ভিডিও: পানি সমস্যা সমাধানে নতুন উদ্ভাবন

পানির ফোঁটাদুটি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, মায়ানমারের সাইক্লোন এবং চীনের সিচুয়ানের ভূমিকম্প এর পর দুর্গতদের কাছে বিশূদ্ধ ও পরিশুদ্ধ খাবার পানি পৌঁছানোর ব্যাপারটি আবার সবার আলোচনায় এসেছে। আজকে আমরা কয়েকটি ভিডিও দেখাব যাতে বিশুদ্ধ পানি সরবরাহ বা অন্তত: খাবার উপযোগী পানির ব্যবস্থা করার নতুন নতুন উপায় বর্ণনা করা হয়েছে।

এই সমাধানগুলো বিভিন্ন সমস্যা ও বাধাকে চিন্তা করেই উদ্ভাবিত; প্রাকৃতিক দুর্যোগের পর স্বাস্থ্য সম্মতভাবে কুয়ো খুঁড়ে পানির উত্তোলন, একটি খেলনা পাম্প, পানি পরিবহনের জন্যে গড়িয়ে নেয়া যায় এমন ড্রাম, একটি বায়ো-বালির ফিল্টার এবং একটি পানি পরিশোধন সুবিধা সম্পন্ন সাইকেল যার মাধ্যমে পানিকে দ্রুত পরিশোধন করে খাওয়ার উপযোগী করা যাবে।

প্রথমে রয়েছে সুদান থেকে একটি ভিডিও জার্নাল যা ওয়াটার ফর সুদান প্রকল্প সম্পাদনে কি কি বাধা পার হতে হয়েছে তা নিয়ে আলাপ করছে। এটি অত্র অন্চলের দারিদ্র পীড়িত গ্রামগুলোতে কুপ খুঁড়ে বিপুল জনগোষ্ঠীর জন্যে পানির ব্যবস্থা করবে এবং এর জন্যে যত বাধাই আসুক এটি তাদের জন্যে খুবই দরকারী।

এর পর রয়েছে পাকিস্তানের একশন এগেইনস্ট হাঙার এর তৈরি একটি ভিডিও যাতে দেখানো হয়েছে সর্বস্ব হারানো লোকজনদের কিভাবে পুনরায় জীবন শুরুতে সাহায্য করা যায় এবং বিশুদ্ধ পানি প্রাপ্তি তাদের পরিকল্পনার অংশ হিসেবে রাখা যায়। এই ভিডিওটি প্রকাশ করেছে ডুগুডার্স টিভি:

কয়েকটি প্রকল্প এক স্থান থেকে অন্য স্থানে পানি পরিবহন সহজতর করে। প্রথমে রয়েছে কিউ ড্রাম, যা একটি গড়ানো পানির আধার এবং দড়ি দিয়ে এটি টানা যায়। দ্বিতীয়টি হচ্ছে ভূগর্ভস্থ পানি উত্তোলনে একটি পানির পাম্প যা ছেলেমেয়েদের খেলার মাধ্যমে পরিচালিত হয়। তৃতীয়টি হচ্ছে একটি বাইসাইকেল যা চালালে পানি পরিশোধন হয়:

প্রোটোটাইপ পানি পরিশোধন/পরিবহনকারী বাইসাইকেল ১ মিনিট থেকে দেখা যাবে।

এখানে একশন এগেইনস্ট হাঙার এর আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বায়ো-বালির ফিল্টারের পানি পরিশোধন কার্যক্রম:

পটার্স ফর পীস আরেকটি মাটির পাত্র দ্বারা পানি পরিশোধন প্রক্রিয়া দেখাচ্ছে। এরা স্থানীয় কুমোরদের মাটির হাড়ি তৈরির প্রশিক্ষণ দেয়া হয় যা দিয়ে পানি পরিশোধন করা যায়। কিভাবে এই মাটির গাড়ি ও ফিল্টার তৈরি করা যায় তার পূর্ণ বিবরণ এখানে আছেরন রিভেরা প্রেজেন্টেশন এই ভিডিও তৈরি করেছে বাকী ৯০% সিম্পোজিয়ামের জন্যে:

উপরের স্থিরচিত্র: পানির ফোটা পড়ার দৃশ্যরেন্ডি, সন অফ রবার্টের সৌজন্যে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .