- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কোরিয়া: একজনের জীবন বাঁচানো

বিষয়বস্তু: দক্ষিণ কোরিয়া, মানবতামূলক কার্যক্রম

একজন নেট বাসিন্দা [1] তার সাধারণ একটি দিনের এক সুন্দর ঘটনা সবাইকে জানাচ্ছেন। অন্যকে সাহায্য করা খুব একটা কঠিন নয় ।

…안녕하세요.. 저는 20대 직장인 남자입니다^^! 다른게 아니라 어제 밤 11시 30분쯤에 있었던일을 이야기할려합니다… 뚜뚜~~뚜뚜~~뚜우우~ 7시다 퇴근하자 칼퇴근.. ㅁㅅㅁ 퇴근을 마치고.. 요즘 똥배가 조금나와서 8시부터 항상 운동을합니다.. 이 한강근처라.. 한강에서 조깅을하는데요~ 평소와같이.. mp3를 들으며 신나게 운동을하고.. 땀을 쫘악빼고~ 집으로 가는길이였습니다.. 제 조깅코스가 사람이별로없고 풀이 많이있는곳이 있는데.. 그곳에서 멈춰서 잠깐 한강 야경이나 보고 가야지하는 생각에 잠깐 걸음을 멈추었습니다..

그런데 한 남자분이 앉아있더라고요 그자리에는 소주2병이 있더라고요.. 안주는없고.. 깡소주;; 그런데 갑자기 그분이~ 나같은넘은 죽어야돼~ 죽어버릴꺼야~~ 큰소리로 소리를 치더라고요.. 그곳에는 그분과 저밖에없었는데.. 순간 저는 움찔 놀랬지만.. 그분있는곳을 바라보았조.. 그분 갑자기 옷을 벗더라고요.. 윗옷을벗고 바지를벗더라고요… 그리고 신발을 벗을려고하는 순간.. 저는 이건아니다 싶어서 막 달려갔습니다.. 그분에 팔을잡고.. 저기 무슨일있으신가요.. 저랑 잠깐만 이야기하자고했조.. 그분 처음보는 저에게 눈물을보이면서 펑펑 울더라고요.. 음~ 가만희 듣고있었답니다 저는.. 이야기를 들어보니 5년간 사귄 여자친구가있었는데.. 자기가 아는 선배한테 여자친구를 빼앗겼다고합니다… 그래서 세상살기가 싫다고하더라고요.. 나이도 어려보이고.. 동생같기도해서 실례지만 나이가 어찌되시조.. 여쭤봤더니~ 25살이라고 하더라고요.. 이야기를 쭈욱듣고 제가 그분에게.. 제가 그쪽보다 2살이 많은데 동생같기도하고 해서 제 경험담을 이야기해도 되겠냐고.. 요즘 운동중이라 술은 안먹지만 그분에게 소주한잔 달라고했습니다.. 그리고 저도 한잔드리고 둘이 깡소주로 한잔하고.. 저도 예전에 가슴아픈 경험담을 이야기해주면서.. 그걸 극복해낸 사연을 이야기했답니다.. 그 동생분에게 술한잔 사주고싶어서.. 주머니를 뒤져봤는데 만원이있더라고요.. 평소에 운동나갈때는 제가 딱 천원 생수하나 사먹을돈만 가지고가는데.. 오늘은 제가 천원이라고 생각하고 가지고 나온돈이.. 만원이더라고요^..^
브라보~! 그분에게 저기 형이 운동 나와서 지금 만원밖에없는데.. 우리 깡소주말고 쥐포라도 사가지고 쥐포에다가 소주어때^^? 물었더니.. 그리고 같이 마시던 2병중에 한병은 남아서 뚜껑닫고 키핑 콜 ㅎㅎ 그리고 편의점가서 쥐포와 소주2병을 사고.. 파라솔에 앉아서 그분과 2시간정도 많은 이야기를 나누었습니다.. 그분께서 눈물을 흘리면서 사실 오늘 자살할생각까지했는데.. 형하고 이야기를 나누어보니.. 자기가 바보스럽다고.. 더욱더 힘내야겠다고하더라고요..그리고 그 동생에게 연락처를 주고받고.. 다음에는 또 힘들면 형하고 술한잔 또하자했답니다..휴~ 그리고 집에 가는길에 안부 전화햇더니 무사히 집에 가는중이라고하더라고요..오늘 정신이 하나도없던 하루였지만.. 그래도 미약한 제가 누군가에게 힘이되었다는것이 뿌듯하고 기분이좋네요.. 읔 운동땜시 술은 절대 안먹을려고 제 자신에게 다짐했지만.. 오늘은 제 자신에게 외쳐봅니다..이런 상황에서는 괜찮아 임마 ㅋㅋ 다들 항상 행복하시기바랍니다^^

হ্যালো। আমার বয়স এখন বিশের ঘরে চলছে এবং আমি একটি কোম্পানিতে কাজ করি। গতকাল রাত ১১টায় কি ঘটেছিল আজ আমি সেই সম্বন্ধেই বলব। সন্ধ্যা ৭টায় অফিস বন্ধ হবার পর, অফিসের থেকে বেরিয়ে এলাম। প্রতিদিন রাত ৮ টায় আমি ব্যায়াম করতে যাই কেননা আমি অনুভব করছি আমার মেদ জমছে। আমার বাড়ি হ্যান নদীর তীরে এবং আমার ব্যায়াম করার জায়গাটাও যথারীতি হ্যান নদীর ধারের কাছেই। আমি যথারীতি আমার এমপিথ্রি প্লেয়ারে গান শুনতে শুনতে আমি আনন্দ নিয়ে দৌড়াচ্ছিলাম। ব্যায়াম শেষে, আমি বাড়ি ফিরছিলাম। আমার ব্যায়ামের ক্লাসে খুব বেশী লোকজন নেই তবে জায়গাটি ঘাসে পরিপূর্ণ। আমি হ্যান নদীতীরে রাতের দৃশ্য দেখতে থামলাম।

তখন নদীর ধারে আমি একজনকে দুই বোতল সুজু (কোরিয়ান মদ) নিয়ে বসে থাকতে দেখলাম। অন্য কোন খাবার ছাড়াই, সে শুধু সুজু পান করছিল। সে হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করল, “আমার মরা উচিত। আমার মত মানুষের বেঁচে থাকার কোন অধিকার নেই। আমি মরে যাবো..মরে যাবো” সেখানে আমি আর সে ছাড়া আর কেউ নেই। আমাকে খুব চমকে উঠলাম এবং তাকে দেখতে লাগলাম। সে তার জামা কাপড় খুলতে শুরু করল। প্রথম শার্ট এবং তারপর প্যান্ট। যখন সে জুতা খুলতে শুরু করল, আমি তার দিকে দৌড়ে গেলাম। আমি তার হাত ধরলাম এবং জিজ্ঞেস করলাম, “কি করছেন? আপনি কি আমার সাথে কথা বলবেন?” যখন সে আমাকে দেখল আমি একজন অপরিচিত, সে ফুঁপিয়ে উঠল। তার কথা শুনে জানলাম, তার একজন প্রেমিকা ছিল এবং তাদের পাঁচ বছরের সম্পর্ক ছিল। কিন্তু সে তাকে প্রতারিত করেছে। সে বলল যে সে আর বেঁচে থাকতে চায় না। সে দেথতে তরুন এবং দেখতে আমার চেয়েও ছোট মনে হয়। আমি জোড়াল ভাবে তাকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? সে বলল যে ২৫ বছর। তার গল্প শোনার পর, আমি তাকে বললাম, আমি আমার অভিজ্ঞতার কথা তোমাকে বলছি কেননা তুমি দেখতে আমার ছোট ভাইয়ের মতন”। আমি ব্যায়াম করি বলে ইদানীং কোন কিছু পান করি না, কিন্তু আমি তাকে এক কাপ সুজু দিতে বললাম। আমরা এর কাপ করে সুজু খেলাম এবং তারপর আমার হৃদয়বিদারক গল্পটি বললাম। আমি তার জন্য সুজু কিনতে চাইলাম এবং আমার পকেটে টাকার জন্য হাতড়াচ্ছিলাম। আমি সাধারণত ১০০০ ওয়ান রাখি