- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মায়ানমার: লবনের দাম

বিষয়বস্তু: মায়ানমার (বার্মা), খাদ্য, দুর্যোগ, পরিবেশ, ব্যবসা ও অর্থনীতি

বার্মার ব্লগ নিউ মানডালা জানাচ্ছে যে “সাইক্লোন নার্গিসের ধ্বংসযজ্ঞে ২৫,৪৩০ একর লবন চাষক্ষেত্র ডুবে গিয়েছিল এবং ২৯,৫৪৫ টন লবন নষ্ট হয়ে গিয়েছে। তাই (বার্মায়) গত দুইমাসে লবনের দাম তিন থেকে ছয়গুণ বেড়ে গেছে [1]