তাজা খবর! চীনের সিটিজেন রিপোর্টার ঝু ‘জুওলা’ শুগুয়াং এই মাত্র (১৪ই আগস্ট ২০০৮, বুধবার চীনের সময় বিকেল) টুইটার মেসেজের মাধ্যমে জানিয়েছে যে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
(বিকেল ৫:১৫ এর খবর: জুওলা আবার তার কম্পিউটারের সামনে বসেছে। তাকে ‘গৃহবন্দী’ করে রাখা হয়েছে মনে হচ্ছে। আরও সাম্প্রতিক খবর নীচে বর্ণনা করা হয়েছে।)
জুওলা সম্প্রতি একটি ব্ল্যাকবেরী ৮৩২০ মডেলের মোবাইল কিনেছে তার নাগরিক সাংবাদিকতা কার্যক্রমের জন্যে। তাকে যখন একটি গাড়ীতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মুহূর্তে সে ফোনের ফিচার টুইটারবেরীর মাধ্যমে এই সংবাদ বিশ্বের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছিল।
১৫:৫২:
煤炭坝长沙矿业集团的保卫处刘处长带了三个人来接我回煤炭坝镇。吓坏我父母了。
@জুওলা: মেইতাম্বা মাইনিং গ্রুপের নিরাপত্তা প্রধান ডিরেক্টর লিউ অপর তিনজনের সাথে এখন আমাকে মেইতাম্বা গ্রামে নিয়ে যাচ্ছে। আমার বাব-মা ভয় পাচ্ছে।
১৬:০২:
我被要求上他们的车,我要父母确认今天的事实,记住何时何地跟睡接触,坐什么车牌走了。我很好,在他们车内,感觉象是被截访。
@জুওলা: আমাকে গাড়ীতে উঠতে বাধ্য করা হয়েছে। আমি চাচ্ছি আমার পিতামাতা যেন সবাইকে জানায় কি ঘটেছে এখানে, কতটার সময় ঘটেছে এবং যেই গাড়ীতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তার নাম্বার প্লেট কি। আমি ভাল আছি, তাদের গাড়ীতে, ওরা আমাকে (মেসেজ পাঠাতে) বাঁধা দিচ্ছে।
16:08
上午借口来找计划生育违归的俩人同保卫处长一起来的,果然是冲我来的。
@জুওলা: আজ সকালে যে দুজন এসেছিল এই অভিযোগ নিয়ে যে আমি এক সন্তান নীতির বরখেলাপ করেছি, তারাও এখন আছে নিরাপত্তা ডিরেক্টর লিউর সাথে। দেখা যাচ্ছে তারা আমাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাবে।
16:28
谢谢所有关心我的人,我还在车上。
@জুওলা: সবাইকে ধন্যবাদ আমার দিকে মনোযোগ দেয়ার জন্যে। আমি এখনও তাদের গাড়ীতে বসে।
আজ সকালেই জুওলা টুইটারের মাধ্যমে জানিয়েছিল যে সে অনলাইনে আসতে পারবে না কারন তার কাছে ‘সরকারী লোক’ এসেছে: জন্ম পরিকল্পনা অফিসের দুজন (উপরে বর্ণিত) যারা তদন্ত করতে এসেছে একটি (ভুয়া) খবর যে সে নাকি চীনের এক সন্তান নীতি ভঙ্গ করেছে (জুওলার কোন সন্তান নেই) এবং আরও দুজন ছিল তাদের সাথে যারা তার বাবা মাকে বাইরে নিয়ে বসে চা খেয়েছে।
গত মাসে জুওলা তার ব্লগে বলেছিল যে অলিম্পিকসের সময় সে বেইজিং এ থাকা নিরাপদ মনে করছে না এবং তাই সে হুনান প্রদেশে অবস্থিত তার গ্রাম মেইতোম্বাতে ফিরে গিয়েছিলেন। এর আগে ইলিশেন ঘটনার পরপরই সে শেনইয়াং এ গ্রেফতার হয়েছিল, যেখানে সে গিয়েছিল তার ব্লগের জন্যে কিছু নাগরিক সাংবাদিকতা রিপোর্টিং করতে।
আরও সংবাদ আসছে..
আপডেট:
১৭:১৬
我被长沙矿业集团保卫处刘处长把我从枫木桥接回煤炭坝了。他们要求我呆在煤炭坝就不管我,我一出去他们就要把我弄回来。我声明,我不是长沙矿业集团的员工,我爸在这个单位的前身退休13年了。
@জুওলা: চাংসা মাইনিং গ্রুপের নিরাপত্তা ডিরেক্টর লিউ আমাকে ফেংমুকিআও থেকে মেইতাম্বা ফেরত নিয়ে গেছে। তারা আমাকে বলেছে যে মেইতাম্বা থেকে বাইরে কোথাও না যেতে, তাহলে তারা আমাকে বিরক্ত করবে না। আমি যদি সেখান থেকে নড়ি তাহলে আমাকে আবার ধরে নিয়ে আসবে। আমি তাদের জানিয়েছি যে আমি তো চাংসা মাইনিং গ্রুপের কোন কর্মী না। আমার পিতা সেখানে কর্মরত ছিল, কিন্তু সে ১৩ বছর আগে অবসর নিয়েছে।
১৭:২০
我坐湘A94360回煤炭坝的,车上刚才四个人。
@জুওলা: আমি এ ৯৪৩৬৯ নম্বরপ্লেটের গাড়ীতে মেইতোম্বা ফেরার পথে, এখন গাড়ীতে চারজন লোক আমার সাথে আছে।
১৭:২৩
看来是宁乡县国保大队、长沙矿业集团、枫木桥乡政府联合行动,工作效率还蛮高。先侦知我的手机离开煤炭坝镇区域,然后让枫木桥乡政府打前哨,再通知长沙矿业集团保卫处开车来接人,把我送回煤炭坝就完事了。
@জুওলা: মনে হচ্ছে ফোংমুকিআও গ্রাম সরকারের নিয়ন্ত্রণাধীন চাংসা মাইনিং গ্রুপের নিংজিয়া
গুওবাও স্কোয়াডের একটি যৌথ টাস্ক ফোর্সের সদস্য, বেশ কার্যকরী মনে হচ্ছে। প্রথমে তারা ফলো করেছে যে আমার মোবাইল ফোন মেইতোম্বা অঞ্চল পার হয়েছে কি না। তারপর তারা ফেংমুকিয়াও সরকারী বাহিনীর লোকজন পাঠিয়ে আমাকে পাহারা দিয়েছে এবং চাংসা মাইনিং গ্রুপের নিরাপত্তা ডিভিসনকে খবর দিয়েছে সেখানে গিয়ে আমাকে তুলে নিয়ে এসে মেইতোম্বা ফেরত পাঠিয়ে দিয়েছে। এই হলো ব্যাপার।
১৭:২৫
声明一下,除了我被强行要求我坐他们的车回煤炭坝之外,我现在的人身是自由的。不过,我希望有记者来长沙陪我去北京,那样会让他们不知所措,估计会是一件很生动的故事。
@জুওলা: আমি এই স্বীকারোক্তি দিচ্ছি যে আমাকে জোর পূর্বক গাড়ীতে তুলে মেইতোম্বা ফোরত পাঠানো ছাড়া আমি এখন মুক্ত। তবে আমি আশা করব কোন এক সাংবাদিক এসে আমাকে বেইজিং নিয়ে যাবেন সাথে করে। তাহলে তারা হয়ত দ্বিধায় পরে যাবে যে এখন তাদের কি করা উচিৎ, এবং আমি মনে করি এটি একটি দৃশ্যনীয় ঘটনা হবে।
১৭:৩১
我被长沙矿业集团保卫处刘处长把我从枫木桥接回煤炭坝了。他们要求我呆在煤炭坝就不管我,我一出去他们就要把我弄回来。我不是长沙矿业集团的人。
@জুওলা: চাংসা মাইনিং গ্রুপের নিরাপত্তা ডিরেক্টর লিউ আমাকে ফেংমুকিআও থেকে মেইতাম্বা নিয়ে গেছে। তারা আমাকে বলেছে যে মেইতাম্বা থেকে বাইরে কোথাও না যেতে, তাহলে তারা আমাকে বিরক্ত করবে না। আমি যদি সেখান থেকে নড়ি তাহলে আমাকে আবার ধরে নিয়ে আসবে। আমি তো চাংসা মাইনিং গ্রুপে কাজ করি না।