পানি কেনার জন্য, কিন্তু ওইদিন আমার কাছে ছিল ১০,০০০ ওয়ান যা আমি ভুল করে পকেটে ভরেছিলাম। কি সৌভাগ্য… আমি তাকে বললাম, “এই ভাই ব্যায়াম করতে এখানে এসেছে সুতরাং কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। কিন্তু কেন আমরা সুজুর সাথে শুকনো ফাইল মাছ খাবো না?” আমরা হাটতে হাটতে একটা গ্রোসারি দোকানে গেলাম এবং সেখান থেকে আরো দুই বোতল সুজু এবং শুকনো মাছ কিনলাম। একটি ছাতার নীচে আমরা বসলাম, আমি আরও ২ঘন্টারও বেশি তার সঙ্গে কথা বললাম। ফোঁপাতে ফোঁপাতে সে বলল সে আজ রাতে সত্যি ভাবছিল যে সে আত্মহত্যা করবে কিন্তু সে এখন বুঝতে পারছে সে বোকামি করছিল। আমরা আমাদের ঠিকানা আদান প্রদান করলাম এবং আমি তাকে বললাম যে আমরা অন্য সময় পান করতে পারি। আমি বাড়ি ফেরার পথে তাকে ফোন করলাম নিশ্চিত হতে। সে ফোন ধরল এবং বলল যে সেও তার বাড়ি ফেরার পখে। এই ছিল আজকের দিনটি, কিন্তু আমি খুশি ছিলাম যে আমার মতন একটা সাধারণ মানুষ অন্য একজন মানুষকে সান্ত্বনা দিতে পারে । যদিও আমার আর পান না করার প্রতিজ্ঞা ভাঙল কিন্তু আমি নিজেকে বললাম, ‘এরকম পরিস্থিতিতে এটা ঠিক আছে’। সবাই সুখী থাকবেন আশা করি ।

আরেক নেট বাসিন্দা একই রকম মন্তব্য করেছেন:

잘하셧네요^^저도 25살인데 저도 일주일전에 친구한명을 떠나보냈어요~~~세상사는게 힘들다고 전화한통이 걸려와서 집에가보니 이미~~~하늘나라로 가고 말았네여~~저는 친구도 못살리는데~~대단하십니다…

আপনি ভাল কাজ করেছেন। আমি ও ২৫। আমিও এক সপ্তাহ আগে এক বান্ধবীকে বাড়ি পাঠিয়ে ছিলাম~~~ সে আমাকে ডেকে পাঠাল এবং বলল যে এই পৃথিবীতে বাস করা সহজ নয়….আমি তার বাড়িতে গিয়েলাম এবং সে তারমধ্যে পৃথিবী ছেড়ে চলে স্বর্গে চলে গেছে ~~ আমি আমার বান্ধবীকে বাচাতে পারলাম না~~

자살하는 사람의 대부분이 힘든 이야기를 나눌 상대가 없기 때문이라고 합니다. 거기서 정신적으로 내몰리신 거죠. 좋은일 하신 겁니다!! 다른 분들도 힘들때는 주위 아무나 붙잡고라도 이야기를 나누세요. 힘든 일은 나눌수록 작아진답니다!!

বেশীরভাগ মানুষই যারা আত্মহত্যা করে তাদের ভালো কোন সংগী নেই যার সাথে তারা আলোচনা করতে পারে। তারা তাদের আধ্যাত্মিক সমস্যার শেষ ভাগে। আপনি একটি ভাল কাজ করছেন! যখন অন্যান্য মানুষের দু:সময় চলবে, তখন আপনার ধারের কাছে যে কারো সঙ্গে কথা বলুন। আপনি যত বেশী আপনার প্রতিকূলতা অর্থাৎ দু:সময় ভাগাভাগি করবেন, আপনার সমস্যা ততো কমে যাবে !!