গ্লোবাল ভয়েসেস তাদের নতুন নির্বাহী পরিচালক আইভান সিগালকে পরিচয় করিয়ে দিচ্ছে

আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে আইভান সিগাল গ্লোবাল ভয়েসেসের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন। আইভান ইউএস ইনস্টিটিউট অফ পিস এ কার্যরত ছিলেন যেখানে বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোর নাগরিক সাংবাদিকতা সম্পর্কে গবেষণা করছিলেন। এই সংস্থার পূর্বে বেশ কয়েক বছর তিনি ইন্টারনিউজ এ কাজ করেছেন, যা একটি আন্তর্জাতিক মিডিয়া উন্নয়ন সংস্থা। সেখানে তিনি পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন, মধ্য এশিয়া এবং আফঘানিস্তান অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন, এশিয়া অঞ্চলের পরিচালক ছিলেন এবং পাশাপাশি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের (মিডিয়ার) উন্নয়নের উপর কাজ করেছেন।

আইভান সিগাল
জর্জিয়া পপলওয়েল
আইভান সিগাল ও জর্জিয়া পপলওয়েল – গত বুদাপেস্ট গ্লোবাল ভয়েসেস ২০০৮ সামিটে উভয়ের ছবি তুলেছেন বোর্ডের সদস্য জোই ইতো।

গ্লোবাল ভয়েসেস গত এক বছর ধরে একজন উপযুক্ত নির্বাহী পরিচালক খুঁজছিল যার হাতে এর ব্যবস্থাপনার দায়িত্ব উদ্যোক্তাদ্বয় রেবেকা ম্যাকিনন এবং ইথান জুকারম্যান স্থানান্তর করবেন। গত ফেব্রুয়ারীতে আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জর্জিয়া পপলওয়েলকে আমরা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছিলাম, যিনি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিদিনের কাজগুলো পরিচালনা করেন। আইভান জর্জিয়ার সাথে কাছে থেকে কাজ করবেন এবং এই প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো করবেন, পার্টনারশিপ, অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানটিকে আরও সংহত করবেন। আমরা আনন্দিত এমন একজনের সাথে কাজ করার জন্যে যে সিটিজেন মিডিয়ার সম্ভাবনা সম্পর্কে খুবই আবেগপ্রবণ এবং বিশ্বের মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান রাখে।

আইভান একজন পুরস্কার-প্রাপ্ত ফটোগ্রাফার এবং বর্তমানে মধ্য এশিয়া সম্পর্কে একটি বই লিখছেন। বুদাপেস্টে আমাদের সাম্প্রতিক সামিটে তার ফটোগ্রাফী ওয়ার্কশপটি ব্লগারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। ইভান ব্লগ করেন ইভোনোটসে এবং আমরা পড়ার প্রতীক্ষায় আছি আগামী আগষ্টের মাঝামাঝি সময় থেকে শুরু তার নতুন দায়িত্ব সম্পর্কে তার কি মন্তব্য রয়েছে।

গ্লোবাল ভয়েসেসে স্বাগতম, ইভান – আমরা আপনাকে পেয়ে আনন্দিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .