- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফরমোজ উৎসব ২০০৮: বিদায় বলোনা

বিষয়বস্তু: জাপান, তাইওয়ান (ROC), মানবাধিকার, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত

উইকিপিডিয়া বার্ষিক ফরমোজ উৎসব [1] সম্পর্কে ব্যাখ্যা করছে:

বার্ষিক ফরমোজ উৎসব [2], স্প্রিং স্ক্রীম [3] এবং গাং-লিয়াও হো-হাই-ইয়ান রক ফেস্টিভ্যাল [4] হচ্ছে তাইওয়ানের ইন্ডি [5] (স্বাধীন) ঘরানার সমাবেশ। এদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ার কারনে ফরমোজ উৎসব বেশ উল্লেখযোগ্য।

এবছরের ফরমোজ উৎসবের সময় টাইফুন ফিনিক্স এর হুমকি থাকা সত্বেও অনেক লোক অংশ নিতে বদ্ধপরিকর ছিল। এদের মধ্যে একজন ছিল স্ট্যানলি [6]:

颱風來還是要去野台開唱啦!!這才叫熱血啊!!

টাইফুন আসছে, কিন্তু আমাদের ফরমোজ উৎসবে অবশ্যই যেতে হবে!! একে আমরা ‘আবেগ’ বলি!!

Formoz
ছবি: লেইসোর [7] সৌজন্যে

লোকেরা উৎসবে অংশগ্রহণের প্রতীক্ষা করে ছিল কারন আগামী বছরে ফরমোজ উৎসব অনুষ্ঠিত হবে না। শিশুদের চিত্তবিনোদনের যে সেন্টারে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় তা আগামী বছর পাওয়া যাবে না এবং এইরকম উপযোগী আরেকটি যায়গা পাওয়া দুস্কর।

ইসাদামোর [8] তার বন্ধুদের অনুরোধ করছে এই উৎসবে অংশ নেয়ার জন্যে:

野台開唱終於要來了!今年官方也發表明年將暫停舉辦野台開唱,所以今年的野台開唱勢必不能錯過啦!!

ফরমোজ উৎসব অবশেষে হচ্ছে! কর্তৃপক্ষ বলেছে আগামী বছরে ফরমোজ উৎসব অনুষ্ঠিত হবে না। তাই আমাদের এবছরেরটি উপেক্ষা করা উচিৎ হবে না!

আয়রন [9] মনে করিয়েছে যে এবছর একটি স্টেজ মানবাধিকারের জন্যে নিবেদিত থাকবে:

太陽狠毒,但ngo同伴們都認真而可愛地擺起攤位…最動人的一刻是八點鐘,我們為中國異議維權人士胡佳慶生,並且由歐噴愛伴奏生日歌。

সূর্যের নীচে, এই এনজিওরা উৎসবের জন্যে টেবিলগুলো পাততে খুব কষ্ট করছে.. সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল আটটার সময়ে, যখন আয়োজকরা একজন চৈনিক মানবাধিকার কর্মী হু-জিয়ার [10] জন্মদিন পালন করল। তখন ওপেন আইয়ের [11] গান বাঁজছিল।

Formoz
ছবি লেইসোর [7] সৌজন্যে

আগামী বছরে কোন ফরমোজ উৎসব না থাকলেও আমাদের অনেকেই অদুর ভবিষ্যতে এটি আবার চালু হবার প্রতীক্ষায় আছি। আয়োজনকারীদের একজন ক্যারোল [12] জানিয়েছে:

照顧好自己,也替我照顧好野台,好嗎?再見。

নিজের খেয়াল রাখবে, আর আমার হয়ে ফরমোজ উৎসবকে দেখে রাখবে, ঠিক আছে? ভবিষ্যৎে তোমাদের সাথে দেখা হবে আবার।