বল্কান অঞ্চল, রাশিয়া: রাদোভান কারাদজিক

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভূতপুব বসনিয়ান সার্ব নেতা আর পৃথিবীর সব চাইতে কুখ্যাত যুদ্ধাপরাধী রাদোভান কারাজিক, সোমবার রাতে সার্বিয়াতে গ্রেপ্তার হয়েছে।

নীচে ব্লগারদের কিছু তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেয়া হলো।

ইস্ট এথনিয়ার এরিক গোর্ডি:

কারাজিকের গ্রেপ্তার অবশ্যই একটা বড় ঘটনা, যা আর মাত্র দুজন অভিযুক্তকে বাদ রাখে (এদের একজনকে ধরা আসলেই দরকার) যাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যায়।

ট্রাইবুনালের এ নিয়ে জগাখিচুড়ি পাকানো উচিত না কারন খুব বেশি সুযোগ পাওয়া যাবে না।

স্লিপিং উইথ পেঙ্গোভস্কি ব্লগের পেঙ্গোভস্কি:

সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিকের এর অফিস থেকে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে কোন বিবরন না দিয়ে। আমার মনে হয় সার্বিয়ার নেতৃত্বের জন্য এটা একটা বড় ঝুঁকি কারন কারাজিক আর জেনারেল রাতকো ম্লাদিকের (যিনি এখনো পলাতক) অনেক অনুসারী সার্বিয়া রা বসনিয়া হারজিগোভিনার রিপাবলিক অফ স্রেবস্কায় আছে। আশা করা যায় যে সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিক আগের জোরান জিঞ্জিকের থেকে ভালো করবেন।

হয়তো, হয়তো যুগোস্লাভিয়ার যুদ্ধ এইবার সত্যি শেষ হবে।

(মন্তব্যের অংশ থেকে পেঙ্গভস্কির আর একটা মন্তব্য)

প্রথম কয়েক ঘন্টা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেদেখা যাচ্ছে – মনে হচ্ছে সাবধানতাই জিতছে। কেউ তার আশা বাড়াতে চাচ্ছে না এতো তাড়াতাড়ি।

আ ফিস্টফুল অফ ইউরোস এর ডগলাস মুইর:

ব্যক্তিগত একটি তথ্য: অনেক বছর ধরে আমার স্ত্রী বলেছিল যে ২০০০ সালের দিকে কারাজিক আমাদের রাস্তাতেই থাকত। তখন আমরা গোলস্ফোরতিভা (সার্বিয়ান ভাষায় গালসওর্দি-ইংরেজ ঔপন্যাসিক) থাকতাম মধ্য বেলগ্রেডের ভ্রাকার এলাকায়। সে পড়শিদের সাথে কথা বলার সময় এটা জানতে পেরেছিল, আর পাঁচ বছর ধরে এটা আমাদের বাড়ীতে ঠাট্টার একটা বিষয়। “আমাদের রাস্তাতে!” ঠিক, অবশ্যই, হ্যা। যা হোক, ঠিক।”

যাক, অন্তত: একটা সূত্র বলছে যে গ্রেপ্তার করা হয়েছে মধ্য বেলগ্রেডের ভ্রাকার এলাকায়। শিরোনাম: ব্লগারের স্ত্রী “গ্রেপ্তারে খুবই সন্তুষ্ট”।

যাইহোক। দুই এক দিন কোন খবর ছাড়া কেটে যেতে পারে যেহেতু সার্বিয়ার আইন অনুযায়ী দোষী গ্রেপ্তারের বিভিন্ন দিক নিয়ে আপিল করতে পারে- বিশেষ করে, সে আসলেই সেই ব্যক্তি কি না যাকে গ্রেপ্তারের জন্য আসা হয়েছিল।

তারপরেও, সত্যি হলে এটা খুব ভালো খবর।

ফাইন্ডিং কারাজিক ব্লগের বল্কান ঘোস্ট:

গতকালের থেকে পৃথিবী আজকে একটা ভাল জায়গা। আমাদের মধ্যে যারা আন্তর্জাতিক আপরাধীদের বিচারের ব্যাপারে আগ্রহী তারা মাঝে মাঝে খুবই হতাশ হই দেখে যে পৃথিবীর জঘণ্য লোকেরা বিচারে অস্বচ্ছতার কারনে দন্ড হতে অব্যহতি পায় যা প্রায়ই এইসব জঘণ্য খারাপ কাজের শেষ ফল হিসাবে দেখা যায়।

কিন্তু আজকে না। রাদোভান কারাজিকের বিরুদ্ধে এখন বিচারের প্রক্রিয়া শুরু হবে যা তাকে তার বিরুদ্ধে করা অভিযোগ – গণহত্যা উস্কিয়ে দেয়া আর ইচ্ছাকৃতভাবে বসনিয়াতে ১৯৯২ থেকে ১৯৯৫ এর মধ্যে হাজার হাজার মুসলিম হত্যা করা – এগুলোর মুখোমুখি করবে।

