্কারপন্থী ভাইস প্রেসিডেন্ট আর ব্লগার মোহাম্মাদ আলি আবতাহি লিখেছেন যে তিনি যখন সংস্কৃতি আর ইসলামিক গাইডেন্স মন্ত্রনালয়ের ডেপুটি ছিলেন তিনি একজন ইরানী অফিসার দেখেছিলেন যিনি তার পিএইচডি ডিগ্রী কিনেছিলেন। আবতাহির ভাষ্য অনুযায়ী তার মূল্য ছিল ১০০০ আমেরিকান ডলারের কাছাকাছি।

আর একজন ব্লগার শিরজাদের কথা অনুযায়ী মনে হচ্ছে আলি কোরদানের হয়ত আন্ডার গ্রাজুয়েট ডিগ্রীও নেই। সে আরো বলেছে:

তার মানে এতো বছর সে ধোকা দিয়েছে আর একজন পিএইচডি ধারী হিসাবে ভাতা নিয়েছে… ইরানি সংসদের একজন ডেপুটি কোরদানকে জিজ্ঞাসা করেছে: ”কি করে আপনি আপনার পিএইচডি আইন ফ্যাকিল্টিতে পেলেন যখন আপনি বলেছেন যে আপনি আপনার থিসিসটি ইসলামিক শিক্ষা বিষয়ে লিখেছেন?” “আপনি যখন ইংরেজী বলতে পারেননা তখন তা ডিফেন্ড কি করে করলেন।” কোরদান জবাব দিয়েছেন, ”আমার একজন দোভাষী ছিল।”

ব্লগার জমহুর বলেছেন (ফার্সী ভাষায়) ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তার মন্ত্রীকে সমর্থন করেছেন আর জিজ্ঞাসা করেছেন, ”এইসব ছেঁড়া কাগজ কার দরকার!”

এই ব্লগার জিঞ্জাসা করেছেন:

যদি সার্টিফিকেট মূল্যহীন হয়, ছেঁড়া কাগজ, তাহলে আহমাদিনেজাদের মন্ত্রী কেন তা থাকার ভান করলো… এটা প্রথমবার না যে রাষ্ট্রপতি অফিসিয়াল কাগজকে ছেঁড়া কাগজ বলেছেন। আগে তিনি ইরানের আনবিক প্রোগ্রামের বিরুদ্ধে একটি জাতিসংঘের রেজল্যুশনকেও বেকার ছেঁড়া কাগজ বলেছিলেন।

আহমেদিনিজাদের মিডিয়া পরামর্শক আলি আকবার জাভানফেকর বলেছেন যে বিজ্ঞান বিষয়ক মন্ত্রীকে কোরদানের পিএইচডি ডিগ্রীর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে আর বলেছেন যে ভালো হবে যদি ব্যক্তিগত রাজনৈতিক মতামত যদি এই ব্যাপারটার সাথে জড়িত করা না হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .