ইউটিউব নাগরিক সাংবাদিকতার জন্য চ্যানেল চালু করছে

নাগরিক সাংবাদিকতা ভিডিও আরো বেশী সম্প্রচারের সময় পেয়ে সহজলভ্য হয়ে উঠেছে। ইউটিউবের ভিডিও আপলোডের ওয়েবসাইট বিশেষতঃ নাগরিক ভিডিওর সম্প্রচারের জন্য সিটিজেননিউজ নামে নতুন একটা চ্যানেল চালু করেছে। বসবাসস্থানের আশেপাশের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিবেদন তৈরীতে অভিজ্ঞ ভ্লগার্সরা এখন সহজেই চ্যানেলটির গ্রাহক হতে এবং বিশ্বকে জানাতে পারবে। ইউটিউবকে ভালবাসতে হয়।
নিচে, ইউটিউবের আমন্ত্রণ এবং সিটিজেননিউজের দায়িত্বপ্রাপ্ত অলিভিয়ার নিবেদন তুলে ধরা হলোঃ

তাদের একটা নির্বাচিত ভিডিও যা প্রস্তুত ও ধারণ করেছে দক্ষিণ সুদান থেকে মিওং জি কুউন যিনি উপস্থাপন করেছেন প্রচন্ড তাপদাহে উত্তপ্ত হয়ে ওঠা বা বৃষ্টিতে প্লাবিত হয়ে যাওয়া শরণার্থী শিবিরের দুর্দশার চিত্র।

এই সুযোগে আমি আপনাদের বলে নেই যে গ্লোবাল ভয়েসের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি যেসমস্ত পোস্টে ভিডিও সংযোগ করেছি সবগুলো প্রিয় হিসাবে চিহ্নিত করা আছে এবং অনেক নির্মাতাই তার গ্রাহক হয়েছে। এমন কিছু ভিডিও আছে যেগুলো নিবন্ধে সংযুক্ত না হলেও ভীষণ ভালো এবং আনন্দদায়ক।

আপনার যদি কোন ভিডিও থাকে যেটি সম্বন্ধে কোন আলোচনা দেখতে চান এই ভিডিও ব্লগিং সেকশনে আমাকে ইমেইল করুন (এড্রেস পাবেন আমার লেখক পাতায়) অথবা আপনি যে কারণে মনে করেন ভিডিওটি শোকেসে রাখার মত গুরুত্বপূর্ণ তার ছোট্ট একটা বর্ণনা সহ এখানে মন্তব্যের ঘরে লিখুন। সমস্ত অনুরোধ রক্ষা করতে আমি সাধ্যমত চেষ্টা করবো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .