- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: তিব্বতী বিক্ষোভকারীরা অলিম্পিক স্টেডিয়ামের বাইরে পতাকা উঠিয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, খেলাধুলা, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, অলিম্পিকস

এখনো আরও সাম্প্রতিক বিবরনের অপেক্ষায় আছি (নীচে আপডেট করছি), কিন্তু কুইক.কম ভ্লগার নোয়েল হিডাল্গো [1] ঘটনাস্থলে আছেন আর টুইটারের মাধ্যমে আপডেট দিচ্ছেন [2]। এখানে কিছুক্ষন আগে অলিম্পিকের পাখির বাসা [3] (চীনের জাতীয় স্টেডিয়াম) থেকে কাছেই তার ধারন করা একটা ভিডিও:

নোয়েল এই মাত্র দ্বিতীয় একটা ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে চীনা দমকল বাহিনী একজন বিক্ষোভকারীকে নামিয়েছেন আর আর একজন আর একটা পোল দিয়ে মনে হয় নেমে আসছেন; তৃতীয় বিক্ষোভকারীর কোন চিহ্ন নেই যাকে নীচে দেখা যাচ্ছিল উপরের চিত্রে:

টিউট সময়সীমা (বেইজিং সময়):

সকাল ৬.৩৮ @নোনেক [4]:

তিব্বতি বিক্ষোভকারীরা স্টেডিয়ামের বাইরের পোল বেয়ে উঠছে দেখে তাদের থেকে পশ্চিমে সরে এসেছি।

সকাল ৬.৪২ @নোনেক [2]:

এখন একজন তিব্বতি বিক্ষোভকারী পশ্চিমের একটা পোল বেয়ে উঠছে।

সকাল ৭.১৪ @নোনেক [5]:

বা! স্থানীয়রা রাগান্বিত আর বিরক্ত। হোটেলে ফিরে যাচ্ছি।

সকাল ৭.২৮ @নোনেক [6]:

এখন আমাকে একজন ছোট বৃদ্ধা অনুসরণ করছেন যিনি শেষের ট্যাক্সি চালককে বলেছিল আমাকে লাঠি মেরে ফেলে দিতে। পায়ে হেঁটে অন্যান্য অনুসারীদের খুঁজছি।

সকাল ৭.৩৩ @নোনেক [7]:

একটি ট্যাক্সি পেয়েছি আর কফি খেয়ে ঠান্ডা হওয়ার জন্য অন্য কোথাও যাচ্ছি।