কাফে তুরকো ব্লগের সারা ফ্র্যাঙ্কো:

আমি এখনি বেলগ্রেড থেকে ফিরলাম, আর সেখানে আসলেই আশা ছিল। কিছু একটা পরিবর্তন হচ্ছিল। এখন এটা বলা সম্ভব, অবশ্যই, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে যে এটা আমার মনের কথা। কিন্তু আমি যখন যাচ্ছিলাম, জেলেনা আর আমি সম্ভাবনার কথা বলছিলাম যে ম্লাদিক শীঘ্রি গ্রেপ্তার হবে, কিন্তু আমরা কেউ ভাবিনি যে কারাজিক কখনও গ্রেপ্তার হবে। এটা নিন্দার ব্যাপার যে এটা হতে এসপিএসকে ক্ষমতায় আসতে হলো, কিন্তু এটা বোঝা যায়। এরা সন্দেহকারী, আসল বিশ্বাসী না, আর তাদের লক্ষ্যের পথে যে কোন বাধা তারা কাটিয়ে উঠবে। এখন ম্লাদিক আরা কারাজিক বাধা ছিল… তাদের জন্য খারাপ খবর।

এখন বেলগ্রেডে আমার এক বন্ধুর সাথে আমি ফোনে কথা বলছি। সে টেলিভিশনে খবর দেখছে আর আমি সাম্প্রতিক ঘটনার অপেক্ষা করছি। আমার বন্ধুরা চার দিক থেকে এসএমএস পাচ্ছে, সবাই খুব খুশি, কিন্তু এতো উত্তেজনা নিয়ে কি করে কেউ ঘুমাবে?

বসনিয়া ভল্ট ব্লগের শায়না:

তর্কের জন্যে প্রশ্ন: আমি ভাবছি কতো দিনের মধ্যে অবশ্যম্ভাবী “রাদভানের মুক্তি চাই’ শীর্ষক ওয়েবসাইট বের হবে?

সন্দেহ নেই এতে ভালো ডাক্তারের কবিতাও থাকবে

কিছু রাশিয়ান ব্লগার ইতোমধ্যে এর উপরে কাজ শুরু করেছে।

মস্কোতে থাকা লাইফ জার্নাল (এলজে) ব্যবহারকারী গ্রেন্জলোজ (আর্থার মেদ্ভেদেভ) কারাজিকের লেখা দুটি কবিতা পোস্ট করেছেন, রুশ ভাষায় ভাষান্তর করে।

আর এলজে ব্যবহারকারী লগ২স্টাস এটা লিখেছেন (রুশ ভাষায়):

ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টিতে সে যত বড় যুদ্ধাপরাধী হোক না কেন, সে তার দেশের জন্য যুদ্ধ করছিল..সার্বিয়ার নেতৃত্ব [খুবই কঠোর]।

সাধারণভাবে এটা একটা মজার ঐতিহাসিক শিক্ষা। লেনিন, যে লক্ষ লক্ষ রাশিয়ানকে হত্যা করেছিল, ক্রেমলিনের দেয়ালের পাশে শায়িত আছে আর তার দেশ তার সমাধির পাশে মিলিটারি প্যারেড করছে।

মহান পিটার, যে কৃষকদের মদ্যপ করেছিল, দেশকে দেনার মধ্যে ডুবিয়েছিল, মানুষের কঙ্কালের উপর একটা বেকার বন্দর নগর তৈরি করেছিল – সে একটা বড় রাষ্ট্রীয় মুখ।

স্ট্যালিন যে কোটি কোটি রাশিয়ানদের কন্সেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল, সে ইন্টারনেট ব্যবহারকারীদের দেবতা।

প্রেসিডেন্ট বুশ, একজন যুদ্ধাপরাধী, টরচার সেল প্রস্তুতকারী, ফাল্লুজার আক্রমনের সময় নিষিদ্ধ কেমিকাল অস্ত্র ব্যবহার দোষী- অবসরের পর চুপ চাপ মাছ ধরবে।

তারা কেউ জেলে যায়নি, আর তাদের কাজের জন্য অন্য কোনভাবেও তাদেরকে শাস্তি দেয়া হয়নি।

আর রাদভান কারাজিক আদালতে আসবে আর তারা তার বিচার করবে… কারন সে তার দেশকে বাচাচ্ছিল।

অন্য দিকে , জিশুকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল।

ইন্টারপোল
ইন্টারপোল ওয়েবসাইটের স্ক্রীনশট। কারাজিকের ছবিটি এই ওয়েবসাইট থেকে নেয়া।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .