এডওয়ার্ড লুকাস “দ্যা বুক অন সোভিয়েত টাইম জোকস (সোভিয়েত কালের কৌতুকের বই)” এর রিভিউ করেছেন। এই বই থেকে একটি কৌতুক: “কারা হোয়াইট সি ক্যানাল (স্ট্যালিনের রক্ত মাখা কৃতদাস শ্রমিক প্রকল্প) বানিয়েছিল ? বাম দিকটা বানিয়েছিল যারা কৌতুক বলত তারা আর ডান দিকটা বানিয়েছিল যার কৌতুক শুনত তারা।”