আপনারা কি আপনাদের জাতীয় পাখী নিয়ে বিব্রত? হবেন না। ইজরায়েলের আরও হাস্যকর একটি প্রতীক রয়েছে। লঙ বিলড হুপো পাখিকে ইজরায়েলের জাতীয় পাখী হিসেবে নির্বাচিত করায় কমেডী সেন্ট্রালের জনপ্রিয় টিভি শো ‘দ্যা কোলবার্ট রিপোর্ট’ তা নিয়ে ব্যাঙ্গ করেছে “যেসব পাখীদের চশমা রয়েছে তাদের পছন্দ করা হয় না”।
ইজরিয়ালী ব্লগ, যা ঐ অনুষ্ঠানটির ভিডিও পোস্ট করেছে, বলছে:
গত রাতে স্টিফেন কোলবার্ট ইজরায়েলে আরও কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছে। সবার প্রথমেই রয়েছে যে ইজরায়েলের একটি নতুন জাতীয় পাখী নির্বাচিত হয়েছে।