ইকুয়েডোর: আমাজন উপজাতি বনাম বড় তেল কোম্পানী

আমাজন
আমাজনে সকাল… ..ছবি তুলেছেন মার্কজি৬ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত

আমাজনের আকর্ষনীয় প্রাকৃতিক সম্পদের প্রতি নতুন করে আকর্ষণের কারনে সাম্প্রতিককালে জনপ্রিয় হয়েছে একটি ভিডিও যাতে ব্রাজিলিয়ান আমাজনের কিছূ মনূষ্য সংস্পর্শবিহীন উপজাতি একটি ফটোগ্রাফারের প্লেনের দিকে তীর ছুঁড়ছে। এটি গত ২৩ মে তে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তবে কিছু সংস্থার কাছে অবশ্য আমাজন কখনো দূরের কিছু ছিল না, আর আজকে আমরা আমাজান ওয়াচ এর কিছু ভিডিও দেখবো, যার মধ্যে কয়েকটি ‘উইটনেস দ্যা হাব এর সম্পাদিত সেকশনে’ প্রকাশিত হয়েছিল।

প্রথমে দেখব একটা ভিডিও যা বর্ণনা করেছে শেভ্রন-টেক্সাকোর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিগত বছরগুলোতে ইকুয়েডোরের আমাজনিয়ান বেসিনে কি ক্ষতি হয়েছে। পরের ভিডিওতে আদিবাসীরা তাদের স্বাস্থ্য সমস্যা আর ক্যান্সারের কথা বলেছে, আর শেভ্রোন-টেক্সাকোর বিরুদ্ধে তাদের মামলা তুলে ধরেছে যেখানে তারা দাবি করেছে তারা যেন তাদের কাজ হয়ে যাবার পরে সব কিছু পরিষ্কার করে।

এর পর হাব এর কিউরেটর ক্রিস মাইকেল পরের দুটো ভিডিও বেছে নিয়েছেন। প্রথমটি একটা এনিমেশন যা কর্পোরেটের প্রোপাগান্ডা ভিডিওর প্রতিবাদ করেছে আর বিষাক্ত তৈলবীজ ইকুয়েডরে যে ক্ষতি করছে তার আর এক দিক দেখিয়েছে। এটি দর্শকদের আহ্বান করেছে বিচারটি দেখার জন্য, ইকুয়েডোরে শেভ্রোন-টেক্সাকো সম্পর্কে বলছে আর উত্তর দিচ্ছে তাদের মন্তব্যের যে তারা আইনের মধ্যে আছে আর ক্ষতির কারন তারা না। শেভনটক্সিকো.কমে আরও দেখা যাবে সাধারণভাবে আমাজন বেসিনে তেল উত্তোলনের ফলে কি ক্ষতি হচ্ছে।

পরের ভিডিওতে দেখা যাবে যে উপজাতি নেতারা কি করে চেষ্টা করছে এই ক্ষতি যাতে আবার না হয় তা প্রতিরোধ করতে। আর ইকুয়েডর সরকারের জেদের কারনে যেখানে আদিবাসী গোত্ররা ছিল সেসব এলাকা তেল উত্তলনের জন্য লিজ দেয়া হচ্ছে, এই সব গোত্রে সম্মতি না নিয়েই শুধু না, তাদের খোলাখুলি প্রতিরোধ সত্তেও।

পরিশেষে একটা স্বাধীন প্রামান্য চিত্র সুবিচার চাই: বড় তেল ক্ষেত্রের বিপক্ষে একজনের লড়াই যা বিনা মূল্যে ডাউনলোড করা যায় এখান থেকে। নীচে এই ভিডিওর একটা ছোট অংশ, যেখানে বলা হয়েছে যে সব থেকে বড় তেলের ডিপো র‌য়েছে আমাজনের সব থেকে বড় বৈচিত্রপূর্ণ এলাকায়, ইকুয়েডোরের ইয়াসুনি রিজার্ভ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .