- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুয়েতে গ্রীষ্ম জলদিই এসেছে

বিষয়বস্তু: কুয়েত, আদিবাসী, পরিবেশ, ভ্রমণ


ছবি: জেডডিস্ট্রিক্ট [1] এর সৌজন্যে

গ্রীষ্মকাল মাত্র শুরু হলেও তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই কুয়েতের ব্লগাররা গ্রীষ্মকালীন ছুটিতে কোথায় বেড়াতে যাবে তা ঠিক করতে ব্যস্ত রয়েছে।

তার মধ্যে রয়েছে জেডডিস্ট্রিক্ট [2] যে কু্ব্বার দ্বীপে ভ্রমণে গিয়েছিল। সে লিখেছে:

এটি একটি উষ্ণ সাপ্তাহিক ছুটি ছিল এবং কুব্বার দ্বীপপুন্জে ভ্রমণ খারাপ সিদ্ধান্ত ছিল না। আমি শরীর ঠান্ডা করার জন্যে পানিতে নামতে চেয়েছিলাম। কুব্বার দ্বীপে রওনা হওয়ার পূর্বে প্রায় ২০ মিনিটের মত লাগল নৌকা ঠিক করা এবং কিছু লোকের জন্যে অপেক্ষা করার জন্যে। ডেকে খুবই গরম ছিল এবং আমার তখুনি পানিতে নেমে যেতে ইচ্ছে করছিল। কিন্তু উপকুলের পানি পরিস্কার ছিল না তাই আমি না নেমে আমার মাথায় বরফখন্ড ঘষতে লাগলাম যা তৎক্ষনাত গলে যেতে লাগল।

ইতোমধ্যে, ডেজার্টগার্লকুয়েত [3] কাব্দ এ বেড়াতে গিয়েছিল। সে তার ভ্রমণের বিবরন এভাবে দিয়েছিল:

কাব্দকে স্থানীয় পরিভাষায় চেব্দ বলা হয়। আরবী ভাষায় চেব্দ এর মানে হচ্ছে কলিজা। এই জায়গার সাথে তার সম্পর্ক কি তা আমাকে জিজ্ঞেস করো না। আমি জানি না।

ফালাফাল এক্সপ্রেসওয়ের পাশের সমস্ত ফুনাইতিস এলাকা সরকার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার পর সেখানকার সব খামার এবং স্থানীয় বাসিন্দারা কাব্দে চলে গিয়েছে। কেউ সেখানে থাকে না (আমার বন্ধু এম ছাড়া যার বউ তাকে বাড়ী থেকে বের করে দিয়েছে) কারন সেটি শুধূমাত্র কৃষিকাজে ব্যবহৃত হয় (কৃষিকাজ বলতে আমি পার্টি করা বুঝিয়েছি)।

চিলনাইট [4] কুয়েত একুয়ারিয়াম ঘুরে আসার পর লিখছে:

সপ্তাহান্তে আমরা কুয়েত সায়েন্টিফিক সেন্টারে অবস্থিত কুয়েত একুয়ারিয়ামে গিয়েছিলাম। এক শব্দেই বলব “চমৎকার-অসাধারণ”..

আপনারা যদি গরমে কাতর হন, অথবা কাজের ভারে জর্জরিত হন অথবা শুধু ঠান্ডা হতে চান.. একুয়ারিমে চলে যান।.