এখনো আরও সাম্প্রতিক বিবরনের অপেক্ষায় আছি (নীচে আপডেট করছি), কিন্তু কুইক.কম ভ্লগার নোয়েল হিডাল্গো ঘটনাস্থলে আছেন আর টুইটারের মাধ্যমে আপডেট দিচ্ছেন। এখানে কিছুক্ষন আগে অলিম্পিকের পাখির বাসা (চীনের জাতীয় স্টেডিয়াম) থেকে কাছেই তার ধারন করা একটা ভিডিও:
নোয়েল এই মাত্র দ্বিতীয় একটা ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে চীনা দমকল বাহিনী একজন বিক্ষোভকারীকে নামিয়েছেন আর আর একজন আর একটা পোল দিয়ে মনে হয় নেমে আসছেন; তৃতীয় বিক্ষোভকারীর কোন চিহ্ন নেই যাকে নীচে দেখা যাচ্ছিল উপরের চিত্রে:
টিউট সময়সীমা (বেইজিং সময়):
সকাল ৬.৩৮ @নোনেক:
তিব্বতি বিক্ষোভকারীরা স্টেডিয়ামের বাইরের পোল বেয়ে উঠছে দেখে তাদের থেকে পশ্চিমে সরে এসেছি।
সকাল ৬.৪২ @নোনেক:
এখন একজন তিব্বতি বিক্ষোভকারী পশ্চিমের একটা পোল বেয়ে উঠছে।
সকাল ৭.১৪ @নোনেক:
বা! স্থানীয়রা রাগান্বিত আর বিরক্ত। হোটেলে ফিরে যাচ্ছি।
সকাল ৭.২৮ @নোনেক:
এখন আমাকে একজন ছোট বৃদ্ধা অনুসরণ করছেন যিনি শেষের ট্যাক্সি চালককে বলেছিল আমাকে লাঠি মেরে ফেলে দিতে। পায়ে হেঁটে অন্যান্য অনুসারীদের খুঁজছি।
সকাল ৭.৩৩ @নোনেক:
একটি ট্যাক্সি পেয়েছি আর কফি খেয়ে ঠান্ডা হওয়ার জন্য অন্য কোথাও যাচ্ছি।