- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: ব্লগারদের আলোচনায় খাদ্য সংকটের মহোৎসব, স্কাইপের মাধ্যমে জিএইট?

বিষয়বস্তু: জাপান, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন, খাদ্য, পরিবেশ, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, সরকার

তিনদিন ব্যাপী মিটিংয়ের পরে হোক্কাইডোর টোয়াকোতে অনুষ্ঠিত জি এইট সামিট [1] (লিন্ক জাপানী ভাষায়) শেষ হয়েছে জুনের ৯ তারিখে, কিছু জাপানী ব্লগারদের জন্যে তিক্ততা রেখে। এই অনুষ্ঠানটি  বিতর্কিত ছিল কারন এটি আয়েজন করতে ও এর জন্যে সতর্কতামূলক ব্যবস্থা করতে যা খরচ হয়েছে তা দিয়ে লক্ষ লক্ষ এইচআইভি রোগীদের [2] চিকিৎসা করা যায়। এ ছাড়াও এর বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে হাজারো কৃষক ও প্রতিবাদকারী আন্দোলন করেছে [3]


জি এইট সামিটের জন্যে তৈরি – নতুন চিতোসে এয়ারপোর্ট (ফ্লিকার ব্যবহারকারী মুজিত্রা [4]‘র সৌজন্যে)

অনেক ব্লগারএই অনুষ্ঠানের অত্যাধিক খরচের কথা বলেছেন এবং দেখিয়েছেন এটি কতটা পরিবেশ বিদ্বেষী। ব্লগার গুরজি, অন্য দিকে জি এইট সামিট এর কিছূ ফলাফল ধণাত্মক হয়েছে এটি দেখাচ্ছেন [5]:

何しろ討議する項目が山積しており、わずか3日間で各国のトップが話し合ってもなかなか纏まる話ではないと思うが、それでも「拉致問題」と言う文言が首脳宣言に載ったり、ジンバブエの不当な大統領選挙問題等にも共同声明のなかで、批判される事は国際的な見地から見た正しい意見として当事国にプレッシャーを与える事になり良いことだと思う。

আলোচ্য এতসব বিষয়ের মধ্যে রাষ্ট্রনেতারা আলোচনা করবেন কিছু হয়ত, কিন্তু আমার মনে হয় না তারা কোন ঐকমতে পৌঁছাতে পারবেন এত তাড়াতাড়ি। আন্তর্জাতিক দৃষ্টিকোন থেকে ন্যায্যভাবে দেখলে নেতাদের বিবৃতিতে “অপহরণ বিষয়”টি অন্তর্ভূক্ত করা এবং সমন্নিত বিবৃতিতে জিম্বাবুয়ের বেআইনি রাষ্ট্রপতি নির্বাচনের নিন্দা করা, সংস্লিষ্ট দেশগুলোর উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত, ইত্যাদি সবই আমার মনে হয় ভালো হয়েছে।

今回の重要なテーマである、室温効果ガス問題では2日目のG8の中で討議され、福田さんは長期目標を2050年までに50%削減を決めたい意向であったが、アメリカの提案では、「大量排出国(中国・インド・ブラジル等)抜きの討議は無意味だ」と言う意見で賛成が得られなかった様で、私も当然の事であると思う。

জি৮ এর দ্বিতীয় দিনে গ্রীন হাউস গ্যাসের ব্যাপারটি আলোচিত হয়েছে যা এবারে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ছিল। জনাব ফুকুদা আশা করছিলেন যে ২০৫০ সালের মধ্যে তা ৫০% কমিয়ে আনার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করবেন সবাই, কিন্তু আমেরিকা বলেছে “সবচেয়ে বেশী কার্বন-ডাই অক্সাইড নির্গমন করে যে দেশগুলো(চীন, ভারত, ব্রাজিল প্রভৃতি) তাদের সাথে কথা বলা ছাড়া এ নিয়ে আলোচনা বাহুল্য মাত্র”। এবং দৃশ্যত:ই তিনি আমেরিকা থেকে এ ব্যাপারে সম্মতি পান নি যা আমি মনে করি বেশ স্পষ্ট দৃশ্যমান।

[…]

しかし、兎も角、削減努力に対する必要性は各国とも同じであるから3日目の会合こそ大量排出の当事国が、同じテーブルに就いて、話し合いが出来るスタートラインに揃ったところであると私は思うのである。

কিন্তু যাই হোক কার্বন ডাই অক্সাইড গ্যাস কমানোর ব্যাপারটি প্রতিটি দেশের জন্যেই সমান ভাবে প্রয়োজন। তাই আমি মনে করি তৃতীয় দিনে সবচেয়ে বেশী কার্বনডাই অক্সাইড গ্যাস উৎপাদনকারী দেশগুলোর সাথে বৈঠকে আবার প্রথম থেকেই সব শুরু করতে হবে।


অক্সফাম জিএইট বড় নেতাদের বড় মাথা “বিগ লেটার্স পার্ফরমেন্সে” (অক্সফামের ফ্লিকার পাতা [6] হতে)।

ব্লগার জেজি৯৬একিউকেজি এর মধ্যে জিএইট ডিনারের গোমর ফাঁস করেছেন [7]:

環境問題、地球温暖化対策、原油高騰、食料危機、北朝鮮の核問題などなど話し合われたようですが凡人の私にはどのような実効性が有るのか全く分かりません。

দৃশ্যত: পরিবেশ সংক্রান্ত সংকট, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে ব্যবস্থা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি , খাদ্য সংকট এবং নর্থ কোরিয়া পারমানবিক সমস্যা এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কোনই ধারণা নেই এটি আদতে কি পরিমান কার্যকরী হবে।

環境問題、地球温暖化対策、原油高騰、食料危機、北朝鮮の核問題などなど話し合われたようですが凡人の私にはどのような実効性が有るのか全く分かりません。

কতিপয় প্রচার মাধ্যম সমালোচনা করেছে [সামিট মিটিং] এবং প্রশ্ন তুলেছে তারা [জিএইট দেশগুলো] কি যে সব লোক না খেয়ে আছে তাদের কষ্ট কখনো বুঝতে পারে কি না কারন খাদ্য সন্কট নিয়ে আলোচনা করার সময় কন্ফারেন্সের টেবিলে খাদ্যের ছড়াছড়ি ছিল। 

各国を代表して出席しているのだからどんな贅沢な食事をしょうがどうでも良いことだが世界各国一人一人の命の尊厳が図られる形になって欲しいものです。

তারা তাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছে তাই আমার বিবেচ্য বিষয় না কি ধরনের দামী খাবার তারা খাচ্ছেন, কিন্তু আমি আশা করি তারা পৃথিবীর প্রতিটি মানুষের দু:খ কষ্টের দিকেও খেয়াল রাখবেন।


জিওইট শান্তি মিছিলের মুখোমুখি (ফ্লিকার ব্যবহারকারী এসকেওসুগার [8] সৌজন্যে)

ব্লগার এমকেজেটু ও জিএইট এর রাজকীয় খাবারদাবার বিষয়ে লিখেছেন [7]:

各国の首脳が食べるディナーの話題。
地元の食材をふんだんに使ったメニューでカニだのアスパラだのいいもの使ってまっせっつー。

নেতাদের রাতের খাবার কি দেয়া হবে এই সংবাদটি। খাবার টেবিলে থাকবে প্রচুর পরিমানে স্থানীয়ভাবে প্রস্তুত খাবার যেমন কাঁকড়ার মাংস ও এসপারাগাস।

別に食い物にいちゃもんつけてるわけじゃない。
食い物に始まり、警備だのなんだのに多額の血税が使われる。
それはいい。
世界のTOPが雁首そろえて諸問題を話し合うっていうんだから。

আমি কিন্তু খাবার নিয়ে সমালোচনা করছি না। খাবারের জন্যে নিরাপত্তা থেকে শুরু করে আরও বহুভাবে করদাতাদের বিপূল পরিমানে অর্থ ব্যয় হয়েছে।এটুকু মেনে নেয়া যায়।
কারন সারা বিশ্ব থেকে নেতারা একসাথে হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন।

ただ。
頼むよほんと。
これだけの金かけて、手間かけて、ガソリンが安くならない、食品の値段が下がらない、なんてことになったらどう責任取るんだ。

কিন্তু, খোদার ওয়াস্তে দয়া করে,
এত টাকা পয়সা আর শ্রম এর পেছনে ব্যয় করে যদি তেলের মূল্য এবং খাবারের মূল্য না কমে তাহলে তারা কি করে দায়িত্ব নেবে [এ সকলের]?


উইন্ডসর হোটেল থেকে টোয়াকোর (যেখানে জিএইট সামিট অনুষ্ঠিত হয়েছে) দৃশ্য – ফ্লিকার ব্যাবহারকারী ভেরোইয়ামার [9] সৌজন্যে।

সবশেষে, ব্লগার ফুকপাকসুয়েন একটি ভাল প্রস্তাব দিয়েছেন [10]:

四国や九州からの警察の動員2万人余。……で地球温暖化が主要議題、ならこのサミット開催こそ「地球に優しくない」のが事実。もう国連活動に収斂されていいのでは? テロ襲撃が危険視されるなら各国首脳が一同に介せずSkypeで会議すれば良し。会場からほど遠き農牧地帯で120名のサミット反対デモにデモ参加者上回る数の警官が防備。異常。

বিশ হাজার পুলিশ অফিসারকে শিকোকু এবং কিউশু থেকে আনা হয়েছিল.. যেখানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মূল আলোচ্য বিষয়. এবং সত্যটি হচ্ছে যে এই সামিট অনুষ্ঠানপর্ব পরিবেশ বান্ধব নয়।  তারা কি জাতিসঙ্ঘের কার্যাবলীর সাথে এটিকে একীভূত করতে পারে না? যদি সন্ত্রাসবাদীদের আক্রমণ একটি হুমকিস্বরুপ থেকে থাকে তাহলে সব নেতাদের একসাথে হওয়ার চেয়ে স্কাইপের মাধ্যমে মিটিং সেরে নিলেই বরঞ্চ ভালো। সামিটের স্থান থেকে বহু দুরে গ্রমা এলাকায় ১২০ জন প্রতিবাদ কারীদের ঠেকাতে কয়েকগুণ পুলিশ সেখানে ছিল। এটি বোকামী।

জিএইট সামিটের আরও ছবির জন্যে ফ্লিকার ব্যবহারকারী প'লেসের [11] একাউন্ট দেখূন।