- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাজিকিস্তান: গালগল্পের শক্তি

বিষয়বস্তু: তাজিকিস্তান, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, ব্লগার প্রোফাইল

সাম্প্রতিক কালে উজবেক ওয়েবসাইট উজমেট্রোনম তাজিক প্রেসিডেন্ট রাহমোন এর শ্যালক হাসান সাদুল্লোয়েভ এর খুনের সম্ভাব্য তথ্য প্রচার করে। হাসানকে বর্তমান তাজিকিস্তানের ধনবান এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গের একজন হিসেবে বিবেচনা করা হত। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হাসান দোসরা মে তার ভাগ্নের হাতে গুলিবিদ্ধ হয় এবং ৮ই মে একটি জার্মান হাসপাতালে মারা যায়। এই তথ্যগুলো অনেক নির্ভরযোগ্য তথ্য সংস্থা এবং সাথে সাথে ব্লগারদের কাছ থেকে সংগৃহীত। গত দুই সপ্তাহ এই ঘটনাটি তাজিক সমাজে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। যাই হোক, এইটি এখনও গালগল্পের স্তরে আছে এবং কেউই এই গালগপ্পের বিশ্বাস যোগ্য তথ্য প্রমাণ দিতে পারে নি কিংবা মিথ্যা প্রমাণিত করতে পারে নি।

সকলে এই গল্পটির সম্বন্ধে তথ্য পেতে কৌতূহলী। তোজভার বলেন যে [1] হাসান তাজিকিস্তানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি [তাজিক ভাষায়]:

হাজার হাজার মানুষ প্রতিদিন তার সম্বন্ধে খবর জানার চেষ্টা করছে এবং তার সম্ভাব্য খুন নিয়ে আলোচনা করছে। অনেক প্রচার মাধ্যম নানারকম মতামত নিয়ে নিবন্ধ লিখছে এবং বিভিন্ন আরও দৃশ্যপটের অবতারণা করছে, সবাই দিন গুনছে কখন এইসব গুজবের সত্যি-মিথ্যা জানা যাবে।

আয়ান বিওন্ড দ্য রিভার এ হাসানের গল্পটি সংযুক্ত [2] করেন তার ব্যবসাতে , এইটির সর্বাপেক্ষা আকর্ষণীয় অংশের টেলকো [3], অ্যালুমিনিয়াম গলানোর কারখানা সঙ্গে:

আরএফই/আরএল উদ্ধৃতি দিয়ে জানায় কিছু অনুগত কর্মচারী দাবী করেছে যে তারা তাকে “স্রেফ আধ ঘণ্টা আগে” দেখছে এবং “আল্লাহ্ ধন্যবাদ যে, তিনি ভাল স্বাস্থ্যের অধিকারী.” যাই হোক, তার মধ্যে কোনও জনগণের চিহ্ন নেই এবং সে কাজাখস্তানে রাহমনকে সঙ্গ দেন নি কিংবা রাহমোন প্রথম বারের মতো এই বছরে বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হন নি।

অন্য একটি পোষ্টে আয়ান [তাজিক ভাষায়] আনদেশা থেকে একটি পোষ্টের উদ্ধতি অনুবাদ করার মধ্যে এই গল্পটি চালিয়ে যায় [4] এবং তাজিকিস্তানের সমস্ত রান্নাঘরের টেবিল এই আলোচন চলছে এটি দেখানোর চেষ্টা করেন:

আমি এই গল্পগুলি বিশ্বাস করি না কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আমাদের স্বাধীন দেশের ইতিহাসে ৯ই মে উদযাপন রাহমোন কেন প্রথম বারের মতো উপস্থিত থাকলেন না, কেন হাসান সাদুল্লোয়েভ রাহমনের সঙ্গে কাজাখস্তানে ভ্রমণে থাকলেন না? রাষ্ট্র কেন গুজবগুলোকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে সাদুল্লোয়েভ ভালো আছেন দেখাচ্ছেন না ?

সারসোভ, তাজাকিস্থানের একজন সাংবাদিক তার ব্লগে জানান [5] যে (রুশ), হাসানের সম্ভব খুনের গুজব আসলে “মিথ্যা”, রাহমোন এর কাজাখস্তান পরিদর্শন কলংকিত করতে এমন গুজবের সৃষ্টি হয়েছে”।

আমাকে তাজিকিস্তানের দূতাবাস [কাজাখস্তান] থেকে আশ্বস্ত করা হয়েছে যে এটা ভুল তথ্য। ইন্টারনেটে একটি মিথ্যা তথ্য দিয়ে “রাষ্ট্রপতির শত্রু”রা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন করেছে। এইটির সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই বলে তারা জানায়।

নিউইউরোশিয়াজানায় [6] যে সম্ভবত দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই অপপ্রচার চালানো হয়েছে। এই তথ্য দাতার কাছে কোন না পরিষ্কার প্রমাণ নেই, কিন্তু তার বন্ধু বান্ধব এবং সহকর্মীর সঙ্গে আলোচনার ওপর ভরসা করে তিনি এটি জানান।

আমি আশা করি যে হাসান জীবিত, কারণ এই ব্যক্তির মৃত্যু গুরুত্ব ব্যতীত থাকে না। আমার ধারণা যে এই তথ্যটি টেলকো এবং দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দেয়া হয়েছিল । হাসান এই প্রক্রিয়ার একজন প্রধান অভিনেতা, তার মৃত্যূর সম্বন্ধে গুজব হবে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে একটি সর্বোৎকৃষ্ট উপায়।

যদি এই গুজবটি মিথ্যা হয় তবে এটি হবে “এই বছরের শ্রেষ্ঠ মিথ্যা” যা তাজিকিস্তানে সমস্ত প্রচার মাধ্যম তৈরি করেছে।

এই লেখাটি নিউরোশিয়াতেও [7] প্রকাশিত হয়েছে।