- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্জেন্টিনা: বুয়েনোস আয়ার্সে ওয়েবলগ দিবস ২০০৮

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, প্রযুক্তি, ব্লগার প্রোফাইল

Weblog day
ছবি: জর্জ গোবী

গত ২০শে আগস্ট বুয়েনোস আয়ার্সে তৃতীয় ডিয়া দো ওয়েবলগস [1] (ওয়েবলগ দিবস) এর আয়োজন করা হয়। এটি অন্যবারের মতই পালার্মো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল। শুধুমাত্র ব্লগের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার সেখানে বিতর্কের বেশ কটি বিষয় যোগ হয়েছিল। উদ্যোক্তা, প্রচার মাধ্যম এবং ইন্টারনেটের নতুন প্রকল্পগুলোও সেখানে আলোচিত হয়েছিল। এই প্রোগ্রামের শেষ ভাগে ওয়েবের অনেক প্রকল্প উপস্থাপিত হয়েছিল এবং আমার সুযোগ হয়েছিল গ্লোবাল ভয়েসেস অনলাইন [2] সম্পর্কে আলাপ করার এবং একে সবার কাছে পরিচিত করানোর।

ফেডেরিকো পিকোন অনুষ্ঠানগুলোর একটি সারসংক্ষেপ [3] প্রকাশ করেছে (স্প্যানিশ ভাষায়) এবং সে তার ব্লগে বলেছে: “আর্জেন্টিনার ব্লগোস্ফিয়ারের আরেকটি স্বর্ণমুহূর্ত ছিল এটি যেখানে যাদের আপনি ৩২ X ৩২ পিক্সেল অবতারের মাধ্যমে চিনেন তাদের সামনাসামনি পেয়েছেন। ‘সামাজিক ওয়েব’ এর সংজ্ঞাটির পুরো মানে যেন পাওয়া গেল সেখানে।” পুন্টোজিক ব্লগে [4] (স্প্যানিশ ভাষায়), গ্লোবাল ভয়েসেস এর বিষয়টি তোলা হয়েছিল এবং এই পর্বটি ভিডিওতেও ধারণ করা হয়েছিল।

এই সমাবেশের আরও বর্ণনা পাওয়া যাবে লা প্রপালাডোরা [5] এবং টুটিডে ব্লগে [6] (উভয়ই স্প্যানিশ ভাষায়)। ব্লকি ব্লগে তারা এই অনুষ্ঠানের সবচেয়ে “বাজে শব্দগুলোর [7]” তালিকা করেছে। আমি নিজে এই অনুষ্ঠানটি লাইভ ব্লগ করেছি, যা ইনফক্সিকাডোস [8] এ প্রকাশিত হয়েছে।

এ অনুষ্ঠানে এবছরের বাকী সময়ে ওয়েব ২.০ সংক্রান্ত আরও কর্মসূচীর ঘোষনা করা হয়েছে। যেমন বুয়েনোস আয়ার্সে উই মিডিয়া [9], বারক্যাম্প এবং স্টার্টমিআপ [10]। এছাড়াও ওয়েবলগ দিবস স্থানীয়ভাবেও পালন করা হবে মার ডেল প্লাটা [11] এবং রোজারিও [12] অঞ্চলে।

সবশেষে আমরা ধন্যবাদ জানাতে চাই ম্যাটিয়াস ডুট্টো [13] এবং ওয়েবলগ দিবসের অন্যান্য আয়োজকদেরও ধন্যবাদ জানাতে চাই গ্লোবাল ভয়েসেস অনলাইন সম্পর্কে জানানোর জন্যে আমাকে সুযোগ করে দেবার জন্যে।