- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কো: আল জাজিরা বন্ধ হচ্ছে?

বিষয়বস্তু: মরোক্কো, আইন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, সরকার

সিদি ইফনি [1] শহরে বিক্ষোভকারী আর পুলিশের মধ্যে সংঘর্ষের পর অনেক লোক আহত হয়েছে আর সম্ভবত কেউ মারাও গেছে। তারপরে আল জাজিরা [2] মরোক্কান মানবাধিকার সেন্টারের সংবাদ সম্মেলন উদ্ধৃত করে একটি রিপোর্ট দিয়েছে যে বেশ কিছু বিক্ষোভকারী মারা গেছে। গত ১৩ জুন মরোক্কান কতৃপক্ষ এতে ক্ষুব্ধ হয়ে আল জাজিরার রাবাত ব্যুরো প্রধানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ করেছে।

দু:খজনক ভাবে খুব কম সংবাদ মাধ্যম আর কম ব্লগার এটা নিয়ে আলোচনা করেছেন। লক্ষণীয় যে মরোক্কোয় থাকা বিদেশী ব্লগার নর্থ আফ্রিকা নোটস এ ব্যাপারে এই বক্তব্য দিয়েছে [3]:

আমার মনে হয় ‘যা বলতে চান তা বলেন’ এর বাইরে এই রিপোর্ট বড় কোন ব্যাপার তুলে ধরেছে, আর ওই দিকে গিয়েছে যেখানে একজন সাধারন মরোক্কান তাদের জীবন আর তাদের সরকারকে সত্যিভাবে মুল্যায়ন করতে পারে আর তাদের জবাবদিহীতা নিয়ে প্রশ্ন করতে পারে।

অবশ্যই আল জাজিরা একটা সহজ শিকার। তারা সেই সংবাদ সংস্থা যেটা যে সকল দেশ নিজেরা কি করছে তা অন্যকে জানতে দিতে চায় না খারাপ বলে, সেগুলো জানায়।

আশা জাগিয়ে রাখেন।

আরাবিস্তো.কম এর খ্রিস্টিন বেনলাফকি

অসন্তুষ্ট ছিলেন

:

এইসব কিছু মনে হয় এত চোখে পড়ার মতো হতো না গত মাসের ওই ব্যাপার ছাড়া, মরোক্কোন সরকার আল জাজিরার দ্নৈন্দিন সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছে মাঘরেব দেশগুলোতে। এক বছরের বেশী সময় ধরে এই অনুষ্ঠান চলছে তাই হঠাৎ আর পরিষ্কার ব্যাখ্যা ছাড়া ‘যান্ত্রিক আর আইঙ্গত সমস্যার’ কারনে এর ব্রডকাস্ট ফ্রিকোয়েন্সি আটকিয়ে দেয়া প্রশ্নের সৃষ্টি করেছে।

যার জন্য রিপোটার উইথাউট বর্ডার গত মাসে এই ব্যাপারে কিছু বলার জন্য সোচ্চার হয়েছে। হয়তো তারা আবার কথা বলবে।